উচ্চমাধ্যমিক ভূগোল saq


উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।। উচ্চ মাধ্যমিক ভূগোল saq প্রশ্ন উত্তর।। উচ্চ মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডলীয় গোলযোগে অধ্যায়টি এখানে প্রশ্ন উত্তর আকারে আলোচিত হলো।

কোন ঘূর্নবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে ?
উত্তরঃ ক্রান্তীয় ঘূর্নবাতের

. ক্রান্তীয় ঘূর্নবাতের শক্তির উৎস কী ?
উত্তরঃ জলীয় বাষ্প লীন তাপ

. ক্রান্তীয় ঘূর্নবাত সৃষ্টির জন্য সমুদ্র পৃষ্টের উষ্ণতা কত প্রয়োজন ?
উত্তরঃ ২৭ ডিগ্রী সেলসিয়াস

. কোন ঘূর্নবাত দুটি ভিন্ন ধরণের বায়ুর মিলনের ফলে সৃষ্ট হয় ?
উত্তরঃ নাতিশীতোষ্ণ ঘূর্নবাত

নাতিশীতোষ্ণ ঘূর্নবাতে কোন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায় ?
উত্তরঃ স্ট্র্যাটাস মেঘ

. ক্রান্তীয় ঘূর্নবাতের কেন্দ্রে কোন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায় ?
উত্তরঃ কিউমুলোনিম্বাস

. প্রতীপ ঘূর্নবাতের সঙ্গে কি রকম আবহাওয়া যুক্ত থাকে ?
উত্তরঃ মেঘ মুক্ত পরিষ্কার আবহাওয়া

. ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্নবাত কী নামে পরিচিত ?
উত্তরঃ হ্যারিকেন নামে

. সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্নবাত কোনটি ?
উত্তরঃ টর্নেডো

১০. ত্রিকোশীয় সংবহন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ পলম্যান (১৯৫১)

১১. ত্রিকোশীয় সংবহন তত্ত্বের প্রত্যক্ষ তাপীয় কোশের নাম কী ?
উত্তরঃ হ্যাডলি মেরু কোশ

১২. ত্রিকোশীয় সংবহন তত্ত্বের পরোক্ষ তাপীয় কোশের নাম কী ?
উত্তরঃ ফেরেল কোশ

১৩. ত্রিকোশীয় সংবহন তত্ত্বের কোন কোশটি পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত ?
উত্তরঃ ফেরেল কোশ

১৪. আয়ন বায়ু বা বানিজ্য বায়ু দ্বারা প্রভাবিত কোশ কোনটি ?
উত্তরঃ হ্যাডলি কোশ

১৫. জেট বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় ?
উত্তরঃ পশ্চিম দিক থেকে

১৬. এল নিনো কোথায় দেখা যায় ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে পেরু ইকুয়েডর উপকূলে

১৭. এল নিনো মৌসুমি বায়ুর উপর কীরূপ প্রভাব ফেলে ?
উত্তরঃ বিরূপ প্রভাব ফেলে

১৮. আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো কি নামে পরিচিত ?     উত্তরঃ টুইস্টার

১৯. Anti cyclone  শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তরঃ ফ্রান্সিস গ্যালটন(১৮৬১)

২০. ENSO এর পুরো নাম কি ?
উত্তরঃ এল নিনো সাদার্ন অসিলিয়েসন

২১. জেট বায়ু প্রবাহের অপর নাম কি ?
উত্তরঃ থার্মাল উইন্ড

২২. বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটে বায়ুমণ্ডলের কোন স্তরে ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ারে

২৩. একটি আকস্মিক বায়ু প্রবাহের উদাহরণ দাও ?
উত্তরঃ জেট বায়ু

২৪. ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস কত ?
উত্তরঃ ৫-১০ কিমি

২৫. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সমচাপ রেখার আকৃতি কি রূপ হয় ?
উত্তরঃ V আকৃতির

২৬. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত কোন ঋতু তে ঘটে ?
উত্তরঃ শীত কালে

২৭. কোন ঘূর্ণবাতে সীমান্ত গঠিত হয় ?
উত্তরঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত

২৮. Cyclone  শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তরঃ হেনরী পিডিংটন (১৯৪৮)

২৯. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন ধরণের চাপের অবস্থান লক্ষ্য করা যায় ?
উত্তরঃ উচ্চচাপ

৩০. কোন স্কেলের সাহায্যে টর্নেডোর শক্তির মাত্রা ক্ষয়ক্ষতি পরিমাপ করা হয় ?
উত্তরঃ ফুজিতা স্কেলের সাহায্যে

৩১. মেরু সীমান্ত কোশ কি নামে পরিচিত ?
উত্তরঃ ফেরেল কোশ

৩২. এল নিনো এর বিপরীত অবস্থা কি নামে পরিচিত?
উত্তরঃ লা নিনা

৩৩. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির মেরু সীমান্ত তত্তের প্রবক্তা কে ?
উত্তরঃ ভি বায়ার্কনেস ও জি বায়ার্কনেস

৩৪. ইনডেক্স সাইকেল কীসের সাথে সম্পর্কিত ?
উত্তরঃ জেট স্ত্রিম

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.