Geographical Thought MCQs in Bengali

ভূগোল চিন্তারধারার বিকাশে গ্রিক ভৌগোলিকদের অবদান থেকে কিছু গুরুত্বপূর্ন  MCQs প্রশ্ন আলোচনা করা হলো।। Geographical Thought MCQs in Bengali ।। Some very important Mcq questions and answers from Geographical thought - Contribution of Ancient Greek Geographers. 


১. ভূগোলের জনক কাকে বলা হয়


ক. থালেস   

খ. হিপ্পারকাস   

গ. হেকাটিয়াস   

ঘ. হেরোডোটাস


২. কে পৃথিবীর পরিধি ২৫০০০ মাইল নির্নয় করেন


ক. এরাটোস্থেনি   

খ. হিপ্পারকাস  

গ. পসিডোনিয়াস   

ঘ. থালেস


৩. Geographia গ্রন্থটির লিখেছেন


ক. এরাটোস্থেনিস   

খ. হিপ্পারকাস  

গ. পসিডোনিয়াস   

ঘ. পলিবিয়াস


৪. Ges-Periodos গ্রন্থটির লেখক হলেন


ক. হেরোডোটাস   

খ. হিপ্পারকাস  

গ. হেকাটিয়াস    

ঘ. টলেমি


৫. ইতিহাসের ঘটনাকে ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করনের কীর্তিত কার


ক. আরিস্টটলের  

খ. হেরোডোটাসের  

গ. হিপ্পারকাসের  

ঘ. এরাটোস্থেনিসের


৬. Geography  শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন


ক. এরাটোস্থেনিস   

খ. কান্ট   

গ. আরিস্টটল  

ঘ. টলেমি


৭.  সর্বপ্রথম পৃথিবীর পরিপূর্ন ধারাবাহিক বর্ননা পাওয়া যায় যে গ্রন্থে তা হল


ক. Ges-periodos     

খ. Climata    

. Outline of Geography  

ঘ. কোণটিই নয়


৮. থালেস ও  অ্যানাক্সিমান্ডার কে বলা হয়


ক. সাংস্কৃতিক ভূগোলের জনক

খ. আঞ্চলিক ভূগোলের জনক

গ. গানিতিক ভূগোলের জনক

ঘ. ঐতিহাসিক  ভূগোলের জনক


৯. কে সর্বপ্রথম সমগ্র পৃথিবীর ভূমিভাগ কে তিনটি প্রধান ভূখণ্ড - ইউরোপ, এশিয়া ও লিবিয়া বিভক্ত করেন


ক. হেকাটিয়াস   

খ. হেরোডোটা  

গ. এরাটোস্থেনিস  

ঘ. থালেস


১০. Guide to Geography” বইটির লেখক হলেন


ক. হেরোডোটাস   

খ. হিপ্পারকাস  

গ. পসিডোনিয়াস  

ঘ. টলেমি


১১. অক্ষরেখার উপর ভিত্তি করে - কে পৃথিবীকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করেন


ক. এরাটোস্থেনিস  

খ. স্ট্রাবো   

গ. হিপ্পারকাস  

ঘ. টলেমি


১২. পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা নির্নয়ের জন্য যে বেশি পরিচিত


