Geographical Thoughts Mcq questions in Bengali

Geography MCQ - Modern Geographical Thought MCQ Questions (Bengali Language) for Slst Preparation also Helping for qualify NET/SET Examination ।। Some of the Important Mcq questions and answer from Geographical Thought in Bengali ।

ভৌগোলিক চিন্তাধারার বিকাশ - MCQs প্রশ্ন ও উত্তর

১. ভূগোল শাস্ত্রে দ্বৈতবাদ (Dualism) ধারনার উদ্ভাবক ছিলেন

ক. ভেরেনিয়াস  

খ. কান্ট  

গ. রিটার  

ঘ. হেটনার


২.  Space-time ধারনাটির প্রবক্তা বা উদ্ভাবক ছিলেন

ক. ভেরেনিয়াস  

খ. কান্ট  

গ. হেটনার  

ঘ. নিকোলাস কোপারনিকাস


৩. নিম্নলিখিত কোন ভৌগোলিকের মতে - "জলবায়ু মানুষের জীবনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে "

ক. গেডেস  

খ. জিফারসন  

গ. হান্টিংটন  

ঘ. ব্রুনস


৪. Modern Geographical thought বইটি লিখেছেন

. ডেভিড হার্ভে   

. আর. জে. জনসন   

. ব্রায়ান বেরি   

. রিচার্ড পিট


৫. নিম্নলিখিত কোনটি মানবিক ভূগোলের আলোচ্য বিষয় নয়

ক. দৈশিক সংস্থা

খ. আঞ্চলিক বৈষম্য

গ. ব্যাখ্যা ও বর্ননা

ঘ. রাশিমাত্রিক বিপ্লব


৬. "বৈষম্যের মধ্যে ঐক্য" নীতিটির প্রবক্তা কে

ক. কার্ল রিটার   

খ. ইম্যানুয়েল কান্ট  

গ. হামবোল্ড  

ঘ. ও. এইচ. কে. স্পেট


৭. পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে আঞ্চলিক বৈষম্য রয়েছে তার বর্ননা ও ব্যাখ্যা করাই হল ভূগোলের আলোচনার মূল বিষয় - উক্তিটি দিয়েছেন

ক. কার্ল রিটার  

খ. হামবোল্ড   

. হার্টশোন   

ঘ. হেটনার


৮. কার মতে মানবিক ভূগোল  হল  - " বিরামহীন মানুষ ও অস্থিতিশীল পৃথিবীর মধ্যে যে পরিবর্তনশীল সম্পর্কের আলোচনা " 

ক. র‍্যাটজেল  

খ. ভিদাল  

গ. ব্রুনস  

ঘ. সেম্পেল


৯. সম্ভাবনাবাদের  (Possibilism)জনক হলেন

ক. লুসিয়ান ফেব্রে  

খ. ই. উলম্যান  

গ. ভিদাল ডে লা ব্লাচে  

ঘ. কার্টার


১০. ই. সি. সেম্পেল কোন দেশের অধিবাসী ছিলেন

ক. ফ্রান্স  

খ. ব্রিটেন  

গ. রাশিয়া  

ঘ. আমেরিকা যুক্তরাষ্ট্র 


১১.ভূগোলকে বর্ননা করার জন্য কে  Chorography শব্দটি প্রথম  ব্যবহার করেন

. কান্ট   

. ভেরেনিয়াস  

. হ্যামবোল্ড   

. ক এবং খ দুটোই


১২. হ্যামবোল্ডের লেখা বিখ্যাত গ্রন্থ  Cosmos কত সালে প্রকাশিত হয়

. ১৮৪০   

. ১৮৪৫  

. ১৮৩৫  

. ১৮৫০


১৩. নবনিয়ন্ত্রনবাদ ধারনার জনক কাকে বলা হয়

ক. ডারউইন  

খ. র‍্যাটজেল   

গ. সেম্পেল   

ঘ. টেলর 


১৪. there are no necessities but everywhere possibilities” উক্তিটি কার

ক. রিচার্ড হার্টশোন   

খ. জি. টেলর  

গ. ভিদাল  

ঘ. লুসিয়ান ফেব্রি


১৫. সামাজিক বাস্তুতন্ত্রে  (Social Ecology)ডারউইনের ধারনাটি সর্বপ্রথম কে প্রয়োগ 

করেন

ক. ডেভিস  

. হার্বাট স্পেনসর  

গ. কার্ল ও সয়ার  

ঘ. ভিদাল


১৬. La Terre গ্রন্থটি লিখেছেন

. রেকলাস   

খ. রিটার   

গ. হার্টশোন  

ঘ. রিকথোফেন


১৭. পরিবেশগত নিয়ন্ত্রন (Environmental Determinism) বাদের প্রবক্তা কে

ক. উইলিয়াম গ্যারিসন   

খ. এলেন চার্চিল সেম্পেল   

গ. বারটন   

ঘ. ডেভিস


১৮. অ্যানথ্রোপোজিওগ্রাফির লেখক হলেন

ক. ই.ফু. চুয়ান   

খ. র‍্যাটজেল   

গ. স্পেনসর   

ঘ. ভিদাল


১৯. কার মতে  - "জলবায়ু হল ইতিহাস, সাংস্কৃতিক জীবনধারা ও পেশার প্রধান নিয়ন্ত্রক "

ক. টেলর   

খ. র‍্যাটজেল   

গ. সেম্পেল   

ঘ. হান্টিংটন


২০.  পৃথিবী পৃষ্ঠের আঞ্চলিক বৈষম্য  (Aerial differentiation) অন্য যে নামে পরিচিত

ক. দৈশিক বিশ্লেষণ    

খ. কোরিওলজি    

গ. কোরিওগ্রাফি    

ঘ. কোরোনোলজি


২১. নিম্নলিখিতদের মধ্যে কে জার্মান ভৌগোলিক নন

. র‍্যাটজেল   

. হ্যামবোল্ড   

. অস্কার প্যাসকেল  

. হার্বাটসন


২২. টপোফিলিয়া শব্দটি কে ব্যবহার করেন

. ই. ফু. চুয়ান  

খ. রিচার্ড হার্টশোন  

গ. ফ্রেডরিক র‍্যাটজেল  

ঘ. হ্যাগারস্ট্যান্ড


২৩. ভিদাল ডে লা ব্লাচে নিম্নলিখিত কোন ধারনাটির ব্যাখ্যা দান করেন

ক. Landschaft     

. Land ecology   

. Mathematical geography  

. Terrestrial Whole


২৪.  নিম্নলিখিত ভৌগোলিক দের মধ্যে কে প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের মধ্যে দ্বৈতবাদের সূচনা করেন

ক.ফ্রেডরিক র‍্যাটজেল  

খ. রিকথোফেন   

গ. কার্ল রিটার  

ঘ. অস্কার প্যাসকেল


২৫.  আধুনিক ভূগোলের জনক বলা হয়

ক. র‍্যাটজেল ও ব্লাচে কে

খ. সেম্পেল  ও বার্টন কে

গ. ব্লাচে ও ব্রুনস কে

ঘ. কার্ল রিটার  ও হ্যামবোল্ড কে


২৬.  রাশিমাত্রিক বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন

ক. জেমস কন্যান্ট    

খ. ইয়েন বার্টন  

গ. ফেব্রে   

ঘ. পিটার হ্যাগেট


২৭. কোন ভৌগোলিকের লেখার মাধ্যমে পরিবেশগত নিয়ন্ত্রনবাদের উদ্ভব হয়

ক. এলেন চার্চিল সেম্পেল  

খ. র‍্যাটজেল  

গ. প্রেস্টন জেমস  

ঘ. কার্ল রিটার

 

