ভূমিরূপবিদ্যা - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


ভূগোল  ভূমিরূপবিদ্যা থেকে  ৩০ টি  সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর গুলি এখানে দেওয়া হয়েছে। 

১. স্বাভাবিক ক্ষয়চক্রে কোণ ধরণের প্রাকৃতিক শক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়?


উত্তর – নদীর ক্ষয়কার্য


২. ওয়েগনারের মতে মহীসঞ্চারনের জন্য দায়ী শক্তির নাম কী?


উত্তর – জোয়ার শক্তি


৩. পৃথিবীর বেশির ভাগ ভূমিরূপ কোন যুগে সৃষ্টি হয়েছে?


উত্তর – সেনোজোয়িক যুগে


৪. ক্ষয়চক্রের শেষসীমার ধারনাটি কার দেওয়া ?


উত্তর – পাওয়েল


৫. কোন কোন ভৌগোলিক পেডিমেন্ট সৃষ্টির কারণ হিসাবে নদীর পার্শ্বক্ষয়কে 

দায়ী করেন?


উত্তর – পেজ, ব্ল্যাকওয়েল্ডার ও জনসন


৬. চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের কোন পদ্ধতি দেখা যায়?


উত্তর – অঙ্গারযোজন


৭. ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) ভারতবর্ষকে কয়টি ভূমিকম্প প্রবন অঞ্চলে 

ভাগ করেছেন?


উত্তর টি


. বন্ধুর ভূমিরূপ (Badland) সৃষ্টির জন্য দায়ী শক্তি কী?


উত্তরজলপ্রবাহ বায়ুপ্রবাহ


. মহীখাত তত্ত্বের ধারনাটি কে দিয়েছেন?


উত্তর – জেমস হল ও ডানা


১০. ঢালের প্রতিস্থাপন সম্পর্কীত ধারনাটি কার দেওয়া ?


উত্তর – ওয়ালথার পেঙ্কের


১১. ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমপ্রায়ভূমিকে ক্রিকমে কী বলেছেন?


উত্তর –প্যানপ্লেন


১২. “Active Layer” শব্দটি কীসের সাথে সম্পর্কীত ?


উত্তরপরি-হিমবাহের সাথে


১৩. “Uniformitarianism”  ধারনাটি কোন গ্রন্থে প্রথম প্রকাশিত হয়?


উত্তর – জেমস হটনের লেখা Theory of the Earth নামক গ্রন্থে


১৪. “সমুদ্র বক্ষের বিস্তৃতি” মতবাদটির প্রবক্তা কে?


উত্তর - Hess and Dietz


১৫. পর্বতের পাদদেশে পর্বত থেকে অপসারিত শিলাচূর্নের সঞ্চয়কে কী বলে?


উত্তর – কলুভিয়াম (Colluvium)


১৬. একাধিক প্রাবনভূমির সংযুক্তি করনের ফলে যে সমতলভূমির সৃষ্টি হয়, তাকে 

কী বলে?


উত্তর – প্যানপ্লেন


১৭. পেডিপ্লেনের ধারনাটি কার দেওয়া ?


উত্তর -  এল. সি. কিং


১৮. পিটারনস্টার লেক কোণ ধরণের ভূমিরূপ গঠিত অঞ্চলে দেখা যায়?


উত্তর – হিমবাহ গঠিত অঞ্চলে


১৯. মহাদেশের গঠন ও ভাঙনের পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে কী বলা হয়?


উত্তর – উইলসন সাইকেল বা চক্র


২০. ৭০ কোটি বছর আগে পাঞ্জিয়া মতো পৃথিবীর সমগ্র ভূখন্ড গুলি একত্রিত হয়ে 

যে বৃহৎ মহাদেশ গঠন করেছিল তার নাম কী?


উত্তর – রোডিনা


২১. স্যান ফ্রান্সিস্কো ভূমিকম্প কত সালে হয়েছিল ?


উত্তর – ১৯০৬ সালে


২২. কোন ধরণের জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা 

যায় ?


উত্তর – উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে ( নিরক্ষীয়, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে)


২৩. ভূমিকম্পের মাত্রা পরিমাপক রিখটার স্কেল কত সালে আবিষ্কৃত হয়?


উত্তর – ১৯৩৫


২৪. পৃথিবীর চৌম্বকত্ব ভূগর্ভস্থ কোন স্তরে সৃষ্টি হয়েছে?


উত্তর – বহিঃকেন্দ্রমন্ডলে


২৫. মাউন্ট হেলেন কোন ধরণের আগ্নেয়গিরির প্রকৃষ্ট উদাহরণ?


উত্তর – মিশ্র আগ্নেয়গিরির


২৬. Novum Organum গ্রন্থটি কার লেখা ?


উত্তরফ্রান্সিস বেকন


২৭. পরিচলন স্রোতের ধারনাটি কে দিয়েছেন?


উত্তর – আর্থার হোমস


২৮. “Sea Floor Spreading” শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


উত্তরDietz


২৯. কোন মাধ্যমে ভূমিকম্পের  P তরঙ্গের গতিবেগ S তরঙ্গের তুলনায় কতগুন 

বেশি?


উত্তর – ১.৭ গুন বেশি


৩০. ক্যাটাস্টোপিজম শব্দটি ব্যবহার করেন কে?


উত্তর - William Whewell


৩১. পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্খলের নাম কোনটি?


উত্তর- মধ্য সামুদ্রিক শৈলশিরা 


৩২. ভূত্বক প্রধানত কোন ধরণের শিলা দ্বারা গঠিত?


উত্তর – আগ্নেয় ও রূপান্তরিত (৯৫%)


৩৩.  গুরুমন্ডল কোন ধরণের শিলা দ্বারা গঠিত ?


উত্তর – পেরিডোটাইট


৩৪. পৃথিবী পৃষ্ঠের কোন অংশের নিচে অ্যাস্থেনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় না?


উত্তর – প্রাচীন শিল্ড ভূমিরূপের নিচে


৩৫. কে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন?


উত্তর – জে. ব্যারেল (১৯১৪ সালে) 


৩৬. উত্তর গোলার্ধে পৃথিবীর চৌম্বকত্ব মেরুর অবস্থান উল্লেখ কর ?


উত্তর – উত্তর-পূর্ব কানাডার নিকট হ্যাডসন উপসাগরে ।


৩৭.  “Our Wandering Continents” গ্রন্থটি কার লেখা ?


উত্তর –ডু টয়েট (Du Toit, ১৯৩৭) 


৩৮. ক্যালিডোনিয়ান যুগের পর্বতের উদাহরণ দাও?


উত্তর – অ্যাপালেসিয়ান, আরাবল্লী, মহাদেব পর্বত মালা  

 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.