সৌরজগৎ - শর্ট প্রশ্নোত্তর
এখানে সৌরজগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন জানা অজানা প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে আলোচনা করা হল ।
উত্তর – শুক্র
২. সৌরজগতের কোন গ্রহের আবর্তনের বেগ সবচেয়ে বেশি?
উত্তর – বৃহস্পতি
৩. সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী?
উত্তর – শুক্র
৪. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর – ইউরেনাস কে
৫. লাল গ্রহ কাকে বলা হয়?
উত্তর – মঙ্গল কে
৬. সৌরজগতের শীতলতম গ্রহের নাম কী ?
উত্তর – ইউরেনাস
৭. বামন গ্রহ বলা হয় কাকে ?
উত্তর – প্লুটো কে
৮. সূর্যে প্রধানত কোন কোন গ্যাস থাকে ?
উত্তর – হাইড্রোজেন ও হিলিয়াম
৯. সূর্যে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ?
উত্তর – হাইড্রোজেন (৭০%)
১০. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি?
উত্তর – বুধ
১১. কোন গ্রহ পূর্ব থেকে থেকে পশ্চিম দিকে আবর্তন করে?
উত্তর – শুক্র
১২. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী?
উত্তর – বৃহস্পতি
১৩. সূর্য কোন গালাক্সির অন্তর্গত ?
উত্তর – মিল্কিওয়ে গালাক্সির
১৪. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিমি ?
উত্তর – ১৫০ কিমি
১৫. পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর – শুক্র কে
১৬. সূর্যের তাপমাত্রা কত ?
উত্তর – ৫৫০৫ ডিগ্রি সেলসিয়াস
১৭. সূর্য পৃথিবীর চেয়ে কত গুন বড়ো ?
উত্তর – ১০৯ গুন বড়ো
১৮. সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কী?
উত্তর – নেপচুন
১৯. সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কী?
উত্তর – বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড
১৫. পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর – শুক্র কে
১৬. সূর্যের তাপমাত্রা কত ?
উত্তর – ৫৫০৫ ডিগ্রি সেলসিয়াস
১৭. সূর্য পৃথিবীর চেয়ে কত গুন বড়ো ?
উত্তর – ১০৯ গুন বড়ো
১৮. সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কী?
উত্তর – নেপচুন
১৯. সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কী?
উত্তর – বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড
২০. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তর – শনি
২১. বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর – ৭৯ টি
২২. শনি গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর – ৬২ টি
২৩. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী ?
উত্তর – শুক্র
২৪. কোন কোন গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর – বুধ ও শুক্র
২৬. কোন গ্রহ উত্তর থেকে দক্ষিনে ঘোরে ?
উত্তর – ইউরেনাস
২৭. কোন গ্রহে দুই বার সূর্যোদয় হয় ?
উত্তর – বুধ গ্রহে
২৮. সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
উত্তর – মঙ্গল
২৯. সৌরজগতের রত্ন বা অলংকার বলা হয় কোন গ্রহ কে ?
উত্তর – শনি গ্রহ কে
৩০. বুধ গ্রহের থেকে বড়ো সৌরজগতের দুটি উপগ্রহ কি কি ?
উত্তর - গ্যানিমেড (বৃহস্পতির উপগ্রহ) এবং টাইটান ( শনির উপগ্রহ)
৩১. কোন কোন গ্রহের বলয় আছে ?
উত্তর – শনি ও ইউরেনাস গ্রহের
৩২. সৌরজগতের কোন কোন উপগ্রহের নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে ?
উত্তর – শনির উপগ্রহ টাইটান এবং নেপচুনের উপগ্রহ ট্রিটনের নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে।
৩৩. পৃথিবী ব্যতিত অন্য কোন গ্রহের রঙ নীল এবং কেন ?
উত্তর – নেপচুন গ্রহের কারণ এই গ্রহের বাইরের অংশে মিথেন গ্যাসের উপস্থিতি ।
উত্তর – শনি
২১. বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর – ৭৯ টি
২২. শনি গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর – ৬২ টি
২৩. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী ?
উত্তর – শুক্র
২৪. কোন কোন গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর – বুধ ও শুক্র
২৬. কোন গ্রহ উত্তর থেকে দক্ষিনে ঘোরে ?
উত্তর – ইউরেনাস
২৭. কোন গ্রহে দুই বার সূর্যোদয় হয় ?
উত্তর – বুধ গ্রহে
২৮. সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
উত্তর – মঙ্গল
২৯. সৌরজগতের রত্ন বা অলংকার বলা হয় কোন গ্রহ কে ?
উত্তর – শনি গ্রহ কে
৩০. বুধ গ্রহের থেকে বড়ো সৌরজগতের দুটি উপগ্রহ কি কি ?
উত্তর - গ্যানিমেড (বৃহস্পতির উপগ্রহ) এবং টাইটান ( শনির উপগ্রহ)
৩১. কোন কোন গ্রহের বলয় আছে ?
উত্তর – শনি ও ইউরেনাস গ্রহের
৩২. সৌরজগতের কোন কোন উপগ্রহের নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে ?
উত্তর – শনির উপগ্রহ টাইটান এবং নেপচুনের উপগ্রহ ট্রিটনের নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে।
৩৩. পৃথিবী ব্যতিত অন্য কোন গ্রহের রঙ নীল এবং কেন ?
উত্তর – নেপচুন গ্রহের কারণ এই গ্রহের বাইরের অংশে মিথেন গ্যাসের উপস্থিতি ।
৩৪. কোন কোন গ্রহ কে ‘Ice Giant’ বলা হয় ?
উত্তর – ইউরেনাস ও নেপচুন কে
উত্তর – ইউরেনাস ও নেপচুন কে
কোন মন্তব্য নেই: