ইকোলজিক্যাল হাউসের ধারণা ।। Ecological House


প্রাকৃতিক পরিবেশে শক্তি প্রকৃতির পক্ষে উপকারী উপাদান সরবরাহের মাধ্যমে পরিবেশের অবনমনের পরিবর্তে পরিবেশের সমৃদ্ধির উদ্দেশ্যে ইকোলজিক্যাল হাউসের মডেল তৈরি করা হয়

একটি বাস্তুতন্ত্র যেমন তার সব উপাদান সমৃদ্ধ সংরক্ষণ করে ঠিক তেমনি ইকোলজিক্যাল হাউস শক্তি, জল, খাবার অন্যান্য সম্পদ সংরক্ষণ করে এই ইকোলজিক্যাল হাউসে যে পরিমান সম্পদ ব্যবহার হয় তার চেয়ে অনেক বেশি সম্পদ উদ্বিত্ত থাকে, যা পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।

একটি বাস্তুতন্ত্র এর যেমন পদার্থের চক্রাকার আবর্তণ হয়, ইকোলজিক্যাল হাউস এও সম্পদের চক্রাকার প্রবাহ ঘটে।

বাস্তুতন্ত্র সৌর শক্তি আবদ্ধ করে তা উদ্ভিদের দেহে খাদ্য শক্তি রূপে সঞ্চিত রাখে, যা খাবার হিসাবে বাস্তুতন্ত্রের অন্যান্য জীব প্রজাতির মধ্যে বন্টিত হয়। সবশেষে সেই শক্তি আবার পুষ্টিকর মৌল হিসাবে মৃত্তিকার মাধ্যমে উদ্ভিদ দ্বারা গৃহীত হয়।

ইকোলজিক্যাল হাউস বসবাস কারী মানুষ তাদের ব্যবহারের ফলে যে জৈব বর্জ্য উৎপন্ন হয়, তা যদি পুষ্টি মৌল হিসাবে উদ্ভিদ কে প্রদান করা যায়, তাহলে উদ্ভিদ ষে গুলিকে কাজে লাগিয়ে নতুন করে মানুষের জন্য খাবার উৎপন্ন করবে।

আবার স্নানের পরে যে ধূসর জল হয় (যা অনেকটা পরিষ্কার), সেই জল গাছে সরবরাহ করলে গাছটি এক সময় আমাদের ফল দেয়, এক্ষেত্রে জল ফল রূপে ফিরে আসে।  
অর্থাৎ একটি ইকোলজিক্যাল হাউস বাস্তুতান্ত্রিক মডেল রূপে কাজ করে।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.