১. নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের একটি উদাহরণ হল –
ক. গবেষণা ও উন্নয়ন খ. পর্যটন গ. পরামর্শ দান ঘ. ব্যাঙ্কিং পরিসেবা
2. WTO এর সদর দপ্তর অবস্থিত –
ক. নিউইয়র্ক খ. জেনেভা গ. ভিয়েনা ঘ. ম্যানিলা তে
৩. পিঙ্ক কালার শ্রমিক বলে –
ক. কৃষি জীবি কে খ. গবেষক গ. চাকুরী জীবীকে ঘ. শ্রম জীবী কে
৪. যে ধরণের শ্রমিক পঞ্চমস্তরের অর্থনৈতিক ক্রীয়াকলাপের যুক্ত, তা হল –
ক. কৃষক খ. পরিবহনকর্মী গ. শিল্পশ্রমিক ঘ. নীতিনির্ধারক
৫. পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের মিলিত সংস্থা হল –
ক. SAARC খ. WTO গ. OPEC ঘ. ASEAN
৬. হীরক চতুর্ভূজ যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত –
ক. সড়কপথ খ. রেলপথ গ. জলপথ ঘ. বিমান পথ
৭. গবেষণা কোন স্তরের কার্যাবলির অন্তর্গত –
ক. টার্সিয়ারি খ. কোয়াটারনারী গ. কুইনারী ঘ. সেকেন্ডারী
৮. OPEC এর সদর দপ্তর অবস্থিত -
ক. ভিয়েনা খ. নিউইয়র্ক গ. ম্যানিলা ঘ. নিউ দিল্লি
৯. দ্বিতীয় শ্রেনীর অর্থনৈতিক কার্যাবলী –
ক. কৃষিকাজ খ. শিল্পকাজ গ. পরিবহন ঘ. গবেষনা
১০. রিমোট সেন্সিং ও সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কোন স্তরের কর্মী –
ক. দ্বিতীয় স্তরের খ. তৃতীয় স্তরের গ. চতুর্থ স্তরের ঘ. পঞ্চম স্তরের
১১. প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল –
ক. লৌহ ইস্পাত শিল্প খ. পশম সংগ্রহ গ. নরম কাঠের বানিজ্য ঘ. তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা
১২. তথ্য প্রযুক্তি কোন স্তরের ক্রিয়াকলাপের অন্তর্গত –
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৩. WTO আত্মপ্রকাশ করে –
ক. ১৯৯৬ সালে খ. ১৯৯৫ সালে গ. ১৯৯৭ সালে ঘ. ১৯৬০ সালে
১৪. আন্তর্জাতিক জলপথে যে কোম্পানির জাহাজ চলাচল করে, তাকে বলে –
ক. শিপিং লেন খ. শিপিং লাইন গ. শিপিং হার ঘ. শিপিং সেন্টার
১৫. ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম –
ক. GOP খ. OPEC গ. GATT ঘ. PTI
১৬. পাইকারি ব্যবসা যে স্তরের কাজকর্ম তা হল –
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৭. বুদ্ধির ভাণ্ডার কথাটি যে অর্থনৈতিক কাজের ক্ষেত্রে প্রযোজ্য তা হল –
ক. প্রথম স্তর খ. তৃতীয় স্তর গ. চতুর্থ স্তর ঘ. পঞ্চম স্তর
১৮. উত্তর – দক্ষিন ও পূর্ব –পশ্চিম করিডর কোন স্থানে মিলিত হয়েছে –
ক. ঝাঁসি খ. ভুপাল গ. এলাহাবাদ ঘ. নাগপুর
১৯. কেরলে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত –
ক. ঝুম খ. মিলপা গ. রোকা ঘ. পুনাম
২০. শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি কাকে বলে ?
ক. সয়াবিন খ. কফি গ. ডাব ঘ. সূর্যমুখী
২১. যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়, তা হল
–
ক. ধান খ. গম গ. ডাল ঘ. তৈলবীজ
২২. প্রথম শস্য সমন্বয় ধারনার অবতারনা করেন –
ক. ওয়েবার খ. উইভার গ. ভন থুনেন ঘ. জিম্যারম্যান
২৩. একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের চাষকে বলে –
ক. বানিজ্যিক খ. বাগিচা গ. উদ্যান ঘ. শস্যাবর্তন কৃষি
২৪. সারা বছর পাওয়া যায় এইরূপ ফলের চাষকে বলে –
ক. পেমামকালচার খ. ফ্লোরিকালচার গ. ওলেরিকালচার ঘ. কোনোটিই নয়
২৫. শ্রীলঙ্কার প্রধান নারকেল উৎপাদক অঞ্চল হল –
ক. কালুতারা খ. গালা গ. মাতারা ঘ. কুরুনেলগালা
২৬. শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় –
ক. নিবিড় কৃষিতে খ. ব্যাপক কৃষিতে গ. বাগিচা কৃষিতে ঘ. মিশ্র কৃষিতে
২৭. ভারতের একটি প্রধান চিনাবাদাম উৎপাদন কারী রাজ্য –
ক. মহারাষ্ট্র খ. গুজরাট গ. ঝাড়খন্ড ঘ. বিহার
২৮. ভারতে নীল বিপ্লব যে পন্য উৎপাদনের সাথে যুক্ত তা হল –
ক. তৈলবীজ খ. দুধ গ. মাছ ঘ. ডিম
২৯. বোরা হল ভারতের কোন রাজ্যের স্থানান্তর কৃষি –
ক. মধ্যপ্রদেশ খ. কেরল গ. অন্ধ্রপ্রদেশ ঘ. ওড়িশা
৩০. অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত –
ক. মাংস উৎপাদনের সাথে খ. মৎস্য উৎপাদনের সাথে গ. পানীয় জলের সাথে ঘ. দুগ্ধ
উৎপাদনের সাথে
৩১. চিনের যে প্রদেশটি চিনের ধানের ভান্ডার নামে পরিচিত –
ক. ইউনান খ. জেচুয়ান গ. হুনান ঘ. হুবেই
৩২. ভার্গিস কুরিয়েন কোন বিষয়ের সঙ্গে যুক্ত –
ক. সবুজ বিপ্লব খ. নীল বিপ্লব গ. শ্বেত বিপ্লব ঘ. গোলাপি বিপ্লব
৩৩. মৌসুমি জলবায়ু অঞ্চলের কৃষি যে ধরণের কৃষির অন্তর্গত তা হল –
ক. বাজার কৃষি খ. আর্দ্র কৃষি গ. শুষ্ক কৃষি ঘ. মিশ্র কৃষি
৩৪. মিলেট যে কৃষির প্রধান ফসল তা হল –
ক. স্থানান্তর কৃষি খ. প্রথাগত কৃষি গ. সেচন কৃষি ঘ. শুষ্ক কৃষি
৩৫. মিশরের কার্পাস
চাষ যে কৃষির উদাহরণ –
ক. আর্দ্রকৃষি খ. শুষ্ক কৃষি গ. সেচন কৃষি ঘ. ব্যাপক কৃষি
৩৬. শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ লক্ষ করা যায় –
ক.
বাগিচা কৃষিতে খ. ব্যাপক কৃষিতে গ. মিশ্রকৃষিতে ঘ. স্থানান্তর কৃষিতে
৩৭. নিম্নলিখিত কোন টি শুষ্ক কৃষির ফসল -
ক. ধান খ. পাট গ. ডাল ঘ. রাবার
৩৮. ভারতে সবুজ বিপ্লব প্রথম দেখা যায় যে রাজ্যে –
ক. তামিলনাড়ু-কর্নাটকে খ. পাঞ্জাব-হরিয়ানায় গ. উত্তরপ্রদেশ-তামিলনাড়ু তে ঘ. সবকটি
৩৯. তৃষ্ণার্ত ফসল বলা হয় –
ক. মিলেটকে খ. ডাল শস্য কে গ. ধান কে ঘ. গমকে
৪০. ব্রাজিলে কফি বাগিচা কী নামে পরিচিত -
ক. এস্টানশিয়া খ. ফাজেন্ডা গ. ল্যানোস ঘ. ল্যাটিফুন্ডিয়া
৪১. শুষ্ক কৃষি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান হয় -
ক. ২৫ সেমি খ. ৫০ সেমি গ. ৭৫ সেমি ঘ. ১০০
সেমি
৪২. প্রগাঢ় কৃষি দেখা যায় না -
ক. ইন্দোনেশিয়ায় খ. রাশিয়ায় গ. মালয়েশিয়ায় ঘ. ভারতে
৪৩. শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি যে নামে পরিচিত -
ক. হুমা খ. চেনা গ. লাদাং ঘ. কোনকো
৪৪. বানিজ্যিক ভিত্তিতে আঙুরের চাষ কে বলা হয় -
