সপ্তম শ্রেণী ভূগোল ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি
সপ্তম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায়। সপ্তম শ্রেণীর ভূগোল - শিলা ও মাটি অধ্যায় টি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আকারে আলোচনা করা হলো।
1) শিলা কাকে বলে?
উত্তর - ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাতে সাধারণভাবে শিলা বলা হয়।
2) শিলা কয় প্রকার ও কি কি?
উত্তর - শিলা তিন প্রকার, যথা - আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।
আগ্নে য় শিলা কাকে বলে? উদাহরন দাও?
উত্তর - ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে বায়ুর শীতলতার সংস্পর্শে এসে জমাট বেঁধে যে কঠিন শিলার সৃষ্টি করে, আগ্নেয় শিলা বলে। যেমন - ব্যাসল্ট, গ্রানাইট প্রভৃতি।
3) পাললিক শিলা কাকে বলে? উদাহরন দাও?
উত্তর - আগ্নে য় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় প্রাপ্ত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম শিলা খন্ডে পরিণত হয়, পরবর্তী সময়ে সেগুলি নদী বায়ু হিমবাহ প্রভৃতি মাধ্যমের দ্বারা বাহিত কোন নিচু অঞ্চলে সঞ্চিত হলে যে শিলার সৃষ্টি করে, তাকে পাললিক শিলা বলে। যেমন - বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি।
4) রূপান্তরিত শিলা কাকে বলে?
উত্তর - আগ্নে য় ও পাললিক শিলা ভূগর্ভের চাপ ও তাপের ফলে পরিবর্তিত হয়ে ভিন্ন সত্তা বিশিষ্ট যে শিলা গঠিত হয়, তাকে রূপান্তরিত শিলা বলে।
5) ভারতের তাজমহল কোন শিলা দ্বারা গঠিত?
উত্তর - রূপান্তরিত মার্বেল শিলা দ্বারা গঠিত।
6) কোন শিলা হালকা ও সহজে ভেঙে যায়?
উত্তর - পাললিক শিলা
7) খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধী শিলা কোন টি?
উত্তর - আগ্নে য় ও রূপান্তরিত শিলা খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধী।
8) শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়?
উত্তর - বিভিন্ন ধরনের শিলা গুলি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় প্রাপ্ত হয়ে যে চুর্ন বিচুর্ন পদার্থে পরিণত হয়, তাকে রিগোলিথ বলে। পরবর্তী কালে এই রেগো লিথের সাথে বিভিন্ন জৈব পদার্থ মিশ্রিত হলে তা ক্রমে মাটিতে পরিণত হয়।
9) মাটির উপাদান গুলি কি কি?
উত্তর - মাটির তিনটি প্রধান উপাদান হল - খনিজ উপাদান, গ্যাসীয় উপাদান ও তরল উপাদান।
10) মাটিতে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর - খনিজ উপাদান, প্রায় 50%।
11) মাটি সৃষ্টির নিয়ন্ত্রক গুলি কি কি?
উত্তর - মাটি সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক গুলি হল - জলবায়ু, জীব জগত, সময়, ভূপ্রকৃতি।
12) কোন ধরনের জলবায়ু অঞ্চলে মাটি সৃষ্টির হার দ্রুত?
উত্তর - উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে
13) কোন মাটি র জলধারণ করার ক্ষমতা কম?
উত্তর - বেলে মাটির
14) কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান?
উত্তর - দোআঁশ মাটিতে
15) সূক্ষ্ম দানা যুক্ত মৃত্তিকা কোন টি?
উত্তর - এঁটেল মাটি
16) কোন মাটিতে ফসল সবচে য়ে ভালো হয়?
উত্তর - দোআঁশ মাটিতে
17) অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মাটির গভীরতা কেমন হয়?
উত্তর - বেশি
কোন মন্তব্য নেই: