জলবায়ুবিদ্যা প্রশ্ন ও উত্তর (MCQ) - Climatology Mcq

এখানে জলবায়ু বিদ্যা থকে ৫০+ MCQ  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল । জলবায়ু বিদ্যার  বাছাই করা প্রশ্ন ও তার উত্তর /  MCQ on Climatology /  Climatology Questions and Answers / SLST Geography MCQ on Climatology/ I hopes that its helps you for your preparation for SLST/NET/SET in Bengali Language ।। 


. IPCC স্থাপিত করা হয় যে বছর

ক) ১৯৮৬

খ) ১৯৮৮

গ) ১৯৯১

ঘ) ১৯৮৪


২. বাওফোর্ড স্কেলে বায়ুর গতির মান কত অবধি হয়

ক) ০ থেকে ৮

খ) ০ থেকে ১০

গ) ০ থেকে ১২

ঘ) ১ থেকে ১২


৩. কোন বায়ুকে Doctor Wind বলা হয় ?

ক) খামসিন

খ) সিরোক্কো

গ) হারমাট্টাম

ঘ) লু


৪. শীতল মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয় যে উপত্যকা বরাবর

ক) রাইন

খ) রোন

গ) ডানুব

ঘ) সাইন


৫. মুম্বাই এ মৌসুমি বায়ু প্রবেশ করে

ক) ১০ ই জুন

খ) ১৫ ই জুন

গ) ২০ ই জুন

ঘ) ১ ই জুলাই  


৬) গ্রাম/কেজি এককে পরিমাপ করা হয়

ক) আর্দ্রতা সূচক

খ) নির্দিষ্ট আর্দ্রতা

গ) আপেক্ষিক আর্দ্রতা

ঘ) চরম আর্দ্রতা


৭) যে উষ্ণতায় অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত হয়, তাকে বলে

ক) ডিউ পয়েন্ট

খ) ঘনীভবন

গ) আর্দ্র অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট

ঘ) আর্দ্র বাল্ব তাপমাত্রা


৮. নিম্নলিখিত কোন টি ঘনীভবনের একটি রূপ

ক) মিস্ট

খ) বৃষ্টিপাত

গ) শিলাবৃষ্টি

ঘ) স্লিট


৯. ক্রিয়োটো প্রোটোকল গ্রহন করা হয়

ক) ১৯৯৭ সালে

খ) ২০০৩ সালে

গ) ২০০৫ সালে

ঘ) ১৯৮৭ সালে


১০. নাতিশীতোষ্ণ ঘূর্নবাতে দেখা যায় না

ক) মৃদু বৃষ্টি

খ) চক্ষু

গ)  শীতল সীমান্ত

ঘ) উষ্ণ সীমান্ত


১১. বায়ুমণ্ডলের যে স্তরটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে

ক) ট্রপোস্ফিয়ার

খ) মেসোস্ফিয়ার

গ) স্ট্র্যাটোস্ফিয়ার

ঘ) আয়নোস্ফিয়ার


১২. IMD সদর দপ্তর অবস্থিত

) কলকাতায়

খ) বাঙ্গালোরে

গ) পুনে

ঘ) দেরাদুনে


১৩. বায়ুর উষ্ণতা সবচেয়ে বেশি হয়

ক) সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে

খ) সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে

গ) দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে

ঘ) দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে


১৪. সমান মেঘাচ্ছন্নতা যুক্ত অঞ্চল গুলিকে যুক্ত করে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে

ক) আইসোথার্ম

খ) আইসোয়েটস

গ) আইসোক্রোনস

ঘ) আইসোনেপস


১৫. উপক্রান্তীয় শুষ্ক গ্রীষ্মকাল বলতে বোঝায়

ক) ‘Ds’ জলবায়ুকে       

খ) ‘Cs’ জলবায়ুকে

গ) ‘Am’ জলবায়ুকে

ঘ)  ‘Af জলবায়ুকে


১৬. ওজোন স্তর সংরক্ষনের জন্য যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়

ক) মন্ট্রিল প্রোটোকল

খ) ক্রিয়োটো প্রোটোকল

গ) ভিয়েনা প্রোটোকল

ঘ) কার্টেজেন প্রোটোকল


১৭. সাময়িক বায়ু সম্পর্কে প্রথম বর্ননা দেন

ক) ইবন ইউনিস

খ) অল ইড্রিসি

গ) অল মাসুদি

ঘ) ইবন হাওকাল


১৮. WMO এর সদর দপ্তর অবস্থিত?

ক) লন্ডন 

খ) নিউ ইয়র্ক 

গ) প্যারিস 

ঘ) জেনেভা 


১৯. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল 

ক) কার্বন ডাই অক্সাইড

খ) সালফার ডাই অক্সাইড 

গ) কার্বন মনোক্সাইড 

ঘ) ওজোন 


২০. প্রতীপ ঘূর্নবাতের সময় আবহাওয়া থাকে 

ক) উষ্ণ ও আর্দ্র

খ) ঠাণ্ডা ও দূর্যোগপূর্ন

গ) আর্দ্র ও ঠাণ্ডা

ঘ) পরিষ্কার ও শুষ্ক 


২১. নিম্নলিখিত জোড়া গুলির মধ্যে সঠিক টি হল 

ক) মিস্ট্রাল - উষ্ণ বায়ু

খ) স্লিট - অধঃক্ষেপণ 

গ) ট্রাফ - উচ্চচাপ 

ঘ) শিলা বৃষ্টি - ঘনীভবন 


২২. উষ্ণ স্থানীয় বায়ুর উদাহরণ হল 

ক) বোরা 

খ) সিরক্কো 

গ) ব্লিজার্ড

ঘ) মিস্ট্রাল 


২৩. ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় না 

ক) ক্যালিফোর্নিয়ায় 

খ) দক্ষিণ আফ্রিকায়

গ) দক্ষিণ - পশ্চিম অস্ট্রেলিয়ায় 

ঘ) দক্ষিণ চিলিতে 


২৪. কোন সাগরে ক্রান্তীয় ঘূর্নবাত সৃষ্টি হয় না - 

ক) ক্যারিবিয়ান সাগরে 

খ) ভূমধ্যসাগরে 

গ) বঙ্গোপসাগরে 

ঘ) ফিলিপিন্স সাগরে 


২৫. তাপের সংযোজন বা বিয়োজন ছাড়াই বায়ুপুঞ্জের তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস হওয়ার পদ্ধতিকে বলা হয় 

ক) অ্যাডিয়াবেটিক পদ্ধতি

খ) স্বাভাবিক উষ্ণতার হ্রাস

গ) অক্লুশন

ঘ) উষ্ণতার বৈপরীত্য


২৬. নিম্নলিখিত জোড়া গুলির মধ্যে কোন টি সঠিক নয় 

ক) বাওফোর্ড স্কেল - বায়ুর গতি 

খ) মেঘ - অধঃক্ষেপণের রূপ

গ) শিশির বিন্দু - বায়ুর সম্পৃক্তকরন 

ঘ) মিস্ট্রাল - শীতল স্থানীয় বায়ু 


২৭. অক্লুশন কীসের সাথে সম্পর্কিত 

ক) ঘনীভবন

খ) অধক্ষেপন 

গ) নাতিশীতোষ্ণ ঘূর্নবাত

ঘ) মেঘ সৃষ্টি 


২৮. পরিষ্কার মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন দিনের থেকে ঠাণ্ডা হয় , কারণ 

ক) ঘনীভবন 

খ) বিকিরন 

গ) ইনসোলেশন 

ঘ)  পরিচলন 


২৯. বায়ুমণ্ডলের যে স্তরে সব ধরণের আবহিক ঘটনা ঘটে থাকে 

ক) আয়নোস্ফিয়ার 

খ) স্ট্রাটোস্ফিয়ার 

গ) ট্রপোস্ফিয়ার 

ঘ) এক্সোস্ফিয়ার


৩০. নিরক্ষীয় অঞ্চল উপক্রান্তিয় অঞ্চলের থেকে শীতল হওয়ার কারণ হল 

ক) শীতল সমুদ্র স্রোত

খ) অধিক উচ্চতা 

গ) মেঘাচ্ছন্নতা 

ঘ) উষ্ণ সমুদ্র স্রোত 


৩১. যে জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর  থেকে দৈনিক উষ্ণতার প্রসর বেশি 

ক) নিরক্ষীয় জলবায়ু 

খ) ক্রান্তীয় মরু জলবায়ু 

গ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু 

ঘ) স্টেপ জলবায়ু 


৩২. যেখানে সমপ্রেষ রেখা গুলি  কাছাকাছি থাকে সেখানে চাপঢাল হয় 

ক) কম 

খ) স্থির 

গ) বেশি 

ঘ) মাঝারি 

 

৩৩. নিম্নলিখিত কোন টি ক্রাতীয় ঘূর্নবাতের উৎস স্থল 

ক) কৃষ্ণ সাগর 

খ) ক্যারিবিয়ান সাগর 

গ) লোহিত সাগর 

ঘ) ভূমধ্যসাগর 


৩৪. জলবায়ুর শ্রেনী বিভাগ করনে P-E Index ব্যবহার করেন 

ক) কোপেন 

খ) ট্রেওয়ার্থা

গ) মিলার 

ঘ) থর্নওয়েট

 

৩৫. অশ্ব অক্ষাংশের বিস্তার 

ক) ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি উত্তর 

খ) ১৫ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি উত্তর 

গ) ৪৫ ডিগ্রি থেকে ৪৯ ডিগ্রি উত্তর 

ঘ) ৪৫ ডিগ্রি থেকে ৪৯ ডিগ্রি দক্ষিণ 


৩৬. ক্রান্তীয় ঘূর্নবাতের চক্ষু অঞ্চল 

ক) শক্তিশালী বায়ুপ্রবন 

খ) ভারী বৃষ্টি প্রবন 

গ) শান্ত আবহাওয়ার উপস্থিতি 

ঘ) উচ্চ চাপ এর অবস্থান  


৩৭. নিম্নলিখিত কোন টি গ্রিন হাউস গ্যাস 

ক) অক্সিজেন

খ) জলীয় বাষ্প 

গ) হাইড্রোজেন 

ঘ) আর্গন 

 

৩৮. বর্জ্রবিদ্যুৎ সহ ঝ্ড়ে যে ধরণের মেঘের উপস্থিতি দেখা যায় 

ক) অল্টোস্ট্যাটাস 

খ) নিম্বাস 

গ) সিরাস 

ঘ) কিউমুলোনিম্বাস 


৩৯. নিম্নলিখিত কোন উক্তি টি সঠিক নয় 

ক) কুয়াশা অধক্ষেপনের একটি রূপ 

খ) শীতল সমুদ্র স্রোত যুক্ত অঞ্চলে অ্যাডভেকশন কুয়াশার উপস্থিতি দেখা যায় 

গ) শিশির ঘনীভবনের একটি রূপ 

ঘ) নাতিশীতোষ্ণ শিল্পাঞ্চলে  অঞ্চলে শীতকালে ধোঁয়াশা দেখা যায়


৪০. কোপেনএর জলবায়ুর শ্রেনিবিভাগে  ‘f’ চিহ্নের দ্বারা বোঝানো হয় 

ক) গ্রীষ্ম কালীন  বৃষ্টিপাত 

খ) শীতকালীন বৃষ্টিপাত 

গ) খুব অল্প বৃষ্টিপাত 

ঘ) সারাবছর বৃষ্টিপাত 


৪১. যে দেশে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে বেশি বৃষ্টিপাত হয়

ক) ইতালি 

খ) জেনেজুয়েলা 

গ) মেক্সিকো 

গ) পোল্যান্ড 


৪২.  পরিচলন বৃষ্টিপাত প্রধানত দেখা যায় 

ক) নাতিশীতোষ্ণ অঞ্চলে 

খ) নিরক্ষীয় অঞ্চলে 

গ) ভূমধ্যসাগরীয় অঞ্চলে 

ঘ) ক্রান্তীয় পার্বত্য অঞ্চলে 


৪৩. ইউরোপের আড্রিয়াটিক অঞ্চলে যে শীতল বায়ু প্রবাহিত হয়, তা হল 

ক) বোরা 

খ) মিস্ট্রাল

গ) ব্লিজার্ড

ঘ) চিনুক 


৪৪. সান্টা আনা নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয়

ক) ইজিপ্টে 

খ) দক্ষিণ আল্পস অঞ্চলে 

গ) দক্ষিন ফ্রান্সে

ঘ) ক্যালিফোর্নিয়ায়


৪৫. অ্যালুসিয়ান নিম্নচাপ অঞ্চল অবস্থিত 

ক) উত্তর প্রশান্ত মহাসাগরে 

খ) উত্তর আটলান্টিক মহাসাগরে 

গ) দক্ষিণ ভারত মহাসাগরে 

ঘ) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে 


৪৬. শুষ্ক অ্যাড্যাবেটিক ল্যাপস রেটের পরিমান 

ক) ৭ ডিগ্রি সেলসিয়াস/ কিমি 

খ) ৪.৫ ডিগ্রি সেলসিয়াস/ কিমি

গ) ৯.৮ ডিগ্রি সেলসিয়াস/ কিমি

ঘ) ৬.৫ ডিগ্রি সেলসিয়াস/ কিমি


৪৭. নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় 

ক) ১০ কিমি 

খ) ৮ কিমি 

গ) ১৬ কিমি

ঘ) ১২ কিমি 


৪৮. পৃথিবীর গড় তাপমাত্রা 

ক) ২৮ ডিগ্রি সেলসিয়াস 

খ) ৩২ ডিগ্রি সেলসিয়াস 

গ) ১৫ ডিগ্রি সেলসিয়াস

ঘ) ৫ ডিগ্রি সেলসিয়াস


৪৯. ভূপৃষ্ঠ থেকে ২৯ কিমির মধ্যে রয়েছে বায়ুর মোট উপাদানের 

ক) ৯০ %

খ) ৯৭ %

গ) ৯৩ %

ঘ) ৯১ %


৫০. সুইস উপত্যকা বরাবর যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় 

ক) সিরোক্কো

খ) ফন 

গ) বার্গ 

ঘ) চিনুক

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.