উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর - জনসংখ্যা ও জনবসতি

উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীদের জন্য জনসংখ্যা ও  জনবসতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ন বেশ কয়েকটি MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল। 


১. জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক নয় - ক. প্রজনন হার   খ. পরিব্রাজন    গ. জনঘনত্ব   ঘ. মরনশীলতা 


২. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের জনক বলা হয় - ক. ওয়েবার   খ. থম্পসন   গ. ম্যালথাস   ঘ. বিজু গার্নিয়ার 


৩. বেল আকৃতির বয়ঃলিঙ্গ পিরামিড দেখা যায় - ক. আমেরিকা যুক্তরাষ্ট্র   খ. ভারত   গ. জাপান   ঘ. ব্রাজিলে 


৪. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের জনবিরল রাজ্য হল - ক. উত্তরপ্রদেশ  খ. হরিয়ানা  গ. অরুনাচল প্রদেশ   ঘ. সিকিম     


৫. কোন দেশের আদর্শ মানুষ জমি অনুপাত কে বলা হয় - ক. স্থিতিশীল জনসংখ্যা   খ. কাম্য জনসংখ্যা   গ. জনাকীর্নতা    ঘ. জনাস্বল্পতা 


৬. কোন মহাদেশে জনসংখ্যার পরিমান সবচেয়ে কম - ক. ইউরোপ  খ. এশিয়া   গ. ওশিয়ানিয়া   ঘ. আফ্রিকা 


৭.  ভারতের কত সালে জনসংখ্যার ঋনাত্মক বৃদ্ধি দেখা যায় - ক. ১৯১১   খ. ১৯৫১    গ. ১৯২১    ঘ. ২০০১ 


৮. কাম্য জনসংখ্যার ধারণাটি দেন - ক. থম্পসন  খ. এডউইন ক্যানান   গ.  ডালটন   ঘ. রবিন্সন 


৯. জনবিরলতা দেখা যায় - ক. ভারতে   খ. মিশরে   গ. কানাডায়   ঘ. ব্রাজিলে 


১০. ভারতের জনসংখ্যা নীতি ঘোষিত হয় - ক. ২০০১ সালে   খ. ২০০০ সালে   গ. ২০১০ সালে  ঘ. 

২০০৩ সালে 


১১. ঋতুভিত্তিক পরিব্রাজন দেখা যায় -  ক. শহরাঞ্চলে   খ. পার্বত্য অঞ্চলে   গ. সমভূমিতে   ঘ. মরু 

অঞ্চলে  


১২. অধিক সক্রিয় ও বয়স্ক জনসংখ্যা নির্দেশকারী পিরামিড হল - ক. প্রথম শ্রেণীর  খ. চতুর্থ শ্রেণীর   গ. 

পঞ্চম শ্রেণীর  ঘ. তৃতীয় শ্রেণীর পিরামিড 


১৩. জন বিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক - ক. প্রথম  খ. দ্বিতীয়  গ. তৃতীয়  

ঘ. চতুর্থ 


১৪. ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল - ক. পশ্চিমবঙ্গ    খ. কেরালা   গ. উত্তরপ্রদেশ   ঘ. 

বিহার 


১৫. জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক - ক. মানুষ-জমি অনুপাত  খ. জনঘনত্ব  গ. মোট 

জনসংখ্যা  ঘ. জনাধিক্য 


১৬. ভারতের প্রথম আদমসুমারি হয় - ক. ১৯৭৩ সালে  খ. ১৮৭২ সালে  গ. ১৯৭২ সালে  ঘ. ১৮৭৩ 

সালে 


১৭. যে মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক - ক.  আফ্রিকা   খ. এশিয়া   গ. উত্তর আমেরিকা   ঘ. 

ওশিয়ানিয়া


১৮. উন্নত দেশে বয়ঃলিঙ্গ পিরামিডের আকৃতি যে রূপ হয় - ক. ঘন্টা আকৃতি  খ. উত্তল  আকৃতি   গ. 

অবতল আকৃতি   ঘ. সমবাহু  ত্রিভুজাকৃতি      


১৯. অতিজনাকীর্নতা দেখা যায় - ক. কানাডা   খ. ডেনমার্কে   গ. বাংলাদেশে   ঘ. মিশরে 


২০. অতিবিরল জনঘনত্ব দেখা যায় না - ক. সাহারা মরু অঞ্চলে  খ. কঙ্গো নদী অববাহিকায়  গ. দক্ষিণ 

- পূর্ব এশিয়ায়  ঘ. আলাস্কায় হিমশীতল অঞ্চলে 


২১. পৃথিবীর অতিবিরল জনবসতি অঞ্চলের জন ঘনত্ব প্রতি বর্গ কিমিতে - ক. < ১ জন    খ. > ১ জন  

 গ. ১০ জন  ঘ. ১ জন  


২২. নিম্নলিখিত কোনটি পরিব্রাজনের আকর্ষন জনিত কারণ নয় - ক. উচ্চ বেতন  খ. যুদ্ধ বিগ্রহ  গ. 

