GEOGRAPHICAL THOUGHTS SAQ in BENGALI

জিওগ্রাফিকাল থট আবরীয় ভৌগোলিকদের অবদান অধ্যায় থেকে ২০ টি ছোট প্রশ্ন ও উত্তর এখানে আলোচনা করা হলো। Geographical thought saq question answer।।  জিওগ্রাফিকাল থট অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।

১. কোন আরবীয় ভৌগোলিক টলেমির লেখা বই “Almagest” এর ভুল গুলি সংশোধন 
করেন?
উত্তর অল ইদ্রিসি

. কাকে আরব দেশের হেরোডেটাস বলা হয়?
উত্তরঅল মাসুদি কে

. আরবীয় রা নিজস্ব লেখার জন্য যে হরফ তৈরি করেন, তা কী নামে পরিচিত?
উত্তরক্যালিগ্রাফি

. কে নিখুঁত ভাবে সৌর বছর নির্নয় করেন?
উত্তরঅল বাত্তানি

. ইবন বতুতা রচিত গ্রন্থের নাম কি?
উত্তরকিতাব উল-রাহেলা বা সফর নামা

. কোন গ্রন্থ দর্শনের বিশ্বকোষ নামে পরিচিত ?উত্তরইবন বতুতার লেখা কিতাব অল সিফা

. কোন আরবীয় ভৌগোলিক সমুদ্র জলের রং ও সমুদ্র জলের লবনতার মধ্যে সম্পর্ক নির্নয় করেন?
উত্তর অল মাসুদি

. অল বাত্তাম পৃথিবীর পরিধি কত নির্নয় করেন?
উত্তর ২৭০০০ মাইল

. কে প্রথম জলবায়ু অ্যাটলাস  কিতাব উল-অ্যাসকালতৈরি করেন ?
উত্তর অল বালাখি

১০. কে প্রথম ভারতীয় মৌসুমি জলবায়ুর ব্যাখ্যা দেন?উত্তর - অল মাসুদি এবং তিনি পৃথিবীকে ১৪ টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন

১১. “Muqaddimah” বই টি কার লেখা ?
উত্তরইবন খালদুন

১২. “Katibul Ashkal” বই টি কার লেখা ?
উত্তরঅল বালাখি

১৩. কে প্রথম বলেন যে পৃথিবীর বেশির ভাগ ভূখন্ড নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত?
উত্তরঅল মাগদিসি (Al Maqdisi)

১৪. অল বিরুনির লেখা গ্রন্থটির নাম কী ?
উত্তরকিতাব অল হিন্দ

১৫. ইবন বতুতা কার শাসন কালে ভারতে এসেছিলেন ?
উত্তরমহম্মদ বিন তুঘলক

১৬. উষ্ণ-আর্দ্র জলবায়ু অঞ্চলের অধিবাসী হওয়ায় নিগ্রোদের গায়ের রঙ কালো – কে প্রথম এই 
ধারনাটি প্রদান করেন?
উত্তর - ইবন খালদুন

১৭. অল মাসুদির মতে নীল নদীর উৎস কী?
উত্তর – অ্যাবিসিনিয়া পর্বত  

১৮. কোন আরবীয় বিজ্ঞানী নিগ্রোদের দেহের রঙ কালো হওয়ার কারণ হিসাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে দায়ী করেন?
উত্তরইবন খালদুন

১৯. আরব সাগরকে কে পৃথিবীর বৃহত্তম সাগর হিসাবে ধরে নেন ?
উত্তর – অল মাসুদি

২০. অল ওস্তাদ পদবি কাকে দেওয়া হয়েছিল?
উত্তর – অল বিরুনিকে   

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.