সিয়াল ও সিমার মধ্যে পার্থক্য


পৃথিবীর বহির্ভাগের কঠিন আবরণ হল ভূত্বক। এই ভূত্বক গঠনকারী পদার্থের ঘনত্বের তারতম্যের ওপর নির্ভর করে ভূত্বক কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যথা - সিয়াল ও সিমা। এই সিয়াল ও সিমার মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সিয়াল ও সিমার মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হল।

1st
👉 মহাদেশীয় ভূত্বক গুলি সিয়াল নামে পরিচিত। 
👉 মহাসাগরীয় ভূত্বক গুলি সিমা নামে পরিচিত। 

2nd
👉 সিয়াল ভূত্বকে সিলিকা ও অ্যালুমিনিয়াম খনিজের প্রাধান্য লক্ষ্য করা যায়।
👉 সিমা ভূত্বকে সিলিকা ও ম্যাগনেসিয়াম খনিজের প্রাধান্য লক্ষ্য করা যায়।

3rd
👉 সিয়াল বা মহাদেশীয় ভূত্বক মূলত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত।
👉 সিমা বা মহাসাগরীয় ভূত্বক মূলত ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।

4th
👉 সিয়ালের গড় গভীরতা ৩৫ থেকে ৪০ কিলোমিটার। 👉 সিমার গড় গভীরতা ৬ থেকে ১০ কিলোমিটার। 

5th
👉 সিয়াল বা মহাদেশীয় ভূত্বকের গড় ঘনত্ব ২.৭-২.৮ গ্রাম/ঘনসেমি। 
👉 সিমা বা মহাসাগরীয় ভূত্বকের গড় ঘনত্ব ৩ গ্রাম/ঘনসেমি। 

6th
👉 পৃথিবীর মোট ভূত্বকের ৩০ থেকে ৪০ % মহাদেশীয় ভূত্বক বা সিয়াল। 
👉 পৃথিবীর মোট ভূত্বকের ৬০ থেকে ৭০ % মহাসাগরীয় ভূত্বক বা সিমা।

7th
👉 সিয়াল ভূত্বক প্রধানত প্রাচীন শিলা দ্বারা গঠিত। 
👉 সিমা মূলত নবীন শিলা দ্বারা গঠিত। 

8th
👉 সিয়াল ভূত্বক হালকা হওয়ায় এটি সিমার উপর ভাসমান অবস্থায় থাকে। 
👉 সিমা ঘনত্ব বেশি হওয়ায় সিয়ালের নিচে সিমার অধঃপাত ঘটে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.