উচ্চমাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - সমুদ্র তরঙ্গ প্রক্রিয়া ও ভূমিরূপ ।। Marine Landforms


উচ্চ মাধ্যমিক ভূগোল সমুদ্র তরঙ্গ অংশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। 

. ফেচ কী ?
উত্তরঃ এক কথায় উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠকে ফেচ বলে অর্থাৎ উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠে বাতাস বাধাহীন ভাবে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে, তাকেই ফেচ বলে ফেচের উপর সমুদ্র তরঙ্গের শক্তি নির্ভর করে

. ঊর্মিভঙ্গ কাকে বলে ?
উত্তরঃ গভীর সমুদ্র তরঙ্গ উপকূলের অগভীর সমুদ্রে এসে যখন কুন্ডলীর আকারে ভেঙ্গে পড়ে, তখন তাকে ঊর্মিভঙ্গ বলে

. ক্যাপিলারি তরঙ্গ বলতে কী বোঝ ?
উত্তরঃ অগভীর সমুদ্রে ঘন ঘন আসা ক্ষুদ্র তরঙ্গ গুলিকে ক্যাপিলারি তরঙ্গ বলে

. সম্মুখ তটভূমি কাকে বলে ?
উত্তরঃ ভাটার সময় সমুদ্র জলের নিম্নসীমা থেকে জোয়ারের সময় সমুদ্র জলের ঊর্ধবসীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সম্মুখ তটভূমি বলে

. ওকনি দ্বীপের “The Old Man of Hoy” কীসের উদাহরণ ?
উত্তরঃ স্ট্যাকের

. বার্ম কী ?
উত্তরঃ পশ্চাৎ সম্মুখ তটভুমির মাঝে তরঙ্গ বাহিত শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সিঁড়ির ন্যায় শৈলশিরার মতো যে ভূমিরূপের বিকাশ ঘটে, তাকে বার্ম বলে

. স্পিট কী ?
উত্তরঃ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে বাঁধের একপ্রান্ত স্থলভাগের সাথে এবং অপর প্রান্ত সমুদ্রে উন্মুক্ত থাকে, তাকে স্পিট বলে

. টম্বোলো কী ?
উত্তরঃ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে বাঁধের একপ্রান্ত স্থলভাগের সাথে এবং অপর প্রান্ত সমুদ্রে অবস্থিত কোনো দ্বীপের সাথে যুক্ত থাকে, তাকে টম্বোলো বলে

. কেরালার মালাবার উপকূলে সৃষ্ট উপহ্রদ গুলি কী নামে পরিচিত ?
উত্তরঃ কয়াল নামে পরিচিত

১০. প্রবাল প্রাচীর সাধারনত কোথায় দেখা যায় ?
উত্তরঃ সাধারনত ২৫ ডিগ্রি উত্তর থেকে ২৫ ডিগ্রি দক্ষিন অক্ষাংশের মধ্যবর্তী ক্রান্তীয় অঞ্চলে প্রবাল 
প্রাচীর বেশি দেখা যায়

১১. পৃথিবীর বৃহত্তম প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ

১২. বৃত্তাকার বা উপবৃত্তাকার আকৃতির প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঃ অ্যাটল

১৩. সমুদ্রের বৃষ্টি অরন্য কাকে বলে?
উত্তরঃ প্রবাল প্রাচীর কে

১৪. রিয়া উপকূলের আকৃতি কী রূপ ?
উত্তরঃ রিয়া একটি নদী গঠিত নিমজ্জিত উপকূল, যার আকৃতি ফানেল এর মতো
যেমন - অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল

১৫. ফিয়র্ড উপকূলের আকৃতি কী রূপ ?
উত্তরঃ ফিয়র্ড একটি হিমবাহ গঠিত নিমজ্জিত উপকূল, যার আকৃতি U এর মতো
যেমন- নরওয়ে, সুইডেনের উপকূল

১৬. পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূলের নাম কী ?
উত্তরঃ গ্রিনল্যান্ডের নোরবেস্ত ফিয়র্ড

১৭. ডালমেসিয়ান উপকূল কাকে বলে ?
উত্তরঃ উপকূলের সমান্তরালে অবস্থিত কোনো পার্বত্য অঞ্চল সমুদ্র তলদেশে নিমজ্জনের ফলে যে উপকূল গঠিত হয়, তাকে ডালমেসিয়ান উপকূল বলে

১৮. কর্নাটক কেরলের উপকূল কী ধরনের উপকূল ?

1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.