ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়


এখানে ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় "আকাশ ভরা সূর্য তারা" অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আলোচনা করা হলো। আশা করি ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের এই আলোচনা যথেষ্ট সহযোগিতা করবে। ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর ।। ষষ্ঠ শ্রেণীর ভূগোল কোশ্চেন।।

1) আমাদের সৌর জগৎ কোন ছায়াপথের অন্তর্গত? 
উত্তর - আকাশ গঙ্গা

2) নক্ষত্র কাকে বলে?
সৌর জগতের অন্তর্গত যে সব জোতিস্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে, তাদের নক্ষত্র বলে। যেমন - সূর্য

3) কোন রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সবচেয়ে বেশি?
উত্তর - সাদা রঙের 

4) কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম?
উত্তর - লাল রঙের

5) খালি চোখে আমরা কোন রঙের তারা গুলি দেখতে পায়?
উত্তর - সাদা রঙের

6) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
উত্তর - সূর্য

7) সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তর - প্রক্সিমা সেনটাউরি

8) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর - প্রায় 15 কোটি কিমি

9) পৃথিবী থেকে প্রক্সিমা সেনটাউরির দূরত্ব কত?
উত্তর - প্রায় 41 লক্ষ কোটি কিমি বা 4.2 আলোকবর্ষ 

10) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর - 8 মিনিট 20 সেকেন্ড

11) বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত?
উত্তর - প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। 

12) মহাবিশ্বে দূরত্ব পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়?
উত্তর - আলোকবর্ষ একক

13) নক্ষত্র মন্ডল বলতে কি বোঝ?
উত্তর - কাছাকাছি থাকা অনেক গুলি তারার একত্র সমাবেশ কে নক্ষত্র মন্ডল বলে। যেমন - সপ্তর্ষি মন্ডল, ক্যাসিওপিয়া প্রভৃতি।

14) ক্যাসিওপিয়া নক্ষএ মন্ডলের আকৃতি কি রূপ?
উত্তর - ইংরেজি M অক্ষরের মতো।

15) উত্তর আকাশে কোন তারা দেখা যায়?
উত্তর ধ্রুব তারা

16) কোন তারা দেখে নাবিকরা রাত্রিবেলা দিক নির্ণয় করতেন?
উত্তর - ধ্রুব তারা দেখে

17) সৌরজগৎ কাকে বলে? 
উত্তর - সূর্য ও তার বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুঞ্জ প্রভৃতি কে নিয়ে তৈরি হয়েছে সৌরজগৎ। 

18) সৌরজগতের কেন্দ্রে কি রয়েছে?
উত্তর - সূর্য

19) কত কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে?
উত্তর - প্রায় 460 কোটি বছর আগে

20) সূর্যে কোন কোন গ্যাসের উপস্থিতি দেখা যায়?
উত্তর - হাইড্রোজেন ও হিলিয়াম 

21) সূর্য পৃথিবীর থেকে কত গুন বড়ো?
উত্তর - প্রায় 13 লক্ষ গুন

22) সৌরজগতের কয় টি গ্রহ আছে?
উত্তর - ৮ টি

23) সূর্যের সবচেয়ে কাছের ও দূরের গ্রহের নাম কি? 
উত্তর - সবচেয়ে কাছের হল বুধ ও দূরের গ্রহ হল নেপচুন।

24) সৌর জগতের বৃহত্তম গ্রহের নাম কি?
উত্তর - বৃহস্পতি 

25) দূরত্বের বিচারে পৃথিবী সূর্যের কততম গ্রহ?
উত্তর - তৃতীয়

26) সূর্য থেকে কি পরিমান আলো পৃথিবীতে এসে পৌঁছায়?
উত্তর - সূর্য রশ্মির 200 কোটি ভাগের মাত্র  এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়।

27) সৌর কলঙ্ক বলতে কী বোঝো?
উত্তর - সূর্যের গায়ে যে সমস্ত জায়গা গুলির উষ্ণতা তুলনামূলকভাবে কম সে অঞ্চল গুলি কম উজ্জ্বল হয় বলে কালো রঙের দেখাই, এই অনুজ্জ্বল অংশ গুলিকে সৌর কলঙ্ক।

28) সূর্যের বাইরের অংশ কে কি বলে?
উত্তর - করোনা

29) সৌরঝড় কাকে বলে?
উত্তর - সূর্যের বাইরের অংশে বিভিন্ন কারণে বিভিন্ন আয়নিত কণা গুলির মধ্যে বিস্ফোরণের ফলে সূর্য থেকে বিচ্ছুরিত তাপের পরিমাণ বৃদ্ধি পায়, একে সৌরঝড় বলে।

30) কত বছর অন্তর সৌরঝর হয়ে থাকে?
উত্তর - প্রতি 11 বছর অন্তর এই সৌর ঝরের প্রাবল্য বৃদ্ধি পায়।

31) সন্ধ্যা বেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল জোতিস্ক কে মিটমিট করতে দেখা যায়, তাকে কি বলে?
উত্তর - সন্ধ্যা তারা 

