Geographical Thoughts saq in Bengali

Geographical Though SAQ Question and Answer ।। Geographical thought question and answer in Bengali language। । 

১. কার মতে আকাশ হচ্ছে পৃথিবীর সমান আয়তন বিশিষ্ট কঠিন অবতল পৃষ্ঠ যা দীর্ঘ 
পিলারের ওপর অবস্থান করছে?

উত্তরহোমার

২. আলেকজান্দ্রিয়া শহরটি কোন দেশে অবস্থিত ?

উত্তরমিশরে

৩. এরাটোস্থেনিসের মতে পৃথিবীর আকৃতি কীরূপ ?

উত্তরস্ফিয়ারাকৃতি, যা মহাকাশের মধ্যভাগে অবস্থিত


৪. পসিডোনিয়ান পৃথিবীর পরিধি কত নির্নয় করেন?

উত্তর১৮০০০ মাইল

৫. ভেরেনিয়াস এর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কী?

উত্তরজিওগ্রাফিয়া জেনেরালিস

৬. আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়?

উত্তর – হামবোল্ড ও রিটার কে

৭. হামবোল্ড কোন ধরণের ভৌগোলিক দৃস্তিভঙ্গির সমর্থক ছিলেন ?

উত্তর – প্রনালীবদ্ধ ভূগোলের সমর্থক ছিলেন

৮. কার্ল রিটার কোন ধরণের ভৌগোলিক চিন্তাধারা সমর্থক ছিলেন?

উত্তর – আঞ্চলিক বা দৈশিক ভূগোলের

৯. রিটার এক জন .......... ছিলেন?
উত্তর – Teleologist

১০. কার্ল রিটারের দুজন অনুগামী বা শিষ্যের নাম লেখ?

উত্তরআর্নল্ড গায়ট ও এলিসি রেকলাস

১১. La Terre গ্রন্থের রচয়িতা কে?

উত্তর - এলিসি রেকলাস

১২. “ফ্রান্সের রিটার” কাকে বলা হয়?

উত্তর -  এলিসি রেকলাস কে

১৩. লেবেনসরাম ধারনার প্রবক্তা কে?

উত্তর – র‍্যাটজেল

১৪. র‍্যাটজেল নিয়ন্ত্রনবাদী না সম্ভাবনাবাদী ছিলেন ?

উত্তর – র‍্যাটজেল পরিবেশগত নিয়ন্ত্রনবাদের সমর্থক ছিলেন।

১৫. Genre de vie (Lifestyles) ধারনাটির উৎপত্তি করেন কে?

উত্তর ভিদাল ডে লা ব্লাচে

১৬. হামবোল্ডের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি?

উত্তর – কসমস (১৮৪৫)

১৭. হামবোল্ড (আরোহী না অবরোহী) পদ্ধতির সমর্থক ছিলেন ?

উত্তর – আরোহী পদ্ধতির

১৮. কোন ভৌগোলিক কে Arm chair Geographer” বলা হয়?

উত্তর - কার্ল রিটার

১৯. Man is the product of the earth’s surface উক্তিটি কার?

উত্তর – মিস চার্চিল সেম্পেল

২০. Das Ausland পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর – অস্কার প্যাসকেল

২১. কোন ভৌগোলিক প্রথম দক্ষিন আমেরিকা পরিদর্শন করেন?

উত্তর – হামবোল্ড

২২. মানবীয় ভূগোলের উদ্ভাবক কে ছিলেন?

উত্তর – র‍্যাটজেল

২৩. অ্যালফ্রেড হেটনার কার ছাত্র ছিলেন?

উত্তর - র‍্যাটজেল ও ভন রিকথোফেনের

২৪. Landschafts ধারনার জন্ম হয় কোন দেশে ?

উত্তর – জার্মানি

২৫. অ্যালফ্রেড হেটনারের লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর – ইউরোপ (১৯০৭)

২৬. আমেরিকান ভৌগোলিক গায়ট কার অনুগামী ছিলেন ?

উত্তর – কার্ল রিটারের

২৭. American Geographical Society কত সালে স্থাপিত হয়?

উত্তর – ১৮৫১ সালে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.