পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন
জীব দেহ পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম বলে। পাললিক শিলায় এই জীবাশ্ম দেখা যায় কারণ নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে নুড়ি, পাথর, পলি ও বালি স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পলি জমাট বেঁধে পাথরে পরিণত হওয়ার সময় সেই সব জীবের দেহাবশেষ গুলি উপরের পলি স্তরের প্রবল চাপে নষ্ট না হয়ে ক্রমে প্রস্তরীভূত হয় ও পাললিক শিলা স্তরের ওপর তাদের স্পষ্ট ছাপ দেখা যায়। এই ভাবে পাললিক শিলা স্তরে জীবাশ্ম দেখা যায়। পরবর্তী কালে প্রবল চাপ ও তাপের ফলে এই জীবাশ্ম থেকেই কয়লা, পেট্রোলিয়াম জাতীয় জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়। এই জীবাশ্ম থেকেই আদিকালের জীব জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়। পৃথিবীর বিভিন্ন ভঙ্গিল পর্বত সমূহে এই জীবাশ্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
কোন মন্তব্য নেই: