সেরোজেম মৃত্তিকার অবস্থান, উৎপত্তি ও বৈশিষ্ট্য
উদ্ভিদ জন্মাতে পারে এমন স্বল্প বৃষ্টিপাত যুক্ত উষ্ণ-শীতল
মরু অঞ্চলে সিরোজেম মৃত্তিকা গড়ে ওঠে।
সিরোজেম মৃত্তিকার অবস্থান - আফ্রিকার সাহারা, নামিবিয়া,
কালাহারি; দক্ষিন আমেরিকার পশ্চিম উপকূলে আটাকামা, প্যাটাগোনিয়া, এশিয়ার গোবি ও থর
মরুভূমি অঞ্চলে সেরোজেম মৃত্তিকা দেখা যায়।
উৎপত্তি – মরু অঞ্চলে বৃষ্টিপাত
কম হওয়ায় ধৌত প্রক্রিয়া খুব কম, ফলে ক্যালসিয়াম সালফেট ও ক্যালসিয়াম কার্বনেট লবনের
পরিমান বৃদ্ধি পায়। জৈব পদার্থহীন মৃত্তিকার সৃষ্টি হয়।
বৈশিষ্ট্য
১. বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন
বেশি হওয়ায় মাটিতে ক্যালসিয়াম সালফেট ও ক্যালসিয়াম কার্বনেট লবনের পরিমান বৃদ্ধি পায়।
২. ধৌত প্রক্রিয়া কম হওয়ায় খনিজ দ্রব্য মাটির ওপরের স্তরে
থেকে যায়।
৩. উদ্ভিদ খুব কম জন্মানোয় মাটি প্রায় জৈব পদার্থহীন থাকে।
৪. মাটির রং হালকা ধূসর বাদামি বর্নের হয়।
৫. সেরোজেম মৃত্তিকা ক্ষারকীয় প্রকৃতির ও পেডোক্যাল গোত্রীয়।
৬. জলসেচের মাধ্যমে এই মৃত্তিকায় জোয়ার, বাজরা, গম ইত্যাদি
দানা শস্যের চাষ হয়।
কোন মন্তব্য নেই: