অষ্টম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায়

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি থেকে বিভিন্ন প্রশ্ন গুলি উত্তর সমেত এখানে তুলে ধরা হয়েছে। আশা করি অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই পোস্টটি তাদের অধ্যায়নে যথেষ্ট সহযোগিতা করবে।

1. অধিক উচ্চতায় কোন কোন মেঘ দেখতে পাওয়া যায়?
উত্তর - সিরাস, সিরো স্ট্র্যাটাস, সিরো কিউ মুলাস মেঘ।

2. মাঝারি উচ্চতার মেঘ কোনগুলো? 
উত্তর - অল্টো স্ট্র্যাটাস, অল্টো কিউমুলাস

3. নিম্ন উচ্চতায় কোন কোন মেঘ দেখতে পাওয়া যায়?
উত্তর - স্ট্র্যাটো কিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বো স্ট্র্যাটাস মেঘ।

4. চাঁদ ও সূর্যের চারপাশে বলয় এর আকারে কোন মেঘের অবস্থান লক্ষ্য করা যায়? 
উত্তর - সিরো স্ট্র্যাটাস

5. কোন মেঘ দেখতে পাখির পালকের মতো? 
উত্তর - সিরাস মেঘ

6. কোন মেঘ ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে?
উত্তর - সিরো কিউমূলাস মেঘ

7. আকাশে কোন মেঘ এর অবস্থান বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করে?
উত্তর - অল্টো স্ট্র্যাটাস

8. স্ট্র্যাটো কিউমুলাস মেঘের অপর নাম কী?
উত্তর - Bumpy Cloud

9. আকাশে কোন মেঘ এর অবস্থান পর্বতারোহী ও অভিমান চালকদের অসুবিধার সৃষ্টি করে?
উত্তর - স্ট্র্যাটাস

10. কোন মেঘ থেকে একটানা বৃষ্টিপাত হয়?
উত্তর - নিম্বো স্ট্র্যাটাস

11. কোন মেঘ থেকে বজ্রপাতসহ প্রচুর ঝড় বৃষ্টি হয়?
উত্তর - কিউমুলোনিম্বাস মেঘ থেকে

12. মেঘ কাকে বলে?
উত্তর - বাতাসে ভাসমান জলীয়বাষ্প গুলি ধূলিকণা কে আশ্রয় করে বরফ কনা ও জলকণা রূপে ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করলে তাকে মেঘ বলে। মেঘের নিচের অংশে সূর্যালোক প্রবেশ করতে পারে না বলে কালো রঙের দেখায়।

13. বায়ুমন্ডলের কোন স্তরে মেঘ সৃষ্টি হয়?
উত্তর - ট্রপোস্ফিয়ারে

14. মেঘের জলকণা গুলির ব্যাস কত হয়?
উত্তর - 0.02 মিমি

15. শিশিরাঙ্ক বলতে কী বোঝো? 
উত্তর - যে তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয়বাষ্প সম্পৃক্ত হয় সেই তাপমাত্রা শিশিরাঙ্ক তাপমাত্রা বলে।

16. ঘনীভবন কাকে বলে?
উত্তর - জলীয় বাষ্পের জলকণার পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।

17. সম্পৃক্ত বায়ু কাকে বলে?
উত্তর - কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম, বায়ুতে ঠিক সেই পরিমাণ জলীয়বাষ্প থাকলে, তাকে সম্পৃক্ত বায়ু বলে।

18. অধঃক্ষেপন কাকে বলে?
উত্তর - পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বায়ুতে ভাসমান জলকণা ও বরফকণা ভূপৃষ্ঠে পতিত হলে তাকে অধঃক্ষেপণ বলে। বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ গুলি হল তুষারপাত, বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, শিলা বৃষ্টি, স্লিট প্রভৃতি।

19. শীতল বায়ু থেকে কম বৃষ্টিপাত হয় কেন?
উত্তর - শীতল বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম বলে এই বায়ু থেকে কোন মেঘ সৃষ্টি হয় না তাই শীতল বায়ু থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম।

20. পরিচলন বৃষ্টিপাত কাকে বলে?
উত্তর - পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয় সে সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প বায়ুতে গিয়ে মেশে। ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে শীতলতা সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং পরে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটে থাকে। এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে।

21. পৃথিবীর কোন অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে থাকে?
উত্তর - নিরক্ষীয় অঞ্চলে

22. সাধারণত কোন মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে?
উত্তর - কিউমুলোনিম্বাস মেঘ থেকে

23. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 
উত্তর - কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন তাদের পরিমাণের অনুপাত কে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আদ্রতা শতকরা হিসেবে প্রকাশ করা হয়।

24. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলতে কী বোঝো?
উত্তর - জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু তার প্রবাহ পথে কোন উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সোজা উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতি বাত  ঢালে যে প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।

25. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে?
উত্তর - পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন অনুবাত ঢালে এসে পৌঁছায় তখন ওই বায়ুতে আর জলীয়বাষ্প থাকে না। তাছাড়া ওই বায়ু যেহেতু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে তাই উষ্ণতাও বাড়তে থাকায় জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বাড়তে থাকে, যার ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে ওঠে। তাই পর্বত এর অনুবাত ঢালে তেমন বৃষ্টিপাত হয় না বলে একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়।

26. মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়ে থাকে?
উত্তর - দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.