ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানী


পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে বর্তমানে মোট 28 টি রাজ্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এখানে আমরা 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territories) এবং তাদের রাজধানী অঞ্চল গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

1) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 
রাজধানী - পোর্ট ব্লেয়ার 
প্রতিষ্ঠিত - 1 Nov, 1956

2) চণ্ডীগড় 
রাজধানী - চণ্ডীগড় ( যা ভারতের অঙ্গরাজ্য পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী)
প্রতিষ্ঠিত - 1 Nov, 1966

3) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
রাজধানী - দমন 
প্রতিষ্ঠিত - 26 জানুয়ারি, 2020

4) নিউ দিল্লি 
রাজধানী - নিউ দিল্লি ( ভারতবর্ষের রাজধানী) 
👉 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পায়।

5) জম্মু ও কাশ্মীর
রাজধানী - শীতকালীন রাজধানী জম্মু ও গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর 
রাজ্যপাল - মনোজ সিনহা
প্রতিষ্ঠিত - 31 Oct, 2019

6) লাদাখ 
রাজধানী - লেহ
প্রতিষ্ঠিত - 31 Oct, 2019

7) লাক্ষাদ্বীপ 
রাজধানী - কাভারাত্তি
মোট দ্বীপ - 36 টি দ্বীপের সমন্বয়ে গঠিত লাক্ষাদ্বীপ নামটি মালায়াম শব্দ থেকে এসেছে।
প্রকৃতি - আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ টি একটি প্রবাল গঠিত দ্বীপ ।
প্রতিষ্ঠিত - 1 Nov, 1956

8) পন্ডিচেরি
রাজধানী - পন্ডিচেরি
রাজ্যপাল - তামিলীসাই সুন্দরারাজান
প্রতিষ্ঠিত - 1 Nov, 1954


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.