উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মৃত্তিকা


উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক ভূগোল অধ্যায় মৃত্তিকা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলি উত্তর সমেত আলোচনা করা হল।

. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ ডকুচেভ কে

.হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে ?
উত্তরঃ হিউমিফিকেসন

.হিউমিফিকেসনের বিপরীত প্রক্রিয়াকে কী বলে ?
উত্তরঃ খনিজীকরন

. এলুভিয়েশন কাকে বলে ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তর থেকে খনিজ পদার্থ অপসারিত হয়, তাকে এলুভিয়েশন বলে মৃত্তিকার A স্তরকে এলুভিয়াল স্তর বলে

. ইলুভিয়েশন কাকে বলে ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তর থেকে অপসারিত খনিজ পদার্থ নিচের স্তরে এসে সঞ্চিত হয়, তাকে ইলুভিয়েশন বলে মৃত্তিকার B স্তরকে ইলুভিয়াল স্তর বলে

.অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকার সৃষ্টি হয় ?
উত্তরঃ সোলোনেৎজ মৃত্তিকার

. স্যালিনাইজেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকার সৃষ্টি হয় ?
উত্তরঃ সোলানচাক

. মৃত্তিকা সৃষ্টির প্রত্যক্ষ বা সক্রিয় নিয়ন্ত্রক গুলি কি কি ?
উত্তরঃ জলবায়ু জীবজগৎ

. মৃত্তিকা সৃষ্টির পরোক্ষ বা নিস্ক্রিয় নিয়ন্ত্রক গুলি কি কি ?
উত্তরঃ আদিশিলা, ভূ-প্রকৃতি সময়

১০. হিউমাস সমৃদ্ধ মৃত্তিকার রং কেমন হয় ?
উত্তরঃ কালো

১১. পেডালফার মৃত্তিকা কাকে বলে ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম লৌহ সমৃদ্ধ আম্লিক মৃত্তিকাকে পেডালফার মৃত্তিকা বলে

যেমনপডজল, ল্যাটেরাইট

১২. পেডোক্যাল মৃত্তিকা কাকে বলে ?
উত্তরঃ ক্যালসিয়াম সমৃদ্ধ ক্ষারকীয় মৃত্তিকাকে পেডোক্যাল মৃত্তিকা বলে

যেমনচারনোজেম, সিরোজেম

১৩. মৃত্তিকা সৃষ্টি সম্পর্কীত ভ্যান্ট হফ এর সূত্রটি কী ?
উত্তরঃ ভ্যান্ট হফ এর মতে প্রতি ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে মৃত্তিকায় রাসায়নিক 
বিক্রিয়ার হার দুই থেকে তিন গুন বৃদ্ধি পায়

১৪. রেগোলিথ কী ?
উত্তরঃ আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ন বিচূর্ন পদার্থ কে রেগোলিথ বলে

১৫. ব্যাসল্ট শিলা থেকে কোন মৃত্তিকার সৃস্টি হয় ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকার

১৬. মৃত্তিকা ক্যাটেনা কি ?
উত্তরঃ জলনিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই আদিশিলা ও একই জলবায়ু অধ্যুষিত 
অঞ্চলে পর্বতের ঢালের উচ্চ উপত্যকা থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত বিভিন্ন অংশে মৃত্তিকা পরিলেখের যে পর্যায় ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়, তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে। উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল পর্যন্ত মৃত্তিকা পরিলেখের ক্রমান্বয়ে লালচে, হলুদ, ধূসর ও নীলচে ধূসর মাটি দেখা যায়।

১৭. অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও ?
উত্তরঃ পলল মৃত্তিকা, লোয়েশ মৃত্তিকা

১৮. আন্তঃআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও ?
উত্তরঃ রেনজিনা মৃত্তিকা, গ্লেই বা মেডো মৃত্তিকা

১৯. একটি ভার্টিসল মৃত্তিকার উদাহরণ দাও ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা

২০. একটি মলিসল মৃত্তিকার উদাহরণ দাও ?
উত্তরঃ চারনোজেম

২১. একটি স্পেডোসল মৃত্তিকার উদাহরণ দাও ?
উত্তরঃ পডজল

২২. জেলিসল মৃত্তিকা কোথায় দেখা যায় ?
উত্তরঃ তুন্দ্রা অঞ্চলে

২৩. একটি অক্সিসল মৃত্তিকার উদাহরণ দাও ?
উত্তরঃ ল্যাটেরাইট

২৪. মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝ ?
উত্তরঃ নির্দিষ্ট পরিমান মৃত্তিকায় উপস্থিত পলি, বালি কাঁদা কনার আপেক্ষিক অনুপাত কে মৃত্তিকার গ্রথন বলে

২৫. মৃত্তিকা বিক্রিয়া বলতে কী বোঝ ?
উত্তরঃ মৃত্তিকা দ্রবনে হাইড্রোজেন আয়ন  ও হাইড্রোক্সিল আয়নের উপস্থিতির ওপর মৃত্তিকা অম্লত্ব ও ক্ষারত্ব নির্ভর করে। মৃত্তিকার এই অম্লত্ব ও ক্ষারত্বের বৈশিষ্ট্য কেই মৃত্তিকা বিক্রিয়া বলে।যে স্কেলের দ্বারা মৃত্তিকার অম্লত্ব  ক্ষারত্ব নির্নয় করা হয়তাকে pH স্কেল বলে। pH এর মান  এর  কম হলে আম্লিক মৃত্তিকা আর  তের বেশি হলে ক্ষারকীয় মৃত্তিকার সৃষ্টি হয়। 

২৬. কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত ?
উত্তরঃ কৃষ্ণ বা কালো মৃত্তিকার আরেক না রেগুর মৃত্তিকা।

২৭. মরু জলবায়ু অঞ্চলে কোন প্রকার আবহবিকার বেশি দেখা যায়?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়

২৮. আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ বিভিন্ন স্থিতিক শক্তির দ্বারা( সৌর, চাপ) শিলা চূর্ন বিচূর্ন হয়ে যদি স্থানান্তরিত না হয়ে 
সেখানেই পড়ে থাকে, তখন তাকে আবহবিকার।

২৯. অম্লধর্মী মৃত্তিকাকে কি বলে ?
উত্তরঃ পেডালফার মৃত্তিকা

৩০. ডাফ কাকে বলে ?
উত্তরঃ সরলবর্গীয় বনভূমির জৈব পদার্থ সমৃদ্ধ স্তর কে ডাফ বলে।

৩১. মৃত্তিকা উৎপত্তি সংক্রান্ত বিজ্ঞান কে কি বলে ?
উত্তরঃ পেডোলজি

৩২. মাটির খনিজ কনার আপেক্ষিক আনুপাত কে কি বলে ?
উত্তরঃ মৃত্তিকার গ্রথন বা বুনন বলে।

৩৩. কোন ধরণের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত?
উত্তরঃ লবনাক্ত মৃত্তিকা

৩৪. দুটি বলয়িত/আঞ্চলিক মৃত্তিকার নাম লেখ ?
উত্তরঃ পডজল, চারনোজেম, ল্যাটেরাইট।

৩৫. চারনোজম মাটি সৃষ্টির পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ ক্যালসিফিকেশন

৩৬. মাটির কোন স্তরে হার্ড প্যান দেখা যায় ?
উত্তরঃ পডসল মৃত্তিকার B স্তরে

৩৭. সোলাম বলতে কি বোঝ ?
উত্তরঃ মৃত্তিকা A B স্তরকে একত্রে সোলাম বলে।

38. টেরারোসা মৃত্তিকা কোথায় সৃষ্টি হয় ?
উত্তরঃ চুনাপাথর যুক্ত অঞ্চলে

৩৯. আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে কাঁদা কনার ব্যাস কত ?
উত্তরঃ <০.০০২ মিমি.

৪০. ক্রাটোভিনা কী?
উত্তরঃ চারনোজেম মৃত্তিকায় দেখা যায় চারনোজেম মৃত্তিকায় বসবাসকারী প্রানী সৃষ্ট গর্ত উপরিস্তরের মৃত্তিকা দ্বারা পূর্ন হওয়ায় হাল্কা ধূসর বর্নের মৃত্তিকা স্তরে গাঢ় কালো বর্নের মৃত্তিকা দেখা যায়, তাকেই ক্রাটোভিনা বলে।

৪১. কোন জলবায়ুতে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়?
উত্তরঃ আদ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে।

৪২. ড্যুরিক্রাস্ট কী ?
উত্তর - ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমানে বৃষ্টিপাতের দরুন মূল শিলা থেকে সিলিকা জাতীয় খনিজ গুলি দ্রবীভূত হয়ে এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির নিচের স্তরে চলে যায় কিন্তু সেস্ক্যুঅক্সাইড রূপে লোহা ও অয়ালুমিনিয়ামের জারিত পদার্থ গুলি মাটির উপরের স্তরে থেকে যায়। এই সেসক্যুঅক্সাইড ক্রমশ জমাট বেঁধে ভূত্বকের  উপরিভাগে ইটের মতো গাঢ় লাল রঙের একটি কঠিন আস্তরন গঠন করেএকে কঠিন ভূত্বক বা ড্যুরিক্রাস্ট বলে। 


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.