ইকোলজিক্যাল এক্সপ্লোশন । বাস্তুসংস্থানিক বিস্ফোরণ

কোনো জীব প্রজাতির সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার ঘটনা কেই বলে বাস্তুসংস্থানিক বিস্ফোরণ ১৯৫৮ সালে এল্টন বাস্তুসংস্থানিক বিস্ফোরণ শব্দটি প্রথম ব্যবহার করেন 
উদাহরণ হিসাবে বলা যায় – যে সমস্ত ভাইরাস ও জীবাণু গুলি মহামারির সৃষ্টি করেযেমন – প্লেগসোয়াইন ফ্লু ও বর্তমানে কোভিড-১৯ মহামারি

আবার কিছু কিছু প্রজাতির জনসংখ্যার আকস্মিক আবির্ভাব কৃষিকাজে মড়কের সৃষ্টি করে।
যেমন – আফ্রিকান ডিসার্ট লোকাস্ট। এটির প্রভাব বর্তমানে ইরান ও পাকিস্তানের মতো দেশ কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। 

এখনও অনেক বাস্তুসংস্থানিক বিস্ফোরণের কারণ সঠিক ভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এটাও একটি আকর্ষনীয় ব্যাপার অনেক প্রজাতি রয়েছে যারা তাদের প্রকৃত বাসস্থানে বিরল হলেও মানুষ দ্বারা যখন নতুন কোনো স্থানে নিয়ে যাওয়া হয় তখন তাদের সংখ্যা কেন এতো বেড়ে যায়।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.