সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য


দিনের বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে সাময়িক ভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। এই সাময়িক বায়ু গুলির মধ্যে অন্যতম হল সমুদ্র বায়ু ও স্থল বায়ু, যা দিনের একটি নির্দিষ্ট সময়েই প্রবাহিত হয়ে থাকে। নিম্নে এই সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো। 

1) সংজ্ঞা 
👉 স্থানীয় ভাবে সমুদ্র থেকে স্থল ভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয়, তাকে সমুদ্র বায়ু বলে।
👉 একটি নির্দিষ্ট সময়ে স্থল ভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ু কে স্থল বায়ু বলে। 

2) প্রবাহের সময় -
👉 সাধারণত বিকেল ও সন্ধ্যায় সমুদ্রবায়ুর প্রবাহ বেশি দেখা যায়।  
👉 স্থলবায়ু মূলত মধ্যরাত থেকে ভোরের দিকে প্রবাহিত হয়।

3) বায়ুর প্রকৃতি 
👉 সমুদ্রবায়ু জলভাগ থেকে আসে বলে আর্দ্র প্রকৃতির হয়।
👉 স্থলবায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হওয়ায় জলীয় বাষ্প হীন শুষ্ক প্রকৃতির হয়ে থাকে।

4) বায়ু প্রবাহের দিক 
👉 সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়ে থাকে। 
👉 স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে থাকে। 

5) বায়ু চাপের অবস্থান
👉 সমুদ্র বায়ু প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের ওপর উচ্চ চাপ ও স্থলভাগের ওপর নিম্ন চাপ অবস্থান করে।
👉 অন্যদিকে স্থলবায়ু প্রবাহিত হওয়ার সময় সমুদ্রে নিম্ন চাপ ও স্থল ভাগে উচ্চ চাপের উপস্থিতি দেখা যায়। 

6) ঋতু 
👉 বসন্ত ও গ্রীষ্ম কালে সমুদ্রবায়ুর প্রবাহ বেশি লক্ষ্য করা যায়।
👉 স্থলবায়ু সাধারণত শীতকালে বেশি প্রবাহিত হয়ে থাকে। 

7) গতিবেগ 
👉 সমুদ্র বায়ু 10 থেকে 20 নট গতিবেগ সম্পন্ন হয়। 
👉 স্থল বায়ু 5 থেকে 8 নট গতিবেগ সম্পন্ন হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.