ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায়


ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় - তুমি কোথায় আছো ।। অধ্যায়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর রূপে আলোচনা করাা হলো।।

1) নিরক্ষরেখা কাকে বলে? 
উত্তর - পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে, তাকে নিরক্ষরেখা বলে। 

2) নিরক্ষরেখার অপর নাম কী?
উত্তর
- বিষুব রেখা

3) নিরক্ষরেখা পৃথিবীকে কয় টি গোলার্ধে ভাগ করেছে ও কি কি?
উত্তর
- দুটি গোলার্ধে, নিরক্ষরেখা র উত্তর অংশ কে উত্তর গোলার্ধ ও দক্ষিণ অংশ কে দক্ষিণ গোলার্ধ বলে।

4) পৃথিবীর অক্ষ কাকে বলে?
উত্তর -
যে কাল্পনিক দণ্ড বা রেখা পৃথিবীর কেন্দ্র কে ছেদ করে উত্তর দক্ষিণে চলে গেছে এবং যার উপর নির্ভর করে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাকে পৃথিবীর অক্ষ বলে।

5) পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত ও দক্ষিণ প্রান্ত কে কি বলে?
উত্তর -
পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত কে উত্তর মেরু ও দক্ষিণ প্রান্ত কে দক্ষিণ মেরু বলে।

6) অক্ষরেখা কাকে বলে?
উত্তর -
নিরক্ষরেখা র সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে। 

7) সবচেয়ে বড়ো অক্ষরেখা র নাম কি? 
উত্তর -
নিরক্ষরেখা

8) নিরক্ষরেখা র মান কত? 
উত্তর
- 0 ডিগ্রি 

9) অক্ষরেখা গুলি - (অর্ধ বৃত্ত/পূর্ণ বৃত্ত)
উত্তর -
পূর্ণ বৃত্ত 

10) পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত? 
উত্তর
- উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ। 

11) সাড়ে 23 ডিগ্রি উত্তর অক্ষরেখা কে কি বলা হয়?
উত্তর
- কর্কট ক্রান্তি রেখা

12) সাড়ে 23 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা র আরেক নাম কী?
উত্তর
- মকর ক্রান্তি রেখা 

13) সাড়ে 66 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা কে কি বলে?
উত্তর
- সাড়ে 66 ডিগ্রি উত্তর অক্ষরেখা র মান সুমেরু বৃত্ত রেখা ও দক্ষিণ অক্ষরেখা র নাম কুমেরু বৃত্ত রেখা।

14) পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে?
উত্তর
- 179 টি

15) পৃথিবীর নিরক্ষরেখা বরাবর যে তল কল্পনা করা হয়, তাকে কি বলে?
উত্তর
- নিরক্ষীয় তল

16) নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর অক্ষ কত ডিগ্রী কোণ করে অবস্থান করে?
উত্তর
- 90 ডিগ্রি

17) পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তের কোন দিকে মুখ করে থাকে? 
উত্তর
- ধ্রুবতারা র দিকে

18) পৃথিবীর কক্ষপথ কাকে বলে?
উত্তর
- পৃথিবী যে পথে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে।

19) পৃথিবীর অক্ষ তার কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করছে? 
উত্তর
- সাড়ে 66 ডিগ্রী কোন করে অবস্থান করে

20) ভারত বর্ষ কোন গোলার্ধে অবস্থান করছে?
উত্তর
- উত্তর গোলার্ধে

21) দ্রাঘিমা রেখা কাকে বলে?
উত্তর
- পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা গুলি কে দ্রাঘিমা রেখা বলে। 

22) 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি?
উত্তর
-  মূলমধ্যরেখা

24) কত ডিগ্রী দ্রাঘিমা রেখা পৃথিবীতে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে?
উত্তর
- 0 ডিগ্রী দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা

25) সারা পৃথিবীব্যাপী মোট কতগুলি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে?
উত্তর
- 360 টি

26) 0° দ্রাঘিমা রেখার বিপরীতে কত ডিগ্রী দ্রাঘিমা রেখা অবস্থিত? 
উত্তর
- 180°

27) মহাবৃত্ত কাকে বলা হয়?
উত্তর
- নিরক্ষরেখা কে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.