Geomorphology MCQs in Bengali ।। ভূমিরূপবিদ্যা

Geomorphology MCQs in Bengali ।। ভূমিরূপবিদ্যা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।।]


. নিম্নলিখিত কোন ভূমিরূপটি আবহবিকারের ফলে সৃষ্ট হয়নি

. গ্রস্থ উপত্যকা 

খ. ক্রিভেসেস 

গ.ট্যালাস 

ঘ. ইয়ার্ডাং 

. নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমবাহের কার্যের ফলে সৃষ্ট –

ক. টার্ন 

খ. লেগুন 

গ. ল্যাপিস 

ঘ. ডোলাইন

. নিচের কোনটির সাথে ইনসেলবার্জ ও হামাদা সম্পর্কিত –

ক. হিমবাহের ক্ষয় কাজ 

. বায়ুর ক্ষয় কাজ 

গ. নদীর ক্ষয় কাজ

ঘ. বায়ুর সঞ্চয় কাজ

. কনরাড বিযুক্তি রেখা দেখা যায় –

ক. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে

. সিয়াল ও সিমার মাঝে

গ. উদ্ধ গুরুমন্ডল ও নিম্ন গুরুমন্ডলের মাঝে

. অন্তঃ ও বর্হি কেন্দ্র মন্ডলের মাঝে

. সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন –

ক. ড্যালি 

খ. ডটন

গ. সুয়েস

ঘ. এদের মধ্যে কেউ নয়

. প্যাটের তত্ত্ব নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত –

ক. সমুদ্র বক্ষের বিস্তৃতি  

খ. সমস্থিতি 

গ. মহীসঞ্চারন তত্ত্ব 

ঘ. ভূমিকম্প

প্রাইমারাম্ফের ধারণা দেন –

ক. মেয়ারহফ   

খ. পেঙ্ক  

গ. ডেভিস 

ঘ. সেভার

. কে সর্বপ্রথম সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্ব সম্পর্কে ধারণা প্রধান করেন -  

. টেলর 

.ডেভিস 

. হ্যারি হেস 

. এদের কেউ না

. Heiskanen theory টি সম্পর্কিত –

ক. পাত সংস্থান তত্ত্ব 

খ. মহিসঞ্চারন তত্ত্ব 

. সমস্থিতি 

ঘ. সমুদ্র বক্ষের বিস্তৃতির সাথে 

১০. আগ্নেয় শিলা সম্পর্কে নিচের কোনটি সঠিক –

ক. এই শিলায় খুব অল্প জীবাশ্ম থাকে

খ. সচ্ছিদ্র শিলা

গ. এই শিলা কেলাসিত ও অকেলাসিত দুই রকমেরই হয়

ঘ. এই শিলায় সিলিকার উপস্থিতি থাকে না

১১. গ্রাব্রো এক প্রকারের –

ক. আগ্নেয় শিলা 

খ. পাললিক শিলা

গ. রূপান্তরিত শিলা

ঘ. কোনটিই নয়

১২. নিচের কোনটি আগ্নেয় শিলা নয় –

ক. ব্যাসল্ট 

খ. গ্রাব্রো 

গ. ডোলরাইট 

. ডোলোমাইট

১৩. যে সব ব্যাথোলিথ স্বল্প দূরত্বে বিস্তৃত থাকে, তাদের বলে –

. স্টকস 

খ. ডাইকস 

গ. সিলস 

ঘ. ল্যাপোলিথ

১৪. শেলের রূপান্তরের ফলে সৃষ্ট হয় –

ক. স্লেট 

খ. ফিলাইট 

গ. সিস্ট 

ঘ. উপরের সব

১৫. যে শিলায় ৬৫% সিলিকন অক্সাইড থাকে, তাদের বলে –

ক. মাফিক 

খ. ফেলসিক 

. সিলিসিক 

ঘ. অ্যালক্যালি

১৬. সমুদ্র তলদেশের ভূপৃষ্ঠ মূলত গঠিত –

ক. গ্রানাইট শিলায় 

খ. ব্যাসাল্ট শিলায় 

গ. পাললিক শিলায় 

ঘ. রূপান্তরিত শিলায়

১৭. ভূত্বকে যে উপাদানটির পরিমান সর্বাধিক –

ক. অক্সিজেন

খ. সিলিকন

গ. হাইড্রোজেন 

ঘ. অ্যালুমিনিয়াম    

১৮. ডেকান লাভা অঞ্চল সৃষ্ট হয়েছিল –

ক. ত্রিয়াসিক যুগে 

খ. জুরাসিক যুগে 

গ. ক্রিটেসিয়াস যুগে 

ঘ. কোনটিই নয়

১৯. নিম্নলিখিত কোন অঞ্চল টি লরেসিয়ান শিল্ড দ্বারা অধিকৃত –

ক. এশিয়ার উত্তরাংশ  

খ.কানাডার উত্তরাংশ 

গ. দক্ষিন আমেরিকা 

ঘ. অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ

২০. নিম্নের কোনটি বহুচক্রীয় ভূমিরূপের উদাহরণ নয় –

ক. কর্তিত নদী বাঁক

খ. নিকবিন্দু 

গ. উত্থিত সমপ্রায়ভূমি 

ঘ. পেডিপ্লেন

২১. নিম্নের কোন ভূবিজ্ঞানী ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রদান করেন –

.  পাওয়েল 

খ. গিলবার্ট 

গ. ডেভিস

ঘ. মরিসোয়া

২২. কোন খনিজটি পাললিক শিলায় পাওয়া যায় না –

ক. অভ্র 

খ. কয়লা 

গ. পেট্রোলিয়াম

ঘ. হেমাটাইট

২৩. ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফলস্রুতি – উক্তিটি কার 

ক. ওয়ালটার পেঙ্ক 

খ. এল. সি. কিং 

গ. ডব্লু এম ডেভিস 

ঘ. গিলবার্ট হোয়াইট

 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.