এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়া ।।


এলুভিয়েশন - যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলের দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয়, তাকে এলুভিয়েশন বলে।

প্রধানত মাটির A স্তর থেকে খনিজ পদার্থ গুলি জলের মাধ্যমে অপসারিত হয় বলে, মৃত্তিকার স্তর A কে এলুভিয়াল স্তর বলে।

ইলুভিয়েশন

এই প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় অপসারিত খনিজ পদার্থ গুলি মৃত্তিকার নিচের স্তরে (B স্তরে) সঞ্চিত হয়। তাই  B স্তর কে ইলুভিয়াল স্তরও বলা হয়। এই স্তরে প্রচুর খনিজ পদার্থ জমা হয়।

এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়ার পার্থক্য


বিষয়
এলুভিয়েশন প্রক্রিয়া
ইলুভিয়েশন প্রক্রিয়া
সংজ্ঞা
যে প্রক্রিয়ায় অনুস্রবন রত জলের সাথে মৃত্তিকার উপাদান গুলি দ্রবীভুত অবস্থায় উর্দ্ধস্তর থেকে নিম্ন স্তরের দিকে নামতে থাকে, তাকে এলুভিয়েশন বলে।
মাটির উর্দ্ধস্তর থেকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় দ্রবীভূত খনিজ গুলি মৃত্তিকার নিম্ন স্তরে সঞ্চিত হতে থাকে, এই সঞ্চয় পদ্ধতিকে ইলুভিয়েশন বলে।
স্তর
মৃত্তিকার স্তর A কে এলুভিয়াল স্তর বলে।
মৃত্তিকার B স্তর কে ইলুভিয়াল স্তর বলা হয়
পদার্থের স্থানান্তর
এই প্রক্রিয়ায় উর্দ্ধস্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তর ঘটে।
মাটির নিম্ন স্তরে খনিজ পদার্থের সঞ্চয় ঘটে।
খনিজ
মাটির উপরের স্তর টি খনিজ শূন্য হয়ে যায়।
মাটির নিচের স্তর টি খনিজ সমৃদ্ধ  হয়ে যায়।
স্তরের রঙ
খনিজ পদার্থের অপসারণ ঘটায় এই স্তর টির রং হালকা হয়।
খনিজ পদার্থে জমা হওয়ায় এই স্তর টি গাঢ় রঙের হয়।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.