উচ্চমাধ্যমিক ভূগোল SAQ - কৃষি ভূগোল


উচ্চ মাধ্যমিক ভূগোল অধ্যায়ঃ কৃষি । উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ভূগোল saq প্রশ্ন ও উত্তর। এখানে উচ্চ মাধ্যমিক ভূগোল কৃষি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। 

. শস্য সমন্বয় বলতে কী বোঝ?
উত্তর - কোন একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট কৃষি বর্ষে উক্ত অঞ্চলের  মোট জমি এবং ওই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে যে ক্রমান্বয়িক গানিতিক সম্পর্ক রয়েছে তাকেই শস্য সমন্বয় বলে ।  

. ভারতে অপারেশন ফ্লাড কীসের সাথে সম্পর্কীত?
উত্তর - দুধ উৎপাদনের সাথে সম্পর্কীত 

. শস্য সমন্বয় শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর - ওয়েভার

. বুদ্ধিভান্ডার কাদের বলা হয়?
উত্তর - পঞ্চম স্তর বা কুইনারি অর্থনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা মূলত তাদের বুদ্ধির সাহায্যে বিভিন্ন রকমের কার্যাবলি সম্পূর্ন করে বলে, এই কুইনারি অর্থনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বুদ্ধির ভাণ্ডার বা Think Tank বলা হয় ।

যেমন - নীতি নির্ধারক, পরামর্শ দাতা, পরিকল্পনা গ্রহন কারী প্রভৃতি।

. সারাবছর ধরে বানিজ্যিক ভাবে শাকসবজির চাষকে কী বলে?
উত্তর - ওলেরিকালচার 

. নীল পোশাক পরিহিত কর্মী কোন প্রকার অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত?
উত্তর - দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সাথে 

. পৃথিবীর ফলের বাগান কোন জলবায়ু কে বলে?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কে 

. বাজার বাগান কৃষিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে কি বলা হয়?
উত্তর - ট্রাক ফার্মিং 

. ব্যাপক কৃষির প্রধান ফসল কী?
উত্তর - গম 

১০. Milk man of India কাকে বলা হয়?
উত্তর - ভার্গিস কুরিয়েন 

১১. ভারতের প্রধান তৈলবীজ কোন টি?
উত্তর - চিনাবাদাম

১২. চিনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তর - গুজরাট

১৩. ২৪*৭ উদ্যোগকোন শ্রেনীর ক্রিয়াকলাপের অন্তর্গত?

উত্তর - কোয়াটারনারি বা চতুর্থ শ্রেনীর ক্রিয়াকলাপের অন্তর্গত

১৪. শস্য প্রগাঢ়তা কাকে বলে?
উত্তর - কোন একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট পরিমান জমিকে সারা বছর ধরে কী পরিমানে ফসল উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, তাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। 

১৫. শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ কোন কৃষি ব্যবস্থায় দেখা যায়?
উত্তর - শুষ্ক কৃষি ব্যবস্থায় 

১৬. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিনের চাষ হয়?
উত্তর - মধ্যপ্রদেশ রাজ্য 

১৭. শস্যাবর্তনের প্রয়োজনীয়তা কী?
উত্তর -  জমির উর্বরতা বজায় রাখা এবং বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে শস্যাবর্তন করা হয়ে থাকে। 

১৮. কেরালায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত?
উত্তর - পোনাম বা পুনাম 

১৯. মিশ্র কৃষি কাকে বলে?
উত্তর - একই জমিতে ফসল উৎপাদনের সাথে সাথে যখন পশুপালনও করা হয় তখন তাকে মিশ্র কৃষি বলে। 

২০. রেটুন কী?
উত্তর - আখ গাছ কেটে নেওয়ার পর, আখ গাছের গোঁড়া বা অবশিষ্টাংশ যা মাটির নিচে থেকে যায়, তা থেকে আবার আখ গাছ চাষ করার পদ্ধতিকে বলা হয় রেটুন। 

২১. বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝ?
উত্তর -  শহর বা নগরের মানুষের দৈনন্দিন চাহিদাকে কেন্দ্র করে শহর বা নগরের কাছাকাছি অঞ্চলে অত্যন্ত নিবিড় পদ্ধতিতে শাক-সবজি, ফুল ও ফলের চাষ কে বলা হয় বাজার ভিত্তিক উদ্যান কৃষি। কৃষি জমি থেকে ট্রাকের মাধ্যমে প্রতিদিন বাজারে পাঠানো হয় বলে একে ট্রাক ফার্মিং ও বলা হয়ে থাকে। 

২২. ভ্যালোরাইজেশন কাকে বলে?
উত্তর -  ব্রাজিলে কফি চাষের অনুকূল পরিবেশ থাকায় কোন কোন বছর প্রচুর পরিমানে কফি উৎপাদন হয়, ফলের কফির দাম কমে যাওয়ায় কৃষকদের ক্ষতির সম্ভাবনা থাকে । তাই বাজারে কফির মূল্য বৃদ্ধির জন্য কৃষক রা অতিরিক্ত কফি পুড়িয়ে নষ্ট করে বাজারে কফির কৃত্রিম চাহিদা সৃষ্টি করে, একেই ভ্যালোরাইজেশন বলে। 

২৩. পাকিস্তানের প্রধান তুলা উৎপাদক অঞ্চল কোনটি ?
উত্তর - পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে সবথেকে বেশি তুলো উৎপাদন হয়ে থাকে।

২৪.ভারতের কফি গবেষণাগার টি কোথায় অবস্থিত?
উত্তর - কর্নাটকের চিকমাগালুরে অবস্থিত। 

২৫. মিলেট কী?
উত্তর - জোয়ার, বাজরা ও রাগি কে একত্রে ইংরেজিতে মিলেট বলা হয়ে থাকে ।  

২৬. শস্যাবর্তন কাকে বলে?
উত্তর - একই জমিতে বছরের বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা কে বলা হয় শস্যাবর্তন। 

২৭. ভারতের কফির পাত্র কাকে বলা হয়?
উত্তর - কর্নাটকের চিকমাগালুর কে ?

২৮. স্বর্গের শিশির কাকে বলে?
উত্তর - নারকেল কে স্বর্গের শিশির  বলে ।

২৯. মালচিং পদ্ধতি কোন কৃষি তে দেখা যায়?
উত্তর - শুষ্ক কৃষির 

৩০. নিবিড় কৃষির প্রধান ফসল কী ?
উত্তর - ধান 

৩১. কোন কৃষির শস্য প্রগাঢ়তা সবথেকে বেশি?
উত্তর - নিবিড় কৃষির শস্য প্রগাঢ়তা সবথেকে বেশি

৩২. নাতিশীতোষ্ণ তৃণভূমি  অঞ্চলে কোন প্রচলন লক্ষ্য করা যায়?
উত্তর - ব্যাপক কৃষির 

৩৩. স্থানান্তর কৃষি অন্ধ্রপ্রদেশে কী নামে পরিচিত?
উত্তর - পোড়ুু নামে পরিচিত 

৩৪. কোন কৃষিকে বানিজ্যিক কৃষি বলা হয়?
উত্তর - ব্যাপক কৃষি কে 

৩৫. কোন কৃষিকে জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি বলে?
উত্তর - নিবিড় বা প্রগাঢ় কৃষিকে 

৩৬. বানিজ্যিক ভিত্তিতে আঙুরের চাষকে কী বলা হয়?
উত্তর - ভিটিকালচার 

৩৭. সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর - উইলিয়াম গ্যাড 

৩৮. Coconat triangle কাকে বলা হয়?
উত্তর - শ্রীলঙ্কার কুরুনেলগালা, পুট্টালাম ও কলম্বোতে প্রচুর নারকেল উৎপাদন হয় এবং এই তিনটি অঞ্চল অবস্থান গত দিক  থেকে ত্রিভুকাকৃতি হওয়ায় একে Coconat triangle বলা হয়।

৩৯. বাংলাদেশে পাটকে সোনালি তন্তু বলা হয় কেন ?
উত্তর - বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় প্রধান পাট উৎপাদক অঞ্চল এবং এখানে পাট উৎপাদনের অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় প্রচুর পরিমানে পাট উৎপাদন হয়।এই পাট ও পাট জাত দ্রব্য  বিদেশের বাজারে বিক্রি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে বাংলাদেশে পাট কে সোনালি তন্তু বলা হয়।

৪০. কোথায় কার্পাস কে সাদা সোনা বলা হয় ?
উত্তর - পাকিস্থানে 

৪১. মিশরের কার্পাস চাষ কোন কৃষির উদাহরণ?
উত্তর - সেচন কৃষির 

৪২. মিশরের সবথেকে বেশি কার্পাস কোথায় উৎপাদিত হয়?
উত্তর - নীলনদের বদ্বীপ অঞ্চলে 

৪৩. বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয়?
উত্তর - কিউবা কে 

৪৪. বিশ্বের কোন দেশ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
উত্তর - ব্রাজিল 

৪৫. ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম ?
উত্তর - উত্তর প্রদেশ 

৪৬. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়ে থাকে?
উত্তর - ময়মনসিংহ জেলায় 

৪৭. কোন ফসলের আরেক নাম মারুয়া ?
উত্তর - রাগী 

৪৮. লিভিং ফার্মেসি কাকে বলা হয়?
উত্তর - ডাব কে 

৪৯. ভারতের কোন রাজ্য ডাল উৎপাদনে প্রথম ?
উত্তর - মধ্যপ্রদেশ 

৫০. তামিলনাড়ু রাজ্যে জোয়ার কে কী বলা হয়?
উত্তর - চোলাম

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.