কর্ম সংস্থানের সুযোগ   ঘ. সামাজিক নিরাপত্তা


২৩. ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীন বসতিকে বলে - ক. মৌজা    খ. জলবিন্দু বসতি   গ. হ্যামলেট    ঘ. পলিশ 


২৪. মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন - ক. লুই ম্যামফোর্ড    খ. প্যাট্রিক গেডেস  গ. গ্যালপিন  

 ঘ. গটম্যান 


২৫. ভারতবর্ষ জনসংখ্যা বিবর্তনের যে পর্যায়ে অবস্থিত - ক.  প্রথম  খ. তৃতীয়  গ. চতুর্থ  ঘ. দ্বিতীয় 


২৬. যে দেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল সবচেয়ে বেশি - ক. আমেরিকা যুক্তরাষ্ট্র  খ. জাপান  গ. 

ভারত  ঘ. ফ্রান্স 


২৭. ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম - ক. 
হরিয়ানা   খ. কেরল    গ. সিকিম   ঘ. অরুনাচল প্রদেশ  

২৮. ভারতে কোন সময় জনবিস্ফোরন  ঘটে - ক. ১৯০১ - ১৯২১   খ. ১৯২১ - ১৯৫১  গ. ১৯৫১ - ১৯৮১   ঘ. ১৯৮১ - ২০০১ 

২৯. শূন্য জনসংখ্যা বৃদ্ধি নির্দেশকারী পিরামিডটি দেখতে - ক. ত্রিভূজাকার  খ. ঘণ্টা আকৃতির   গ. ন্যাসপাতির মতো  ঘ. উত্তর আকৃতির 

৩০. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতে পৌরবসতির পরিমান - ক. ৩১ %   খ. ৩১.১৬ %    গ. ২৯.১৪%   ঘ. ৩০.০৬ % 

৩১. অতিবিরল জনবসতি পূর্ন দেশটি হল - ক. বাংলাদেশ  খ. ব্রাজিল   গ. আমেরিকা যুক্তরাষ্ট্র   ঘ. অস্ট্রেলিয়া 

৩২. পাঞ্জাবের অমৃতসর যে ধরনের শহরের উদাহরন - ক. প্রশাসনিক   খ. বানিজ্যিক   গ. ধর্মীয়   ঘ. সাংস্কৃতিক 

৩৩. আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চলে দেখা যায় - ক. গোষ্ঠীবদ্ধ বসতি   খ. বিক্ষিপ্ত বসতি   গ. রৈখিক বসতি   ঘ. শুষ্ক বিন্দু বসতি 

৩৪. আদমশুমারি অনুসারে ভারতে প্রথম শ্রেণীর শহরের  ন্যূনতম জনসংখ্যা  - ক. ৫ লক্ষ    খ. ১০ লক্ষ   গ. ৫০ হাজার  ঘ. ১ লক্ষ     

৩৫. ভারতের যে রাজ্যে নগরায়নের হার সবচেয়ে বেশি - ক. মহারাষ্ট্র   খ. গোয়া   গ. মেঘালয়   ঘ. তামিলনাড়ু 

৩৬. মহানগরের জনসংখ্যা - ক. ১০ লক্ষের বেশি  খ. ৫০ লক্ষের বেশি গ. ১ লক্ষের বেশি   ঘ. ৫০ হাজার 

৩৭. জনাধিক্যের কারণ - ক. জন্মহার বৃদ্ধি   খ. মৃত্যুহার হ্রাস   গ. অভিবাসনের পরিমান বৃদ্ধি  ঘ. সব কয়টি 

৩৮. কোন দেশটিতে কাম্য জনসংখ্যা দেখা যায় - ক. আমেরিকায়   খ. ভারতে  গ. কানাডায়  ঘ. সুইডেনে  

৩৯. কোন দেশের প্রতিটি বসতি পৌরবসতিতে পরিনত হলে, তাকে বলে - ক. টির‍্যানোপলিস   খ. এক্যুমনোপলিস গ. মেট্রোপলিস  ঘ. মেগালোপলিস কে 

৪০. মরুদ্যানে প্লায়াকে কেন্দ্র করে গড়ে ওঠে - ক. নিহারিকা বসতি  খ. জলবিন্দু বসতি   গ. শুষ্ক বসতি  ঘ. আয়তকার বসতি 

৪১. ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা - ক. ৯৩৩ জন    খ. ৯৪০ জন    গ. ৯৩৭ জন  ঘ. ৯৪৫ জন 

৪২. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের যে পর্যায়ে ঋনাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় - ক. দ্বিতীয়  খ. তৃতীয়   গ. চতুর্থ   ঘ. পঞ্চম 

৪৩. কার্যাবলির ভিত্তিতে ব্যারাকপুর এক ধরণের - ক. পর্যটন শহর  খ. শিল্প শহর  গ. প্রতিরক্ষা শহর  ঘ. সাংস্কৃতিক শহর 

৪৪. প্রধান নগর ও অসংখ্য ছোট ছোট শহর বা নগর একত্রিত ভাবে গঠন করে -  ক. পৌরপিণ্ড  খ. মেগালোপলিস গ. টির‍্যানোপলিস   ঘ. মেগাসিটি 

৪৫. নিম্নলিখিত কোনটি গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ নয় - ক. আত্মরক্ষা  খ. কৃষিকাজ  গ. পশু চারন  ঘ. একটি মাত্রজলের উৎস 

৪৬. ত্রিভূজাকার গ্রামীন বসতি দেখা যায় - ক. নদীর তীর বরাবর   খ. দুটি নদীর মিলনস্থলে  গ. জলাশয়কে কেন্দ্র করে   ঘ. অনেক গুলো রাস্তার মিলন স্থলে 




1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.