২৮. প্রগতিমূলক ভূগোলের (Radical Geography) আলোচ্য বিষয় হল

ক. কৃষিজাত সমস্যা   

খ. আঞ্চলিক ভূ-রাজনীতি    

গ. জনসংখ্যা বৃদ্ধি   

ঘ. আর্থ-সামাজিক অসাম্য


২৯. নিম্নলিখিত কোন ভৌগোলিকের কাজের প্রতিক্রিয়া হিসাবে হার্টশোন তার বিখ্যাত গ্রন্থ "Perspective on the Nature of Geography" লিখেছিলেন

. অ্যাকারম্যান   

. হ্যাগেট   

. সয়ার   

. স্কিফার


৩০. ভূগোলে প্রত্যক্ষবাদ  (Positivism) ধারনার সূচনা করেন কে

. কমটে   

. স্পেট   

. ব্রুনস  

. চোরলে


৩১. ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির  (Chorological approach) সূত্রপাত করেন কে

ক. রিচার্ট হার্টশোন   

খ. হেটনার   

গ. রিচার্ড পিট    

ঘ. রিকথোফেন


৩২. হার্টশোনের লেখা বিখ্যাত বই "Perspective on the Nature of Geography" এর মূল আলোচ্য  বিষয়বস্তু হল

. প্রনালিগত ভুগোল   

. আঞ্চলিক ভূগোলের ধারনাগত দিক আলোচনা 

. আঞ্চলিক ভূগোলের প্রয়োগ মূলক দিক আলোচনা

. পদ্ধতি গত দিক আলোচনা


৩৩.  নিম্নলিখিত জোড়া গুলির মধ্যে কোনটি অমিল

ক. এলসওয়ার্থ হান্টিংটন - নিয়ন্ত্রনবাদ

খ. রিচার্ড  হার্টশোন - আঞ্চলিক পৃথকীকরন

গ. ই. ফু. চুয়ান - মানবতাবাদী ভূগোল

 ঘ. রিচার্ড পিট - সম্ভাবনাবাদ


৩৪. কে প্রথম পৃথিবীকে প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করার চেষ্টা করেন

ক. অ্যালফ্রেড হেটনার  

খ. হার্বাটসন   

গ. ভিদাল   

ঘ. গেডেস


৩৫. Erdkunde শব্দটি প্রথম ব্যবহার করেন

. রিটার  

. কান্ট   

. রিকথোফেন   

. হ্যামবোল্ড 


৩৬. নিম্নে বই ও তার লেখকের জোড়া গুলির মধ্যে যেটি অমিল তা চিহ্নিত করো

ক. Explanation in Geography - Harvey

. Geography: A Modern Synthesis - Hagget

. Theoretical Geography - Berry

. Perspectives on the Nature of Geography - Hartshorne  


৩৭. নিম্নে ধারণা ও তার প্রবক্তার যে জোড়া গুলি রয়েছে তার মধ্যে অমিল  চিহ্নিত করো

. বৈষম্যের মধ্যে ঐক্য  - ভিদাল

. ভূমিরূপগ ঐক্যের ধারণা - রিটার 

গ. পাদসমতলীকরন - ডেভিস

ঘ. আঞ্চলিক পৃথকীকরন - হার্টশোন


৩৮. মানবিক ভূগোলের  (Human Geography)জনক বলা হয়

ক. ব্রুনস কে   

খ. ভিদাল কে  

গ. বোম্যান কে  

ঘ. বেরি কে


৩৯. নিয়ন্ত্রনবাদের ধারনাকে যিনি সমর্থন করেননি

ক. ব্যাকেল  

খ. র‍্যাটজেল   

গ. সেম্পেল  

ঘ. ফেব্রে


৪০. মানবতাবাদী ভূগোলের (Radical geography)জনক বলা হয়

ক. রিচার্ড পিট   

খ. ই. ফু. চুয়ান   

গ. ব্রায়ান বেরি  

ঘ. উইলিয়াম ব্যাঙ্গে


৪১. "Man is the product of the Earth" উক্তিটির প্রবক্তা হলেন

. হ্যান্টিংটন   

. মন্টেস্কি   

. টলেমি   

. সেম্পেল


৪২. Geography: A Modern Synthesis গ্রন্থটির লেখক হলেন

. বেরি  

. পিট   

. হার্ভে   

. হ্যাগেট


৪৩. নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কে সম্ভাবনাবাদের সমর্থক নন

. ভিদাল   

. ব্রুনস   

. ব্যাকেল   

. বোম্যান


৪৪. ভূগোলকে মানবীয় বাস্তুতান্ত্রিক (Human Ecology) বিজ্ঞান হিসাবে উল্লেখ করেন

ক. জে. ক্লার্ক    

খ. হারলান ব্যারোজ    

গ. হার্টশোন   

ঘ. ডেভিস স্মিথ


৪৫. নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কে সম্ভাবনাবাদের সমর্থক ছিলেন

ক. হ্যান্টিংটন,  ব্লাচে এবং জে. ব্রুনস

খ. ব্লাচে,  জে. ব্রুনস এবং বোম্যান

গ. ব্রুনস,  স্পেট  এবং  ব্লাচে

ঘ. স্পেট,  ব্রুনস এবং টেলর


৪৬. পরিবেশগত নিয়ন্ত্রনবাদের বিপরীতমুখী ধারণা হিসাবে সম্ভাবনাবাদের সূচনা করেন

ক. র‍্যাটজেল   

খ. হেটনার   

গ. সেম্পেল   

ঘ. ভিদাল

৪৭. Genre de vie বা জীবনশৈলী ধারনার প্রবক্তা হলেন

. রেকলাস   

. ভিদাল   

. ব্রুনস   

. ফোরডে


৪৮. Geography in the 20th century  বইটির লিখেছেন

ক. এস. এম. আলি    

খ. জি. টেলর   

গ. পি. হ্যাগেট    

ঘ. সেম্পেল 


৪৯. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে স্কুলে মূলত যে ধরনের বিষয় পড়ানো হয়

ক. সাংস্কৃতিক ভূগোল   

খ. রাজনৈতিক ভূগোল   

গ. ঐতিহাসিক ভূগোল  

ঘ. প্রাকৃতিক ভূগোল


৫০. এলিসি রেকলাস ছিলেন

ক. র‍্যাটজেলের একজন শিষ্য

খ. একজন ফ্রান্সের ভৌগোলিক

গ. নিয়ন্ত্রনবাদের সমর্থক

. খ এবং গ দুটোই


৫১. ভারতে প্রথম ভূগোল বিভাগ স্থাপন করা  হয়

ক. পাটনা বিশ্ববিদ্যালয়ে

খ. দিল্লি বিশ্ববিদ্যালয়ে

গ. মাদ্রাস বিশ্ববিদ্যালয়ে

ঘ. আলীগড়  বিশ্ববিদ্যালয়ে


৫২. Genere de vie শব্দটিরঅর্থ হল

. লিভিং স্পেস    

. পরিবেশ   

. জীবনশৈলী    

. বাসস্থান


৫৩. নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কে চার্লস ডারউইনের মতবাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন

ক. র‍্যাটজেল   

খ. রিটার   

গ. কান্ট    

ঘ. হ্যান্টিংটন


৫৪. সামাজিক ডারউইনবাদ শব্দটি কে ব্যবহার করেন

ক. হার্টশোন   

খ. হেকেল   

গ. ডারউইন  

ঘ. স্পেনসার


৫৫. নিয়ন্ত্রনবাদ ধারনার বিকাশে যারা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন

ক. ভিদাল এবং ব্রুনস

খ. র‍্যাটজেল  এবং সেম্পেল 

গ. হ্যামবোল্ড এবং  রিটার

ঘ. কান্ট এবং কেজলিন


৫৬. কে পরিবেশ কে ট্রাফিক পুলিশের সাথে তুলনা করেন

ক. হার্বাটসন   

খ. টেলর    

গ. টেইথাম  

ঘ. স্মিথ


৫৭. প্রকৃতি কখনোই একজন উপদেশকারীর থেকে বেশি কিছু নয় - উক্তিটি করেন

ক. রিটার  

খ. ব্রুনস   

গ. ব্লাচে  

ঘ. সেম্পেল


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.