টর ভুমিরূপের উৎপত্তি ।। Tor landform


টর একপ্রকার আবহাওয়া সৃষ্ট ভূমিরূপ যা প্রধানত ক্রান্তীয় জলবায়ুতে দেখা যায়। ক্রান্তীয় অঞ্চলে বিষম আবহবিকারের ফলে কোনো এলাকার অন্তঃস্থ শিলা ভূপৃষ্ঠের উন্মুক্ত হয় এবং এর পাশ্ববর্তী নরম রেগোলিথ অপসারিত হলে শক্ত অন্তঃস্থ শিলা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে এই অন্তঃস্থ শিলায় ফাটল ও ফাটল বরাবর আবহবিকার সংঘটিত হলে শিলার উঁচু ঢিপি টি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং কালক্রমে প্রস্তর খন্ড দ্বারা আবৃত হয় সাধারণত চারপাশের মৃদু ঢালু এলাকার উপরে প্রস্তর ময় হঠাৎ উঁচু ভূমিভাগ কে টর বলে

ভূবিজ্ঞানী লিন্টনের মতেফাটল দ্বারা আবহবিকার ঢিপির পাদদেশ পর্যন্ত বিস্তৃত হয় এবং আবহবিকার প্রাপ্ত রেগোলিথ অপসারিত হলে কেবল অন্তঃস্থ শিলা ভূপৃষ্টে দাঁড়িয়ে থাকে এবং পুনরায় ফাটল দ্বারা বিচ্ছিন্ন হয়ে বোল্ডার আবৃত টরের সৃষ্টি করে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.