বায়ুমন্ডলীয় স্তর বিন্যাস থেকে ছোট প্রশ্ন ও উত্তর

. বায়ুমন্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয় কীসের ভিত্তিতে?

উত্তর – তাপমাত্রার ওপর ভিত্তি করে।

২. বায়ুমন্ডলের কোন স্তরকে ‘আবহাওয়া স্তর’ বলা হয়?

উত্তর – ট্রপোস্ফিয়ার

৩. আয়নোস্ফিয়ারের কোন স্তর থেকে ক্ষুদ্র রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্টে       ফিরে আসে?

উত্তর – F স্তর থেকে

.  আয়নোস্ফিয়ারে তাপমাত্রার দ্রুত বৃদ্ধির কারণ কী?

উত্তর – কারণ আয়ন গুলি সৌর বিকিরন শোষণ করে।

৫. হেটারোস্ফিয়ারের অন্তর্গত স্তর কোন গুলি?

উত্তর – আয়নোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার

৬. আবহাওয়া বিহীন স্তর (devoid of Atmosphere) কোনটি?

উত্তরস্ট্র্যাটোস্ফিয়ার

. পৃথিবীকে আবর্তনরত উপগ্রহ গুলি (Satellites) কোন স্তরে অবস্থান করে?

উত্তরএক্সোস্ফিয়ারে

. সমমণ্ডল ও বিষমমন্ডলের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলটিকে কি বলে ?

উত্তর টারবোপজ (Turbopouse), যা ভূ-পৃষ্ট থেকে ১০০ কিমি উচ্চতায় অবস্থিত

. Planetary boundary layer বলতে কি বোঝ?

উত্তরট্রপোস্ফিয়ারের নিম্ন অংশটি (১০০ থেকে ২০০০মিটার) ভূপৃষ্ট দ্বারা প্রভাবিত হয় বলে, এই 
অধঃস্তরটি Planetary boundary layer নামে পরিচিত

১০. মহাকাশ থেকে আগত উল্কাপিন্ড গুলি বায়ুমন্ডলের কোন স্তরে এসে পুড়ে ধ্বংস হয়ে যায়?

উত্তরমেসোস্ফিয়ার

১১. বায়ুমন্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?

উত্তরমেসোস্ফিয়ার

১২. পৃথিবী পৃষ্টের কোন অঞ্চলের ওপরে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা সর্ব নিম্ন হয়?

উত্তরনিরক্ষরেখার উপর

১৩. মধ্য বায়ুমন্ডল কোন অংশ কে বলে?

উত্তর ট্রপোপজ ও নিম্ন থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে মধ্য বায়ুমন্ডল বলে

১৪. সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কত কিমি উচ্চতায় উৎপন্ন হয়?

উত্তর৮০ কিমি থেকে ৩০০ কিমি উচ্চতার মধ্যবর্তী অঞ্চলে

১৫. কোন স্তরে ওজোনের স্তরের উপস্থিতি দেখা যায়?

উত্তরনিম্ন ট্রপোস্ফিয়ারে (১৫-৩০কিমি)

১৬. Noctilucent Cloud কোন স্তরে দেখা যায়?

উত্তরমেসোস্ফিয়ারের ৮০-৯০ কিমি উচ্চতায় গ্রীষ্ম কালের রাত্রীতে

১৭. নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?


১৮. মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?

উত্তর – ৮ কিমি

১৯. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর টিসেরিন ডে বোর্ড , ১৯০৮

২০. Nacreous (Mother of pearls) মেঘের উপস্থিতি কোন স্তরে দেখা যায়?

উত্তরস্ট্র্যাটোস্ফিয়ারে

২১. বায়ুমণ্ডলের মোট গ্যাসের কত শতাংশ ট্রপোস্ফিয়ার বিদ্যমান?

উত্তর৭৫ %

২২. ট্রপোপজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তরনেপিয়ার স

২৩. বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত হয়?

উত্তরট্রপোস্ফিয়ার

২৪. বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলে ?

উত্তরস্ট্র্যাটোস্ফিয়ারে

২৫. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়?

উত্তর - আয়নোস্ফিয়ার


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.