32) সন্ধ্যা তারা আসলে কি?
উত্তর - শুক্র গ্রহ

33) গ্রহ কাকে বলে ?
উত্তর - যে সব জ্যো তিস্কের নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, তাদের গ্রহ বলে। যেমন - সৌর জগতের এই রকম ৮ টি গ্রহ রয়েছে।

34) সৌর জগতের অন্ত:স্থ গ্রহ কোন গুলি ? 
উত্তর - বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল এই চারটি গ্রহ কে অন্ত:স্থ গ্রহ বলে।

35) সৌর পরিবারের বহিঃস্থ গ্রহ কোন গুলি?
উত্তর - বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন গুলি বহিঃস্থ গ্রহ নামে পরিচিত।

36) কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে?
উত্তর - শুক্র গ্রহ

37) পৃথিবী কোন দিকে থেকে কোন দিকে আবর্তন করে?
উত্তর - পশ্চিম থেকে পূর্ব দিকে

38) পৃথিবীর নিকট তম গ্রহের নাম কি ?
উত্তর - শুক্র গ্রহ

39) সৌরজগতের উষ্ণ তম গ্রহের নাম কি ?
উত্তর - শুক্র গ্রহ

40) নীল গ্রহ কাকে বলে?
উত্তর - পৃথিবীকে

41) পৃথিবীর গড় উষ্ণতা কত ?
উত্তর - 15 ডিগ্রি সেলসিয়াস

42) পৃথিবীর নিজের চারদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর -  23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড

43) পৃথিবীর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? 
উত্তর - 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড

44) লাল গ্রহ কাকে বলে?
উত্তর - মঙ্গল কে

45) কোন গ্রহের মাধ্যাকর্ষন শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর - বৃহস্পতি গ্রহের

46) সৌরজগতের অন্তর্গত কোন গ্রহের বলয় আছে?
উত্তর - শনিগ্রহের

47) ইউরেনাস গ্রহের রং সবুজ কেন?
উত্তর - এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় সবুজ রঙের দেখতে হয়।

48) পৃথিবীর শীতল তম গ্রহের নাম কি ?
উত্তর - ইউরেনাস

49) বামন গ্রহ কাকে বলা হয়?
উত্তর - প্লুটো কে

50) উপগ্রহ কাকে বলে? 
উত্তর - নিজস্ব আলো ও উত্তাপ হীন যে সমস্ত জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে, তাদের উপগ্রহ বলে। যেমন - পৃথিবীর উপগ্রহ চাঁদ।

51) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?
উত্তর - 3 লক্ষ 84 হাজার কিমি

52) চাঁদের মাধ্যাকর্ষন শক্তির পরিমাণ কত ?
উত্তর - পৃথিবীর 6 ভাগের 1 ভাগ।

53) চাঁদের পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
উত্তর - প্রায় 27 দিন 8 ঘন্টা

54) মঙ্গল গ্রহের কয় টি উপগ্রহ ও কি কি?
উত্তর - দুটি, ডাইমোস ও ফোবোস 

55) সৌর জগতের বৃহত্তম উপগ্রহের নাম কি?
উত্তর - শনি গ্রহের টাইটান 

56) মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? 
উত্তর - ইউরেনাস গ্রহের

57) ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ?
উত্তর - নেপচুন

58) চন্দ্রকলা কাকে বলে?
উত্তর - মাসের বিভিন্ন সময়ে চাঁদের আলোকিত অংশের বাড়া কমা কে বলে চন্দ্রকলা।

59) চান্দ্র মাস কাকে বলে?
উত্তর - একটি পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের যে সময় লাগে, তাকে চান্দ্র মাস বলে।

60) সৌরজগতের বৃহত্তম গ্রহানুপুঞ্জের নাম কি?
উত্তর - সেরেস 

61) ধূমকেতু কাকে বলে? 
উত্তর - ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক কে ধূমকেতু বলে।
 
62) পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়?
উত্তর - 76 বছর অন্তর 

63) কত সালে কিউরিও সিটি রোভার মঙ্গল গ্রহে অবতরণের করে?
উত্তর - 2012 সালে

64) ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি?
উত্তর - ইসরো 

65) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
উত্তর - আর্য ভট্ট

66) ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?
উত্তর - রাকেশ শর্মা

67) ভারতের চন্দ্রায়ন -1 কত সালে চাঁদে অবতরণ করে? 
উত্তর - 2008 সালে

68) কোন প্রাণী প্রথম মহাকাশে যায়?
উত্তর - লাইকা নামে একটি কুকুর

69) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন?
উত্তর - ইউরি গ্যাগারিন

70) প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ছিল?
উত্তর - ভ্যালেন্তিনা তেরেসকোভা

71) কারা প্রথম চাঁদে অবতরণ করেন?
উত্তর - নীল আমস্ট্রং ও এডুইন অলড্রিন

72) শনি ছাড়া সৌরজগতের আর কোন গ্রহের বলয় আছে ?
উত্তর - ইউরেনাস গ্রহের

73) সৌর পরিবারের প্রধান নক্ষত্র টির নাম কি?
উত্তর - সূর্য 


৩টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.