ভারতবর্ষের জীববৈচিত্র্য ।। Biodiversity of India

ভূ-জলবায়ুগত দিক থেকে ভারতবর্ষ এক বিশাল বৈচিত্র্যময় দেশ। এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, ভূমিরূপ, জলবায়ু ও মৃত্তিকা বিভিন্ন ধরণের জীবের জীবন ধারনে সক্ষম। তাই ভারতে অরণ্য, জলাভূমি, ম্যানগ্রোভ ও সমুদ্রে ভিন্ন ভিন্ন জীব প্রজাতির সমাবেশ দেখা যায়। এই সমৃদ্ধতা ভারতকে বিশ্বের ১২ টি মেগাডাইভারসিটি দেশের ১ টি তে পরিনত করেছে।

পৃথিবীর মোট আবিষ্কৃত ২.৫ লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে ৪৫,০০০ রয়েছে ভারতে।

পৃথিবীর মোট আবিষ্কৃত ১৫ লক্ষ প্রাণী প্রজাতির মধ্যে ৭৫,০০০ রয়েছে ভারতে।

ভারতে ৩৫০ প্রকারের স্তন্যপায়ী প্রানী, ১২০০ প্রজাতির পাখি, ৪৫৩ প্রজাতির সরীসৃপ আছে।

ভারতের প্রায় ১৮ % উদ্ভিদের আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, যা ভারত ব্যতিত অন্য কোথাও 

পাওয়া  যায় না।

প্রজাতিগত বৈচিত্র্যতায় স্তন্যপায়ীর ক্ষেত্রে ভারত সপ্তম, পাখির ক্ষেত্রে নবম ও সরীসৃপের ক্ষেত্রে 

পঞ্চম।

ভারতে – ২ টি রিলিম, ৫ টি বায়োম, ১০ টি জীব-ভৌগোলিক অঞ্চলের উপস্থিতি দেখা যায়।

জীব- ভৌগোলিক রিলিম (Biogeographic realms)

জীব- ভৌগোলিক রিলিম হল বৃহৎ ভৌগলিক অঞ্চল যার মধ্যবর্তী বাস্তুতন্ত্র গুলিতে একই ধরণের জীব প্রজাতি দেখা যায়।

পৃথিবীতে মোট ৮ টি জীব- ভৌগোলিক রিলিম চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২ টি ভারতে অবস্থিত।

১. হিমালয় অঞ্চল – যা প্যালিয়ার্কটিক (Palearctic Realm) নামে পরিচিত

২. সমগ্র উপদ্বীপীয় অঞ্চল – যা ইন্দোমালায়ান (Indomalayan Realm) নামে পরিচিত।

বায়োম (Biomes of India) 

একটি নিদিষ্ট জলবায়ু যুক্ত অঞ্চলে যে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রানীর সমাবেশ দেখা যায়, তাকে বায়োম বলে।

ভারতে মোট ৫ টি বায়োম রয়েছে।

১. ক্রান্তীয় আদ্র অরণ্য

২. ক্রান্তীয় শুষ্ক বা পর্নমোচি অরণ্য

৩. উষ্ণ মরুভূমি অঞ্চল

৪. সরলবর্গীয় অরণ্য অঞ্চল

৫. আল্পীয় অঞ্চল

জীব-ভৌগলিক অঞ্চল (Bio-geographic Zones)

জীব-ভৌগলিক অঞ্চল বলতে উদ্ভিদ ও প্রানীর অঞ্চল গত বন্টনকে বোঝায়।

ভারতে মোট ১০ টি জীব-ভৌগলিক অঞ্চল চিহ্নিত হয়েছে

১. ট্রান্স হিমালয়        ২. হিমালয়       ৩. মরুভূমি         ৪. মরু প্রায় অঞ্চল       ৫. পশ্চিম ঘাট

৬. ডেকান মালভূমি     ৭. গাঙ্গীয় সমভূমি      ৮. উত্তর-পূর্ব ভারত      ৯. দ্বীপ পুঞ্জ      

১০. উপকূল অঞ্চল

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.