সপ্তম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরূপ


সপ্তম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় - "ভূমিরূপ" প্রশ্নোত্তর আকারে এখানে আলোচনা করা হল। 
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর । WB Class Seven Geography ।।

1) ভূমিরূপ গঠনকারী শক্তি গুলিকে কত ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর - ভূমিরূপ গঠনকারী শক্তি গুলিকে উৎপত্তি অনুসারে দুই ভাগে ভাগ করা হয় - a) অভ্যন্তরীণ শক্তি ও b) বহির্জাত শক্তি

2) অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?
উত্তর - পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে ভূ আন্দোলন জনিত কারণে যে শক্তির উৎপত্তি হয়, তাকে অভ্যন্তরীণ শক্তি বলে। যেমন - ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি।

3) বহির্জাত শক্তির উদাহরণ দাও? 
উত্তর - পৃথিবী পৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল যে শক্তি গুলির জন্য ভূমিরূপের ভাস্কর্য সাধিত হয়, তাদের বহির্জাত শক্তি বলে। যেমন - নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। 

4) অভ্যন্তরীণ শক্তি জনিত কারণে সৃষ্ট ভূমিরূপ কোন গুলি?
উত্তর - পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি ।

5) ভূপৃষ্ঠ অনেক গুলি ছোটো বড়ো _____  সমন্বয়ে গঠিত। উত্তর - পাতের 

6) পাত গুলি কিসের ওপর ভাসমান অবস্থায় রয়েছে?
উত্তর -   অ্যাস্থেনোস্ফিয়ার 

7) উৎপত্তি অনুসারে পর্বত কে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর - তিন ভাগে,  যথা - ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত। 

8) ভঙ্গিল পর্বত কাকে বলে?
উত্তর - দুটি পাতের মুখোমুখি চলনের ফলে পাতের মধ্য বর্তী ভূভাগ চাপের ফলে ভাঁজ পেয়ে যে বিশাল আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে।

9) ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও?
উত্তর - পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বত গুলি হল - এশিয়া মহাদেশের হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার অন্দিজ, ইউরোপের আল্পস পর্বতমালা।

10) একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরন দাও?
উত্তর - ভারতের আরাবল্লি 

11) স্তূপ পর্বত কাকে বলে?
উত্তর - ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী ভূখন্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখন্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বত কে স্তূপ পর্বত বলে। উদাহরণ - ভারতের সাত পুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি পৃথিবীর উল্লেখযোগ্য স্তূপ পর্বত। 

12) আগ্নেয় পর্বত কাকে বলে?
উত্তর - অগ্ন্যুৎপাতের সময় নির্গত লাভা, ছাই, পাথর প্রভৃতি ক্রমাগত সঞ্চিত সঞ্চিত হতে হতে উঁচু হয়ে যে ত্রিকোণাকার পর্বত গঠিত হয়, তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন - জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, ইতালির এটনা, ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো প্রভৃতি। 

13) পর্বত কাকে বলে?
উত্তর - সাধারণত 900 মিটারের অধিক উঁচু, অনেক দূর বিস্তৃত, শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কে পর্বত বলে।

14) পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - হিমালয়ের মাউন্ট এভারেস্ট ( 8848 মিটার)

15) মালভূমি কাকে বলে?
উত্তর - সাধারণত তিনশো মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিকে খাড়া ঢাল আছে, তাকে মালভূমি বলে।

16) টেবিল ল্যান্ড কাকে বলা হয়?
উত্তর - মালভূমি কে

17) পৃথিবীর বৃহত্তম মালভূমি নাম কি?
উত্তর - তিব্বত মালভূমি

18) উৎপত্তি অনুসারে মালভূমি কে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর - চারভাগে, যথা - পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি,  লাভা গঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি।

19) লাভা মালভূমির উদাহরণ দাও?
উত্তর - ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি। 

20) পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি?
উত্তর - পামির মালভূমি।

21) পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর - পামীর মালভূমি

22) সমভূমি কাকে বলে?
উত্তর - সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট নিচু, সমতল, বিস্তৃর্ন ভূমিরূপ কে সমভূমি বলে।
যেমন - ভারতের গঙ্গা সমভূমি।

23) পলি গঠিত সমভূমি কিভাবে সৃষ্টি হয়?
উত্তর - নদীবাহিত নুড়ি, কা কর, বালি, পলি, কাদা প্রভৃতি ক্রমাগত সঞ্চিত হতে হতে যে সমতল ভূমি গড়ে ওঠে, তাকে পলিগঠিত সমভূমি বলে। 

24) লোয়েস সমভূমি কাকে বলে?
উত্তর - মরুভূমির বালি বায়ু দ্বারা বাহিত হয়ে বহুদূরে কোন নিম্নভূমি অঞ্চলে সঞ্চয়ের ফলে যে সমভূমি গঠিত হয়, তাকে লোয়েস সমভূমি বলে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.