ক. এরাটোস্থেনিস  

খ. হেরোডোটাস  

খ. টলেমি  

ঘ. স্ট্রাবো


১৩. কোণ ভৌগোলিক  প্রথম একটি বৃত্ত কে ৩৬০ ডিগ্রিতে বিভক্ত করেন


ক.  হেরোডোটাস   

খ. হিপ্পারকাস   

গ. অ্যানাক্সিমান্ডার   

ঘ. হেকাটিয়াস 


১৪.  "Astrolabe" যন্ত্রটির আবিস্কর্তা হলেন


ক. হিপ্পারকাস  

খ. হেকাটিয়াস  

গ. অ্যানাক্সিমান্ডার  

ঘ. হেরোডোটাস


১৫. নিম্নলিখিত কোণ উক্তিটি সঠিক নয়


ক. অ্যারিস্টটল আরোহী পদ্ধতির বিশ্বাসী ছিলেন

খ. হেরোডোটাস আয়োনিয়ান মতাদর্শের (Ionian school) অনুসরন কারী ছিলেন

গ. প্লোটো অবরোহী পদ্ধতির বিশ্বাসী ছিলেন

ঘ. ভূকেন্দ্রিক ধারনাটি দেন টলেমি


১৬. নিম্নলিখিত দের মধ্যে কে গ্রিক ভৌগোলিক নন


ক. অ্যানাক্সিম্যান্ডার   

খ. স্ট্রাবো   

গ. থালেস  

ঘ. হেকাটিয়াস


১৭. নিম্নলিখিত দের মধ্যে কে রোমান ভৌগোলিক


ক. হিপ্পারকাস  

খ. থালেস   

. টলেমি   

ঘ. হেকাটিয়াস


১৮. 'নিরক্ষরেখা একটি মহাবৃত্ত' ধারনাটি দিয়েছেন


ক. এরাটোস্থেনিস  

খ. হিপ্পারকাস  

গ. টলেমি  

ঘ. প্লুটো


১৯. একটি তিন মাত্রা বিশিষ্ট গোলককে দুই মাত্রা বিশিষ্ট সমতলের পরিনত করার কীর্তিত যার


. হিপ্পারকাস  

খ. টলেমি  

গ. স্ট্রাবো    

ঘ. এদের মধ্যে কেউ না


২০. Alamagast এর লেখক হলেন


ক. স্ট্রাবো   

খ. হিপ্পারকাস  

. টলেমি   

ঘ. এদের মধ্যে কেউ না


২১. টলেমির লেখা "অ্যালমাগেস্ট" এর মূল বিষয় বস্তু হল


ক. আঞ্চলিক ভূগোল

খ. ইতিহাস

গ. অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সম্পর্কীত জটিল সমস্যা

ঘ. গানিতিক ভূগোল ও জ্যোতিঃবিজ্ঞানের জটিল সমস্যা


২২. নদীর মোহনা অঞ্চলে যে ত্রিকোনাকৃতি সামুদ্রিক সঞ্চয় দেখা যায় তাকে ডেল্টা হিসাবে নামকরন করেন


ক. এরাটোস্থেনিস  

খ.  হেরোডোটাস  

গ. টলেমি  

ঘ. ডেভিস


২৩. গ্রিক দার্শনিক থালেসের মতে পৃথিবীর আকৃতি হল


ক. উত্তলাকার  

খ. গোলাক আকৃরির  

. চ্যাপ্টা   

ঘ. বৃত্তাকার


২৪. স্ট্রাবোর লেখা গ্রন্থটির হল


ক. জিওগ্রাফিয়া জেনেরালিস  

খ. প্যাথোজিওগ্রাফি  

. জিওগ্রাফিয়া  

ঘ. হিস্ট্রোরিয়া নাচারালিস


২৫. স্ট্রাবোর আলোচনার বিষয় ছিল


ক. মানবিক ভূগোল  

খ. ঐতিহাসিক ভূগোল  

গ. গানিতিক ভূগোল  

ঘ. কার্টোগ্রাফি


২৬. আঞ্চলিক ভূগোলের ভিত্তি স্থাপন করেন


ক. পলিবিয়াস   

খ. হেকাটিয়াস  

গ. এরাটোস্থেনিস   

ঘ. স্ট্রাবো


২৭. কে প্রথম মানচিত্র অঙ্কন করেন


ক. এরাটোস্থেনিস   

খ. পসিডোনিয়ান  

গ. অ্যানাক্সিম্যান্ডার   

ঘ. থালেস


২৮. কে শাঙ্কব অভিক্ষেপ পরিমার্জিত করেন


ক. স্ট্রাবো  

খ. টলেমি   

গ. হিপ্পারকাস  

ঘ. প্লিনি


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.