শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝ


 সব দেশের জন্ম ও মৃত্যু হার প্রায় সমান, সেই সব দেশে জনসংখ্যার বৃদ্ধি প্রায় হয় না বললেই চলে, একেই শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। যেমন – জার্মানি, জাপান, সুইডেন, বেলজিয়াম প্রভৃতি দেশ। সাধারণত পৃথিবীর উন্নত দেশগুলিতে জনসংখ্যার  শূন্য বৃদ্ধি দেখা যায় উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা, উন্নত জীবনযাত্রার মান ও সর্বোপরি মানব সচেতনতা বৃদ্ধির দরুন এই সব দেশে জনসংখ্যার বৃদ্ধি খুব কম 

শূন্য জনসংখ্যা র দেশের বৈশিষ্ট্য

. জনবিবর্তনের শেষ পর্যায়কে নির্দেশ করে

. নিয়ন্ত্রিত জন্মহারকে ঘোষিত করে

. অভিবাসন ও প্রবাসনের প্রকৃতি সম্পর্কে জানা যায়

. অত্যাধিক শিল্পায়ন ও নগরায়ন কে অর্থাৎ সর্বাধিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নকে সূচিত করে

. জীবন যাত্রার অতি উন্নতমান কে নির্দেশ করে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.