লিঙ্গ অনুপাত বলতে কী বোঝ ।। SEX RATIO

কোনো একটি অঞ্চল বা দেশের লিঙ্গ অনুপাত সেই দেশের বিভিন্ন জনসংখ্যা  গঠনের উপর গুরুত্ব পূর্ন প্রভাব ফেলে লিঙ্গ অনুপাত বলতে সাধারণত কোনো একটি দেশ বা অঞ্চলে একটি নিদিষ্ট সময়ে পুরুষ ও মহিলার অনুপাত কে বোঝানো হয়
ভারতবর্ষে প্রতি হাজার পুরুষে কত জন মহিলা রয়েছে, তার সাপেক্ষে লিঙ্গ অনুপাত নির্ধারন করা বলে                

বিভিন্ন দেশে লিঙ্গ অনুপাত বিভিন্ন ভাবে নির্ধারন করা হয়ে থাকে বিভিন্ন দেশে লিঙ্গ অনুপাত নির্ধারনের সূত্র গুলি হল-

আমেরিকায় প্রতি একশত জন মহিলা পিছু কত পুরুষ রয়েছে, তার ভিত্তিতে লিঙ্গ অনুপাত প্রকাশ করা হয়।       

নিউজিল্যান্ডে  প্রতি একশত জন পুরুষ পিছু কত মহিলা রয়েছে, তার ভিত্তিতে লিঙ্গ অনুপাত প্রকাশ করা হয়।

রাশিয়ায় লিঙ্গ অনুপাত নির্ধারন করার জন্য মোট জনসংখ্যার সাপেক্ষে প্রতি ১০০ জন পিছু কত জন পুরুষ বা মহিলা রয়েছে, তার উপর নির্ভর করে লিঙ্গ অনুপাত গননা করা হয়।

লিঙ্গ অনুপাতের প্রকার ভেদ –

ক) প্রাথমিক লিঙ্গ অনুপাত – এটি গর্ভাবস্থাকালীন স্ত্রী ও পুরুষের অনুপাত কে নির্দেশ করে।

খ) গৌন লিঙ্গ অনুপাত – জন্মের সময় স্ত্রী ও পুরুষের অনুপাত কে গৌন লিঙ্গ অনুপাত বলে।

গ) প্রগৌন লিঙ্গ অনুপাত – জনগণনার সময় যে লিঙ্গ অনুপাত থাকে, তাকে প্রগৌন লিঙ্গ অনুপাত বলে।

লিঙ্গ অনুপাতের বৈশিষ্ট্য

ক) লিঙ্গ অনুপাতের মান কম হলে সেটি অনুন্নত আর্থ-সামাজিক অবস্থা সুচিত করে।

খ) অনুন্নত বা উন্নয়নশীল দেশ গুলিতে শহরের থেকে গ্রামে লিঙ্গ অনুপাত বেশি হয়।

গ) পরিব্রাজন কোন দেশের লিঙ্গ অনুপাতের তারতম্যের অন্যতম প্রধান কারণ।

ঘ) সময়ের সাথে সাথে লিঙ্গ অনুপাতের পরিবর্তন  হয়ে থাকে।

ভারতের লিঙ্গ অনুপাত সম্পর্কীত তথ্য
  • ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত৯৪০ জন / হাজার (২০০১ সালে ছিল ৯৩৩ জন)
  • ভারতের শিশু লিঙ্গ অনুপাত৯১৪ জন/হাজার
  • ভারতের ৩টি উচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য
                      ) কেরালা - ১০৮৪ জন/হাজার
                      ২) তামিলনাড়ু৯৯৫ জন/হাজার
                      ৩) অন্ধ্রপ্রদেশ৯৯২ জন/হাজার
  • সবথেকে কম লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হলো - হরিয়ানা (৮৭৭ জন/হাজার)
  • সবথেকে কম লিঙ্গ অনুপাত বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হলোদমন ও দিউ (৬১৮ জন/হাজার) 
  • শিশু লিঙ্গ অনুপাত সবথেকে বেশিমিজোরামে (৯৭১ জন/হাজার)
  • শিশু লিঙ্গ অনুপাত সবথেকে কমহরিয়ানায় (৮৩৬ জন/হাজার)









কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.