উচ্চমাধ্যমিক ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ক্ষয়চক্র
১. স্বাভাবিক ক্ষয়চক্র ধারনার
প্রবর্তক কে ?
উত্তরঃ ডেভিস (১৮৯৯)
২. স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা
কী ?
উত্তরঃ সমুদ্র পৃষ্ট
৩. মরু ক্ষয়চক্র ধারনার প্রবর্তক
কে ?
উত্তরঃ এল সি কিং
৪. ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝ ?
উত্তরঃ গঠন, প্রক্রিয়া ও
পর্যায়কে একত্রে ডেভিসের ত্রয়ী বলা হয়।
৫. নদীগ্রাস স্বাভাবিক ক্ষয়চক্রের
কোন পর্যায়ে দেখা যায় ?
উত্তরঃ প্রাথমিক বা যৌবন পর্যায়ে
৬. ভূমির বন্ধুরতা কোন পর্যায়ে
অধিক হয় ?
৭. পর্যায়িত নদী কাকে বলে ?
উত্তরঃ স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে নদীর ক্ষয়, বহন ও সঞ্চয়
প্রায় সমান সমান হয়, একেই পর্যায়িত নদী বলে।
৮. স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে
যে সমতল ভূমিরূপের বিকাশ ঘটে তাকে ডেভিস কী বলেছেন ?
উত্তরঃ সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন
৯. স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে
যে অবশিষ্ট টিলা থাকে, তাকে কী বলে ?
উত্তরঃ মোনাডনক
১০. বোলসন কাকে বলে ?
উত্তরঃ মরু অঞ্চলে পর্বত বেষ্টিত নিচু অববাহিকা কে বোলসন ।
১১. বাজাদা কিভাবে গঠিত হয় ?
উত্তরঃ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে একাধিক পলল ব্যজনী পরস্পর যুক্ত
হয়ে গঠিত হয় বাজাদা ।
১২. মরু ক্ষয় চক্রের শেষ সীমা কী ?
উত্তরঃ ভৌমজলপৃষ্ট বা প্লায়া হ্রদ
১৩. মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে
যে অবশিষ্ট টিলা থাকে, তাকে কী বলে?
উত্তরঃ ইনসেলবার্জ
১৪. গোলাকার আকৃতির ইনসেলবার্জ
কে কি বলে ?
উত্তরঃ বোর্নহার্ড বা ক্যাসল ক্যাপিজ
১৫. মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে
যে প্রায় সমতল ভূমিরূপের বিকাশ ঘটে তাকে এল সি কিং কী বলেছেন ?
উত্তরঃ পেডিপ্লেন
১৬. পেডিমেন্ট কী ?
উত্তরঃ মরু অঞ্চলে পর্বতের পাদদেশের পশ্চাৎসরনের ফলে যে মৃদু ঢালু ভূমিরূপ
গঠিত হয়, তাকে পেডিমেন্ট বলে ।
১৭. নদীর পুর্নযৌবন লাভ বলতে কী বোঝ ?
উত্তরঃ নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পাওয়াকে নদীর পুর্নযৌবন লাভ বলে ।
১৮. ইউস্ট্যাটিক পুর্নযৌবন লাভ বলতে কী বোঝ ?
উত্তরঃ ভূ-আলোড়ন জনিত কারণে সমুদ্র তলদেশের নিমজ্জনের ফলে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন ঘটলে, নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পাওয়াকে বলে ইউস্ট্যাটিক পুর্নযৌবন।
১৯. স্থিতিশীল পুর্নযৌবন লাভের কারণ গুলি উল্লেখ কর ?
উত্তরঃ নদীর বোঝার পরিমান হ্রাস , নদীগ্রাস ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে নদীর স্থিতিশীল পুর্নযৌবন লাভ ঘটে ।
২১. সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও ?
উত্তরঃ স্বাভাবিক
ক্ষয় চক্রের শেষ পর্যায়ে যে মৃদু ঢালু প্রায় সমতল ভূমির সৃষ্টি হয়, তাকে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন
বলে।
২০. নিক বিন্দু কী ?
উত্তরঃ নদীর পুর্নযৌবন লাভের ফলে সৃষ্ট নতুন উপত্যকা ও পুরাতন উপত্যকার মিলন অঞ্চলকে নিকবিন্দু বলে ।
২২. পেনিপ্লেন শব্দটি কে ব্যবহার ?
উত্তরঃ ডেভিস
২৩.
কত সালে ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি দিয়ে ছিলেন ?
উত্তরঃ ১৮৯৯ সালে
২৪.
নিকপয়েন্ট কি নির্দেশ করে ?
উত্তরঃ নদীর পুনর্যৌবন লাভ
২৫.
নদীর বোঝা হ্রাসের ফলে কি ধরনের পুনযৌবন লাভ ঘটে ?
উত্তরঃ স্থিতিশীল পুনর্যৌবন লাভ
২৬.
স্বাভাবিক ক্ষয়চক্র এর কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে ?
উত্তরঃ যৌবন পর্যায়ে
২৭. কার কোন তত্ত্বকে অনুসরন করে ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্র এর ধারনা দেন?
উত্তরঃ ডারউইন এর তত্ত্ব কে অনুসরন করে।
২৮.
মরু অঞ্চলে পর্বতের পাদদেশে গঠিত ভূমিভাগকে কি বলে?
উত্তরঃ পেডিমেন্ট
২৯.
মরু ক্ষয়চক্রে লবনাক্ত জলের হ্রদকে কি বলে?
উত্তরঃ প্লায়া
৩০. ক্ষয় শেষ সীমার প্রবর্তক কে ছিলেন ?
উত্তরঃ পাওয়েল
৩১. শুষ্কতার ক্ষয়চক্রের শেষ লগ্নে জলবিভাজিকা কীসে পরিনত হয় ?
উত্তরঃ ইনসেলবার্জ
৩২. ডেভিসের ক্ষয়চক্র মতবাদটি কোন প্রনালির অন্তর্গত ?
উত্তরঃ আবদ্ধ প্রনালির অন্তর্গত
উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মৃত্তিকা
উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মৃত্তিকা
কোন মন্তব্য নেই: