অষ্টম শ্রেণীর ভূগোল - জলবায়ু অঞ্চল
অষ্টম শ্রেণী ভূগোল - জলবায়ু অঞ্চল অধ্যায় টি এখানে প্রশ্ন ও উত্তরের আকারে আলোচনা করা হল। West Bengal class VIII Geogrpahy - 6th chapter ।।
উত্তর - অঞ্চলটির অক্ষাংশ গত অবস্থান, ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রভাব, সমুদ্র স্রোত প্রভৃতি জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2) ভারতের প্রধান প্রধান জলবায়ু অঞ্চল গুলি কি কি?
উত্তর - নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু অঞ্চল।
3) নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে কোন জলবায়ু পরিলক্ষিত হয়?
উত্তর - নিরক্ষীয় জলবায়ু
4) নিরক্ষীয় জলবায়ু কাকে বলে?
উত্তর - নিরক্ষরেখার উভয় দিকে 5-10 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে সারা বছর ধরে অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত যুক্ত যে জলবায়ু পরিলক্ষিত হয় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে।
5) পৃথিবীর কোন কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়?
উত্তর - নিরক্ষরেখার পার্শ্ববর্তী দেশ সমূহ, যেমন - আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশ সমূহে।
6) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কয়টি জলবায়ু পরিলক্ষিত হয়?
উত্তর - একটি, শুধু গ্রীষ্মকাল
7) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসর কম না বেশি?
উত্তর - সারা বছর নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্ব ভাবে কিরণ দেয় বলে শীতকালের অস্তিত্ব নেই বললেই চলে, তাই নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার খুবই কম। মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস।
8) নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে?
উত্তর - পরিচলন বৃষ্টিপাত
9) 4 o' clock rain বলতে কী বোঝ?
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ গুলিতে প্রতিদিন বিকেলের দিকে 3 টা থেকে 4 টার সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন প্রক্রিয়ায় বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। একে অপরাহ্ন বৃষ্টি বা 4 o' clock rain বলে।
10) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গড় বার্ষিক উষ্ণতা ও বৃষ্টি পাতের পরিমাণ কত?
উত্তর - গড় বার্ষিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস ও গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200-250 সেমি।
11) কোন জলবায়ু অঞ্চলের রাত্রিকাল কে শীতকাল বলা হয় এবং কেন?
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রি কালকে শীতকাল বলা হয় কারণ সারা দিন প্রচণ্ড উষ্ণতার পর বিকেলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার পর আকাশ মেঘ মুক্ত থাকে বলে রাত্রি কালে উষ্ণতা অনেক টা কমে যায়। তাই রাত কে ক্রান্তীয় অঞ্চলের শীতকাল বলে।
12) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য আমাজন অববাহিকায় কি নামে পরিচিত?
উত্তর - সেলভা অরণ্য
13) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য সৃষ্টির কারণ ?
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে প্রবল উষ্ণতা ও প্রচুর বৃষ্টিপাত হয় বলে, এই অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে।
14) মৌসুমী জলবায়ু কাকে বলে?
উত্তর - শীত ও গ্রীষ্ম কালে ভিন্ন বিশিষ্ট সম্পন্ন বিপরীত মুখী মৌসুমী বায়ু প্রবাহিত অঞ্চলে, যে বিশেষ ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়, তাকে মৌসুমী জলবায়ু বলে।
13) মৌসুমি কথাটির উৎপত্তি উল্লেখ করো?
উত্তর - মৌসুমী কথাটির উৎপত্তি আরবীয় শব্দ মৌসম থেকে, যার অর্থ ঋতু।
14) মৌসুমী জলবায়ুর অবস্থান উল্লেখ করো?
উত্তর - উত্তর ও দক্ষিণ গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ চীন; এছাড়া পূর্ব আফ্রিকার সোমালি, মাদাগাস্কার ও উত্তর পূর্ব আফ্রিকার কুইন্সল্যান্ড এ মৌসুমী জলবায়ু দেখা যায়।
14) আদর্শ মৌসুমী জলবায়ুর দেশ কাকে বলা হয়?
উত্তর - ভারতবর্ষ কে
15) মৌসুমী জলবায়ু অঞ্চলে শীত ও গ্রীষ্ম কালে কোন কোন বায়ু প্রবাহিত হয়ে থাকে?
উত্তর - মৌসুমী জলবায়ুর অঞ্চলে শীত কালে শীতল ও শুষ্ক উত্তর - পূর্ব মৌসুমী বায়ু ও গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবা হিত হয়।
16) মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে?
উত্তর - দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।
17) মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকাল শুষ্ক হয় কেন?
উত্তর - মৌসুমী জলবায়ু অঞ্চলে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বলে শীতকাল শুষ্ক থাকে।
18) মৌসুমী জলবায়ু অঞ্চলে কয় টি ঋতু পরিলক্ষিত হয়?
উত্তর - 4 টি প্রধান ঋতু। যথা - গ্রীষ্ম, বর্ষা, শীত ও শরৎকাল। এছাড়া অল্প সময়ের জন্য বসন্ত ও হেমন্ত কাল দেখা যায়।
19) ভারতের কোন কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর - তামিলনাড়ুর করমন্ডল উপকূল ও উত্তর পশ্চিম ভারতে। এই জন্য এই জায়গা গুলিকে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বলে।
20) মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝ?
উত্তর - দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপদ্বীপে প্রবেশ করার পর কোন কোন বছর প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। একেই মৌসুমি বিস্ফোরণ বলা হয়।
21) মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন ধরনের অরণ্য দেখা যায়?
উত্তর - পর্ণমোচী অরণ্য
22) পর্ণমোচী অরণ্য এর প্রধান বৃক্ষ গুলির নাম লেখ?
উত্তর - শাল, সেগুন, শিশু, গর্জন, মেহগিনি, শিমুল, পলাশ, আম, জাম, কাঁঠাল প্রভৃতি পর্ণমোচী বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়।
23) ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায়?
উত্তর - গুজরাটের গির অরণ্য
24) মৌসুমী জলবায়ু যুক্ত অঞ্চলে দেশগুলি প্রধান ফসল কি কি?
উত্তর - ধান, পাট, গম, আখ, তুলা, তৈলবীজ, চা, কফি প্রভৃতি শস্য চাষ হয়ে থাকে।
25) মহাদেশের পশ্চিম অংশে কোন জলবায়ু লক্ষ করা যায়?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু
26) উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া কোন জলবায়ু দেখা যায়?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু
27) কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
28) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর - পশ্চিমা বায়ুর প্রভাবে
29) জলপাই কোন জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে র
30) কত ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
উত্তর - ভূমধ্যসাগরের তীরবর্তী 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে মধ্যবর্তী অঞ্চলে।
31) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর কত?
উত্তর - তাই 17 ডিগ্রী সেলসিয়াস
32) ক্যালিফোর্নিয়ার হলিউড কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর - চলচ্চিত্র শিল্পের জন্য
33) সুমেরু ও কুমেরু বৃত্তের নিকটবর্তী অঞ্চলে কোন ধরনের জলবায়ু লক্ষ করা যায়?
উত্তর - তুন্দ্রা জলবায়ু
34) উত্তর গোলার্ধে শীতলতম স্থানের নাম কি?
উত্তর - সাইবেরিয়ার ভারখয়ানস্ক
35) নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?
উত্তর - নরওয়ে কে
36) শীতল তুন্দ্রা অঞ্চলে বরফের তৈরি এক বিশেষ প্রকারের ঘর দেখা যায় তাকে কি বলে?
উত্তর - ইগলু
sir, apnar bari kothai? kivabe contact korbo?
উত্তরমুছুন