ভারতের সর্বশেষ অরণ্য প্রতিবেদন – ২০১৯

কেন্দ্রীয় সরকারেরপরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তনদপ্তরের অধীনে Forest Survey of India ২০১৯ সালের ভারতীয় অরণ্য প্রতিবেদন বা তথ্য প্রকাশ করে ১৯৮৭ সালে থেকে Forest Survey of India এই তথ্য প্রকাশ করছে এবং এটি ১৬ তম প্রতিবেদন

অরণ্য প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ন তথ্য

) মোট ৫১৮৮ বর্গকিমি গাছ ও অরন্যের পরিমান বৃদ্ধি পেয়েছে

) ভারতে কার্বন ডাই অক্সাইড ধারন করার ক্ষমতা ৪৬ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে

) ভারতের মোট ভূখন্ডের প্রায় ২১.৬৭ % অরণ্য দ্বারা আবৃত রয়েছে যা ২০১৭ সালে ছিল ২১.৫৪%

) কেবল মাত্র বৃক্ষ দ্বারা মোট ভূভাগের ২.৮৯% আবৃত আছে

) বৃক্ষ ও অরণ্য দ্বারা আচ্ছাদিত ভূভাগ মোট ভূখন্ডের ২৪.৫৬%

) ঘন অরণ্যের ক্ষেত্রে বৃক্ষ আচ্ছাদনের পরিমান থাকে ৭০% এবং মাঝারি ঘন অরণ্যের ক্ষেত্রে বৃক্ষ আচ্ছাদনের পরিমান ৪০-৭০%

) আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশে অরন্যের পরিমান সব থেকে বেশি, তারপর অরুনাচল প্রদেশ, ছত্তিসগড়, ওড়িশা ও মহারাষ্ট্র

) শতকরা হিসাবে অরণ্য আচ্ছাদনে মিজোরাম রাজ্য প্রথম মিজোরামে প্রায় ৮৫.৪১% ভূমি অরণ্য দ্বারা আবৃত এরপর অরুনাচল প্রদেশ (৭৯.৬৩%), মেঘালয় (৭৬.৩৩%), মনিপুর (৭৫.৪৬ %) এবং নাগাল্যান্ড (৭৫.৩১%)

) যে পাঁচটি রাজ্যে অরন্যের পরিমান বৃদ্ধি পেয়েছে, সেগুলি হলকর্নাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, জম্বু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ

) সর্বাধিক অরন্যের বিনাশ ঘটেছে এমন প্রধান তিনটি রাজ্যমনিপুর, অরুনাচল প্রদেশ ও মিজোরাম

) ভারতে মোট ম্যানগ্রোভের পরিমান৪৯৭৫ বর্গকিমি

) ২০১৭ তুলনায় প্রায় ৫৪ বর্গকিমি ম্যানগ্রোভ অরণ্য বৃদ্ধি পেয়েছে 

) ভারতের প্রায় ২১.৪০%  অরণ্যের দাবানলের সম্ভাবনা রয়েছে

) প্রজাতি প্রতুলতার দিক থেকে কর্নাটক রাজ্য প্রথম



কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.