সপ্তম শ্রেণী ভূগোল দশম অধ্যায়


সপ্তম শ্রেণীর ভূগোল। আফ্রিকা মহাদেশ । দশম অধ্যায়। ক্লাস সেভেন ভূগোল দশম অধ্যায়। সপ্তম শ্রেণী ভূগোল দশম অধ্যায় - আফ্রিকা মহাদেশ বিস্তারিত ভাবে এখানে আলোচিত হল। আশাকরি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই আলোচনা যথেস্ট সহযোগিতা করবে। 

1) আফ্রিকা মহাদেশ আয়তনের বিচারে পৃথিবীর কততম মহাদেশ?
উত্তর - দ্বিতীয় বৃহত্তম

2) পৃথিবীর একমাত্র কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্টি রেখা ও মূল মধ্যরেখা বিস্তৃত হয়েছে?
উত্তর - আফ্রিকা মহাদেশের উপর দিয়ে

3) প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল কোন মহাদেশে?
উত্তর - আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে

4) ইউরোপ ও আফ্রিকা মহাদেশ কে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর - জিব্রাল্টার প্রণালী

5) কি আফ্রিকা ও এশিয়া মহাদেশ কে পৃথক করেছে?
উত্তর - লোহিত সাগর ও সুয়েজ খাল

6) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে এবং কেন?
উত্তর - আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক দুর্গম তা, উষ্ণ আর্দ্র পরিবেশ, গভীর জঙ্গল ও ভয়ংকর জীবজন্তু প্রভৃতি কারণে এই মহাদেশের বহুদিন পর্যন্ত আধুনিক সভ্যতার আলো পৌঁছাতে পারেনি বলে, আফ্রিকা কে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। 

7) কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর - আফ্রিকা মহাদেশে, 56 টি

8) আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে কি রয়েছে ?
উত্তর - আটলান্টিক মহাসাগর

9) আফ্রিকা মহাদেশের কোন দিকে অ্যাটলাস পর্বতমালা অবস্থিত?
উত্তর - উত্তর - পশ্চিম দিকে

10) আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - মাউন্ট তৌবকল

11) পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি ও এটি কোন মহাদেশে অবস্থিত?
উত্তর - আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। 

12) আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? 
উত্তর - নীলনদ

13) আফ্রিকা মহাদেশের কোন অংশে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়?
উত্তর - নিরক্ষরেখা বরাবর অবস্থিত আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। 

14) আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর নাম কি?
উত্তর - মাউন্ট কিলিমাঞ্জারো

15) আফ্রিকা মহাদেশে অবস্থিত মরুভূমি গুলির নাম উল্লেখ কর?
উত্তর - সাহারা মরুভূমি, কালাহারী মরুভূমি, নামিব মরুভূমি। 

16) আফ্রিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত?
উত্তর - ভেল্ড

17) কোন কোন নদীর মিলনে নীলনদের উৎপত্তি হয়েছে?
উত্তর - হোয়াইট ও ব্লু নীল নদীর মিলিত রূপ নীলনদ নামে প্রবাহিত হয়েছে। 

18) হোয়াইট ও ব্লু নীল কোথায় এসে মিলিত হয়েছে?
উত্তর - উত্তর সুদানের রাজধানী খার্তুম শহরের নিকট এই দুটি নদী মিলিত হয়েছে।

19) আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর - কঙ্গো নদী

20) কঙ্গো নদী কোথায় গিয়ে মিশেছে?
উত্তর - আটলান্টিক মহাসাগরে

21) নীল নদের মোহনা কোথায় ?
উত্তর - নীল নদের মোহনা ভূমধ্যসাগর।

22) ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত?
উত্তর - জাম্বেসি নদীর

23) নীল নদের তীরে প্রাচীনকালে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর - মিশরীয় সভ্যতা

24) নীল নদের দান কাকে বলা হয়?
উত্তর - মিশর কে

25) পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি এবং এটি কোন নদীর উপর অবস্থিত?
উত্তর - মিশরের নীল নদের উপর অবস্থিত উচ্চ আসোয়ান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ। 

26) মিশরের রাজধানীর নাম কি? 
উত্তর - কায়রো

27) আর্গ কি?
উত্তর - সাহারা মরুভূমি অঞ্চলে বালি জমা হয়েছে ছোট ছোট পাহাড়ের আকার ধারণ করে তাদের আর্গ বলে।

28) হামাদা কি?
উত্তর - মরুভূমি অঞ্চলে বালি হীন নুড়ি পাথরের ভর্তি অঞ্চল গুলিকে আমাদের বলা হয়।

29) শুষ্ক নদীখাত গুলি মিশরে কি নামে পরিচিত?
উত্তর - ওয়াদি

30) সাহারা মরুভূমি অঞ্চলে প্রবাহিত গরম ও শুকনো স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তর - খামসিন

31) গিনি উপকূলে খামসিন বায়ু কি নামে পরিচিত?
উত্তর - হারমাট্টান

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.