মৃত্তিকার ক্ষারীয় হওয়ার কারণ কি


মৃত্তিকায় এর মান ৭ এর বেশি হলে সেটি কে ক্ষারীয় মৃত্তিকা বলা হয়। সাধারণত মৃত্তিকায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম প্রভৃতি খনিজের পরিমান বেশি থাকলে মৃত্তিকার ক্ষারীয়তা বেশি হয়। অতিরিক্ত ক্ষারকীয় মৃত্তিকায় উদ্ভিদ জন্মানোয় বাধার সৃষ্টি করে।মৃত্তিকার ক্ষারীয় হওয়ার কারণ গুলি হল

১. মৃত্তিকার আদিশিলা বা জনক শিলা ক্ষারকীয় চরিত্রের হলে সেখান থেকে সৃষ্ট মৃত্তিকাও ক্ষারকীয় হয়। যেমন – চুনাপাথর অঞ্চলে সৃষ্ট রেনজিনা মৃত্তিকা।

২. ক্ষারকীয় উদ্ভিদ থেকে উৎপন্ন জৈব পদার্থ মৃত্তিকার pH এর পরিমান বৃদ্ধিতে সাহায্য করে।

৩. প্রাকৃতিক ভাবে সঞ্চিত চুন জাতীয় পদার্থ মৃত্তিকার ক্ষারকীয়তার বৃদ্ধি ঘটায়।

৪. উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় মৃত্তিকাস্থিত খনিজ পদার্থের অপসারনের পরিমান কম , যা মৃত্তিকার ক্ষারকীয় চরিত্র বজায় রাখতে সাহায্য কর।

ক্ষারীয় মৃত্তিকার উদাহরণ হল চারনোজেম, সোলানচাক, সোলোনেজ, রেনজিনা প্রভৃতি ক্ষারীয় মৃত্তিকার প্রকৃষ্ট উদাহরণ। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.