ক) ওলেরিকালচার খ) হর্টিকালচার গ) ইন্টারকালচার ঘ) ভিটিকালচার
৪৫. পৃথিবীর কফির পাত্র বলা হয় -
ক) ভারত কে খ) কিউবাকে গ) ব্রাজিল কে ঘ) শ্রীলঙ্কাকে
৪৬. ভারতের যে রাজ্য কফি উৎপাদনে প্রথম -
ক) কেরালা খ) কর্নাটক গ) তামিলনাড়ু ঘ) অন্ধ্রপ্রদেশ
৪৭. পাটকে সোনালী তন্তু বলা হয় -
ক) ভারতে খ) পাকিস্তানে গ) বাংলাদেশে ঘ) মিশরে
৪৮. আখ উৎপাদনে বিশ্বে প্রথম -
ক) ভারত খ) চিন গ) ব্রাজিল ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র
৪৯. হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতে প্রথম –
ক) মহারাষ্ট্র খ) কর্নাটক গ) তামিলনাড়ু ঘ) উত্তরপ্রদেশ
৫০. যে কৃষি ব্যবস্থাটি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল –
ক) নিবিড় কৃষি খ) ব্যাপক কৃষি গ) শুষ্ক কৃষি ঘ) বাগিচা কৃষি
৫১. কোন দেশ গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে –
ক) চিন খ) ডেনমার্ক গ) ভারত ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র
৫২. কোন অঞ্চলকে ভারতের “ধানের ভান্ডার” বলে –
ক) সিন্ধু-গঙ্গা সমভূমি খ) কৃষ্ণা- গোদাবরী বদ্বীপ অঞ্চল গ) উত্তর-পূর্ব অঞ্চল ঘ) কেরালা
ও তামিলনাড়ু
৫৩. সবুজ বিপ্লব প্রথম শুরু হয় –
ক) মেক্সিকোতে খ) মার্কিন যুক্তরাষ্ট্রে গ) ব্রিটিশ যুক্তরাজ্যে ঘ) ভারতে
৫৪. বিশ্বের চিনির পাত্র বলা হয় –
ক) ভারত কে খ)
কিউবা কে গ) শ্রীলঙ্কা কে ঘ) ব্রাজিল কে
৫৫. ভারতের প্রধান ভোজ্য তৈলবীজ হল –
ক) সরষা
খ) তিসি গ) চিনাবাদাম ঘ) সূর্যমুখী
৫৬. হেক্টর
প্রতি গম উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল -
ক) পাঞ্জাব খ) হরিয়ানা
গ) উত্তরপ্রদেশ ঘ) বিহার
৫৭. কফি যে কৃষির উদাহরণ –
ক) উদ্যান কৃষি খ)
মিশ্র কৃষি গ) বাগিচা কৃষি
ঘ) ব্যাপক কৃষি
৫৮. ট্রাক ফার্মিং বলা হয় –
ক) মিশ্র কৃষিকে খ) উদ্যান কৃষিকে গ)
বাগিচা কৃষিকে ঘ) আর্দ্র কৃষিকে
৫৯. ভারতে যে ধরণের ডাল বেশি উৎপাদিত হয় তা হল -
ক) মসুর খ) মুগ গ)
ছোলা ঘ) অড়হর
৬০. শ্রীলঙ্কায় সর্বাধিক নারকেল উৎপাদিত হয় –
ক)
পূর্বাঞ্চলে খ) দক্ষিনাঞ্চলে গ)
পশ্চিমাঞ্চলে ঘ) মধ্য ভাগে
৬১. বাংলাদেশের সর্বাধিক পাট উৎপাদক জেলাটি হল –
ক)
ময়মণসিংহ খ) ফরিদপুর গ)
কুমিল্লা ঘ) ঢাকা
৬২. উদ্ভিজ্জ মাংস বলা হয় –
ক) চিনাবাদামকে খ)
সয়াবিন কে গ) সরিষাকে
ঘ) তিসিকে
৬৩. সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন –
ক) বোরলগ খ)
উইলিয়াম গ্যাড গ) উইভার
ঘ) কুরিয়েন
৬৪. নির্দিষ্ট পরিমান জমিতে উৎপাদিত এক বা একাধিক ফসলের
মধ্যে যে গানিতিক সম্পর্ক বিদ্যমান
তাকে বলে –
ক) শস্য বৈচিত্রায়ন খ)
শস্যাবর্তন গ) শস্য সমন্বয় ঘ) শস্য প্রগাঢ়তা
৬৫. ভারতের কফি
গবেষণা কেন্দ্র অবস্থিত –
ক) কোয়াম্বাটুরে খ) তিরুবনন্তপুরমে গ) চিকমাগালুরে ঘ) বাঙ্গালোরে
৬৬. বাজার-বাগান কৃষি ব্রিটিশ যুক্তরাজ্যে যে নামে পরিচিত –
ক) বাগিচা কৃষি খ) ট্রাক ফার্মিং গ) হর্টিকালচার ঘ) মার্কেট গার্ডেনিং
,লিভিং ফার্মেসি কোন ফসলকে বলা হয়?
উত্তরমুছুননীল বিপ্লব কোন ফসল বা কৃষি কাজের সাথে জরিত?
মুছুননারকেল গাছ
মুছুনCoconut
মুছুন