পরিবেশ ভূগোল Mcq প্রশ্ন ও উত্তর
এখানে পরিবেশ ভূগোল থেকে ৩০ টি mcq প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল । wbslst Geography mcq questions । mcq on environmental science in bengali ...
1. নাতিশীতোষ্ণ তৃনভূমি আফ্রিকায় যে নামে পরিচিত
ক. ডাউনস
খ. ভেল্ড
গ. স্টেপ
ঘ. প্রেইরি
উত্তর - ভেল্ড
2. Biological diversity শব্দটি প্রথম ব্যবহার করেন
ক. ওয়াটসন
খ. ওডাম
গ. হেকেল
ঘ. উইলসন
উত্তর - উইলসন
3. কোন প্রকারের মৃত্তিকায় জৈব পদার্থের পরিমান সব থেকে বেশি
ক. ল্যাটরাইট
খ. পার্বত্য মৃত্তিকা
গ. পডজল মৃত্তিকা
ঘ. চারনোজেম মৃত্তিকা
উত্তর - চারনোজেম মৃত্তিকা
4. বাস্তুতন্ত্রে হোমিওস্ট্যাটিস বলতে বোঝায়
ক. প্রাকৃতিক ভারসাম্য
খ. ক্রমায়ন
গ. শক্তির স্থানান্তর
ঘ. ট্রপিক লেভেল
উত্তর -প্রাকৃতিক ভারসাম্য
5. কালো রেগুর মৃত্তিকায় থাকে
ক. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
খ. লোহা ও অ্যালুমিনিয়াম যৌগ
গ. ব্রোমিয়াম লবন
ঘ. লোহা ও ম্যাঙ্গানিজ যৌগ
উত্তর - লোহা ও ম্যাঙ্গানিজ যৌগ
6. বাস্তুতন্ত্রে বিয়োজকদের বলা হয়
ক. সাপ্রোট্রপস
খ. অটোট্রপস
গ. সেরে
ঘ. বায়োটোপ
উত্তর - সাপ্রোট্রপস
7. সিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত
ক. মধ্য প্রদেশ
খ. ওড়িশা
গ. রাজস্থান
ঘ. মেঘালয়
উত্তর - ওড়িশা
8. যে মৃত্তিকা টি শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায়
ক. টেরারোসা
খ. পডজল
গ. চারনোজেম
ঘ. রেগোসল
উত্তর - পডজল
9. যে পরিবর্তনশীল এলাকায় বাস্তুতন্ত্রে দুই ধরণের বাস্তুতন্ত্র এসে
মিলিত হয়,
তাকে বলে
ক. বায়োটোপ
খ. বায়োটাইট
গ. ইকোটোন
ঘ. ইকোটোপ
উত্তর - ইকোটোন
10. নিম্নলিখিত কোণ বর্গের মৃত্তিকায় কর্দমকনার পরিমান সব থেকে বেশি
ক. এন্টিসল
খ. ভার্টিসল
গ. স্পেডোসল
ঘ. ইনসেপ্টিসল
উত্তর - ভার্টিসল
11. সমগ্র পৃথিবীতে Biodiversity Hotspot এর সংখ্যা
ক. ২০ টি
খ. ৩৪ টি
গ. ৩০ টি
ঘ. ৩৫ টি
উত্তর - ৩৫ টি
12. যাদব পায়েং নিম্নলিখিত কোন ধরণের পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত
ক. জলাভূমি সংরক্ষন
খ. মৃত্তিকা সংরক্ষন
গ. হিমবাহ সংরক্ষন
ঘ. অরণ্য সংরক্ষন
উত্তর - অরণ্য সংরক্ষন
13. রাষ্ট্রপুঞ্জ কত সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসাবে ঘোষিত করে
ক. ২০০৯
খ. ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২
উত্তর - ২০১০
14. নিরক্ষীয় অঞ্চলের গুরুত্বপূর্ন মৃত্তিকা হল
ক. ল্যাটেরাইট মৃত্তিকা
খ. পলল মৃত্তিকা
গ. লোহিত মৃত্তিকা
ঘ. পডজল মৃত্তিকা
উত্তর - ল্যাটেরাইট মৃত্তিকা
15. UNESO দ্বারা MAB প্রতিষ্ঠিত হয়
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮১ সালে
উত্তর - ১৯৭১ সালে
16. রেড ডেটা বুকে কত ধরণের ক্যাটেগরির কথা বলা হয়েহে
ক. ৭ ধরনের
খ. ৮ ধরণের
গ. ৯ ধরণের
ঘ. ১০ ধরণের
উত্তর - ৯ ধরণের
17. কর্দম মৃত্তিকার কাদা কনার ব্যাস হয়
ক. ১ মিমি
খ. ২ মিমি
গ. ১-৩ মিমি
ঘ. ০.১৫ - ২ মিমি
উত্তর - ২ মিমি
18. ভারতবর্ষে জীববৈচিত্র্য আইন পাশ হয়
ক. ২০০০ সালে
খ. ২০০৫ সালে
গ. ২০০২ সালে
ঘ. ২০০৩ সালে
উত্তর - ২০০২ সালে
খ. আসাম
গ. কেরালা
ঘ. উপরের সবকটি
উত্তর - উপরের সবকটি
20. সমগ্র পৃথিবীতে মেগাডাইভারসিটির দেশের সংখ্যা
ক. ৯ টি
খ. ১২ টি
গ. ১৫ টি
ঘ. ১০ টি
উত্তর - ১২ টি
21. মৃত্তিকার জলধারন ক্ষমতা নির্ভর করে
ক. গ্রথনের উপর
খ. গঠনের উপর
গ. রঙ উপর
ঘ. স্তরের উপর
উত্তর - গ্রথনের উপর
22. একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত প্রজাতির সংখ্যাকে বলা হয়
ক. প্রজাতি সাম্যতা
খ. প্রজাতি প্রাচুর্যতা
গ. প্রজাতি ধ্রুবক
ঘ. প্রজাতি স্বল্পতা
উত্তর - প্রজাতি প্রাচুর্যতা
23. মৃত্তিকার বর্ন নির্ভর করে
ক. মৃত্তিকার উপাদান দ্বারা
খ. জলনির্গমন প্রনালির দ্বারা
গ. উক্ত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের উপর
ঘ. (ক) এবং (গ) দুটোই
উত্তর - (ক) এবং (গ) দুটোই
24. বায়োডাইভারসিটি টিটি কত সালে স্বাক্ষরিত হয়
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০২ সালে
উত্তর - ১৯৯২ সালে
25. পডজলিকরন পদ্ধতি যে অঞ্চলে দেখা যায়
ক. মৌসুমি জলবায়ু অঞ্চলে
খ. চ্যাপারেল জলবায়ু অঞ্চলে
গ. সরলবর্গীয় বনভূমি অঞ্চলে
ঘ. পর্নমোচী বনভূমি অঞ্চলে
উত্তর - সরলবর্গীয় বনভূমি অঞ্চলে
26. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত
ক. উত্তর প্রদেশে
খ. মধ্যপ্রদেশে
গ. রাজস্থানে
ঘ. কেরলে
উত্তর - মধ্যপ্রদেশে
27. কৃত্রিম ভাবে সৃষ্ট মৃত্তিকাকে বলা হয়
ক. পেড
খ. ক্লড
গ. পেডন
ঘ. বর্গ
উত্তর - ক্লড
28. ভারতের কোন রাজ্যে অরন্যের পরিমান সর্বাধিক
ক. অরুনাচল প্রদেশ
খ. কর্নাটক
গ. জম্বু কাশ্মীর
ঘ. মধ্য প্রদেশ
উত্তর - মধ্য প্রদেশ
29. UNEP দ্বারা নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য "Global 500" পুরষ্কার দেওয়া হয়
ক. পরিবেশ সংরক্ষন
খ. জনসংখ্যা নিয়ন্ত্রন
গ. সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন
ঘ. AIDS প্রতিরোধ কর্মসূচি
উত্তর - পরিবেশ সংরক্ষন
30. Hockey Sticks রূপী গ্রাফের দ্বারা বোঝানো হয়
ক. জনসংখ্যা বৃদ্ধি
খ. নগরায়নের পরিমান বৃদ্ধি
গ. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ. বিশ্ব তাপমাত্রার বৃদ্ধি
উত্তর - বিশ্ব তাপমাত্রার বৃদ্ধি
কোন মন্তব্য নেই: