সপ্তম শ্রেণী ভূগোল সপ্তম ও অষ্টম অধ্যায়


সপ্তম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় - জলদূষণ।। সপ্তম শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় - মাটি দূষণ।। এখানে সপ্তম শ্রেণীর ভূগোল সপ্তম ও অষ্টম অধ্যায় একত্রে আলোচনা করা হলো। 

1) জল দূষণ কাকে বলে?
উত্তর - জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক ও জৈব পদার্থ, ক্ষতিকারক জীবাণু মিশে জল যখন মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়লে, তাকে জলদূষণ বলে।

2) জলদূষণের ফলে মানুষের শরীরে কোন কোন রোগ দেখা যায়? 
উত্তর - জলদূষণের ফলে মানুষের শরীরে কলেরা, আমাশয়, জন্ডিস, আন্ত্রিক, টাইফয়েড, পোলিও প্রভৃতি রোগ হয়ে থাকে। 

3) পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রের জল?
উত্তর - পৃথিবীর মোট জলের প্রায় 97 ভাগই সমুদ্রের জল।

4) পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ কত?
উত্তর - মাত্র 3 শতাংশ 

5) জলের কোন দূষণের ফলে মিনামাটা রোগ হয়?
উত্তর - পারদ দূষণের ফলে।

6) ইউট্রোফিকেশন কি?
উত্তর - জমিতে ব্যবহৃত সার বৃষ্টির জলের মাধ্যমে বা সাবান ও ডিটারজেন্টের ফসফেট মিশ্রিত জল পুকুরে গিয়ে মিশলে জলে পুষ্টি মৌলের পরিমাণ বেড়ে যায় বলে, যার ফলে আগাছা, শৈবাল ও কচুরি পানার পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় বলে প্রচুর মাছ ও জলজ প্রাণী মারা যায়, একে ইউট্রোফিকেশন বলে। 

7) পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জলে আর্সেনিক পাওয়া যায়?
উত্তর - পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া যায়।

8) ব্ল্যাক ফুট ব্যাধি কি?
উত্তর - অনেক দিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয়। তাকে ব্ল্যাক ফুট ব্যাধি বলে।

9) জলের ফ্লুরাইড দূষণের ফলে কোন রোগ হয়?
উত্তর - ফ্লুরো সিস

10. জলের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন অসুখ হয়?
উত্তর - ইতাই - ইতাই অসুখ

11) কোন রাসায়নিক জলের জীবাণু নষ্ট করতে সাহায্য করে?
উত্তর - নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন।

12) জলকে জীবাণু মুক্ত করতে কত ডিগ্রি উষ্ণতায় কত সময় ফোটানো উচিত?
উত্তর - 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশির ভাগ জীবাণু নষ্ট হয়ে যায়।

13) জল দূষণ প্রতিরোধের উপায়? 
উত্তর - জল দূষণ নিয়ন্ত্রণ করার উপায় গুলি হল - ক) জলে নোংরা আবর্জনা ফেলা, কাপড় কাঁচা, গরু মোষ স্নান করা বন্ধ করতে হবে। খ) চাষের খেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না। গ) শহর, কারখানার দূষিত জল পরিশোধন করে তারপর নদী, সমুদ্রে ফেলা উচিত। ঘ) বিদ্যুৎ কেন্দ্র গুলির উত্তপ্ত জল ঠান্ডা করে তার পর নদী, সমুদ্রে ফেলতে হবে। ঙ) সর্ব পরি সাধারণ মানুষ কে সচেতন করে, জলের অপচয় বন্ধ করতে হবে। 

14) জল দূষণের কারণ লেখ? 
উত্তর - নানা রকম মানবিক কার্য কলাপের ফলে জল দূষিত হয়ে থাকে। যেমন - ক) শিল্প কারখানা - বড়ো শিল্প কারখানা গুলি থেকে নির্গত জলে প্রচুর দূষিত পদার্থ মিশে থাকে, যা সরাসরি জলাশয়ে ফেলা হয় বলে জল দূষিত হয়। খ) গৃৃহস্থালি - গৃহস্থালির অবশিষ্ট জিনিস পত্র, নোংরা আবর্জনা, নোংরা জল প্রভৃতি পার্শ্ববর্তী পুকুর বা অন্যান্য জলাশয়ে ফেলার ফলে জল দূষিত হয়। গ) কৃষি ক্ষেত্র - কৃষি কাজে ব্যবহৃত প্রচুর পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক প্রভৃতি বৃষ্টির জলে ধুয়ে নিকটবর্তী জলাশয়ে মিশে জল কে দূষিত করে। এছাড়া এই গুলি ভৌম জলে প্রবেশ করে ভৌম জলকেও দূষিত করে। ঘ) খনিজ তেল - অনেক সময় তেল বহনকারী ট্যাঙ্কার গুলি থেকে বিভিন্ন কারণে প্রচুর তেল সমুদ্রে জলে পরে বিস্তৃর্ন অঞ্চলের জলকে দূষিত করে দেয়। ঙ) তাপীয় দূষণ - বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র গুলি থেকে উত্তপ্ত গরম জলকে ঠান্ডা না করেই নদীতে ফেলে দেওয়া হয় বলে, সেই উত্তপ্ত জলের সংস্পর্শে এসে প্রচুর জলজ জীব মারা যায় ও জল দূষিত হয়। 


15) মাটি দূষণ কাকে বলে?
উত্তর - মাটিতে বিভিন্ন রকম দূষিত পদার্থের মিশ্রণ জনিত কারণে মাটির উর্বরতা শক্তি ও গুন মান হ্রাস পেলে তাকে মাটি দূষণ বলে।

16) মাটি দূষণের কারণ কি?
উত্তর - জনসংখ্যা অত্যাধিক বৃদ্ধি মাটি দূষণের অন্যতম প্রধান কারণ। নিম্নলিখিত কারণ গুলির জন্য মাটি দূষিত হয়ে থাকে। ক) নগরায়ণ - বর্ধিত মানুষের বাসস্থানের জোগান দেওয়া র জন্য প্রচুর পরিমাণে বৃক্ষ চ্ছেদণ করা হচ্ছে। যার ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা মাটির গুণমান হ্রাস এর অন্যতম প্রধান কারণ। খ) কৃষিকাজ - প্রচুর পরিমাণ জন সংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে কৃষি জমিতে অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যা মাটি দূষণের প্রধান কারন। গ) শিল্প কারখানা - শিল্প কারখানার দূষিত বর্জ্য পদার্থ গুলি পরিশোধন না করেই যেখানে সেখানে ফেলার ফলে মাটি দূষিত হয়। ঘ) গৃৃহস্থলি - বাড়ির ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, হাসপাতালের আবর্জনা, মল মূত্র প্রভৃতি কারণেও মাটি দূষিত হয়। ঙ) বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র গুলির বিষাক্ত পদার্থ দ্বারা মাটি দূষণ ঘটে। 

17) ভারতের ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? 
উত্তর - 1984 সালে 

18) ইউক্রেনের চার্নবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত সালে বিস্ফোরণ ঘটে? 
উত্তর - 1986 সালে

1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.