সামাজিক বনসৃজন বলতে কী বোঝ ।।
সামাজিক জনসৃজনের সুবিধা
উপরিক্ত উদ্দেশ্য নিয়ে সামাজিক বনসৃজন প্রকল্প গড়ে উঠলেও এর আরও কিছু সুবিধা রয়েছে, যার মাধ্যমে বৃহত্তর উদ্দেশ্য সাধিত হয়। যেমন -
১. বন্ধ্যা, রুক্ষ, পতিত জমির ওপর এই প্রকল্প তৈরি করলে ওই জমির অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব বাড়ে।
২. এরুপ বনসৃজনের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে প্রাকৃতিক অরন্যের সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব হয় ।
৩. গরিব মানুষের প্রাথমিক উদ্দেশ্য না থাকলেও ব্যাপক মাত্রায় সামাজিক বনসৃজন প্রকল্প গৃহীত হলে তার মাধ্যমে প্রাকৃতিক ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষিত হয়।
৩. গরিব মানুষের প্রাথমিক উদ্দেশ্য না থাকলেও ব্যাপক মাত্রায় সামাজিক বনসৃজন প্রকল্প গৃহীত হলে তার মাধ্যমে প্রাকৃতিক ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষিত হয়।
বিষয় |
কৃষি বনসৃজন |
সামাজিক বনসৃজন |
১. উপাদান |
এটি একই সাথে
নিদিষ্ট পরিমান জমিতে কৃষিজ ফসল, বনজ বৃক্ষ ও পশু খাদ্যের প্রযোজনীয়
বৃক্ষের চাষ করা হয়। |
এটি একটি সমাজের
ফল, পশু
খাদ্য ও জ্বালানি কাঠ প্রভৃতির চাহিদা মেটানোর উদ্দেশ্যে বিস্তৃত অঞ্চলে করা হয়। |
২. উদ্যোগ |
এটি ব্যক্তিগত
উদ্যোগে করা হয়। |
এতে সমাজের সকল
মানুষ অংশ গ্রহন করে। |
৩. গবেষণার
প্রয়োজনীয়তা |
কৃষি বনসৃজনের আগে
সঠিক গবেষণার প্রয়োজন । |
এক্ষেত্রে কৃষি
বনসৃজনের মতো পূর্ব গবেষণার প্রয়োজন হয় না। |
৪. জমির ব্যবহার |
কৃষি বনসৃজনের
জন্য উর্বর কৃষি জমি ব্যবহার করা হয়। |
সামাজিক বনসৃজনের
জন্য পতিত বা উন্মুক্ত জমির বেশি ব্যবহার করা হয়। |
৫. অর্থনীতি |
ব্যক্তিগত উপার্জন
বৃদ্ধি এর প্রধান লক্ষ্য। |
এখানে আর্থিক
উপার্জনের থেকে সামাজিক চাহিদা কে বেশি গুরুত্ব দেওয়া হয়। |
কোন মন্তব্য নেই: