Physical Geography mcq questions in bengali

Physical Geography mcq questions in bengali / Geography mcq Questions and answer / ভূগোল  ভূমিরূপবিদ্যা থেকে বাছাই করা ৫০ টি প্রশ্ন ও উত্তর এখানে তুলে ধরা হল, যা চাকরিপ্রার্থীদের পরীক্ষার প্রস্তুতে সাহায্য করবে।। 


1. নিম্নলিখিত কোন নদীবিন্যাসটি সমস্বত্ব ভূমিরূপ গঠনকে সূচিত করে

) কেন্দ্রমুখী

) রেডিয়াল

) বৃক্ষরূপী

) জাফরিরূপী

 

2. যে ভূমিরূপটি কার্স্ট অঞ্চলে দেখা যায় না

ক) অন্ধ উপত্যকা

খ) টিল

গ) উভালা

ঘ) ক্যারেন

 

3. গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবক্তা হলেন

ক) গিলবার্ট

খ) চোরলে

গ) হ্যাক

ঘ) উড

 

4. নিম্নলিখিত কোনটি অআঞ্চলিক প্রক্রিয়া কে নির্দেশ করে 

ক) নদী

খ) হিমবাহ

গ) সমুদ্র তরঙ্গ

ঘ) ভৌমজল

 

5. স্প্যালিং শব্দটি যে প্রক্রিয়ার সাথে সম্পর্কীত

ক) চ্যুতি  

খ) আবহবিকার  

গ) হিমবাহের কার্য

ঘ) সমুদ্র বক্ষের বিস্তৃতি

 

6. যখন ভাঁজের বাহুদ্বয়ের নতি একই দিকে হেলে থাকে তখন তাকে বলে

ক) ন্যাপ ভাঁজ

খ) সমনত ভাঁজ

গ) রিকাম্বেন্ট ভাঁজ

ঘ) ঊর্ধ্ব ভাঁজ

 

7. ভূমিরূপবিদ্যায় প্রনালীর ধারণাটি দেন

ক) চোরলে

খ) হটন

গ) হ্যাক

ঘ) উলড্রিজ

 

8. সমুদ্র বক্ষের বিস্তৃতির ধারণাটি দেন

ক) ডেভিস

খ) ওয়েগনার

গ) হ্যারি হেস

ঘ) পেঙ্ক

 

9. কর্তিত নদী বাঁকের উপস্থিতি নির্দেশ করে

ক) সামুদ্রিক পরিবর্তন

খ) পূর্বে হিমবাহের উপস্থিতি

গ) পুনর্যৌবনলাভ

ঘ) চ্যুতি

 

10. আইসল্যান্ডীয় শ্রেনীর আগ্নেয়গিরির বৈশিষ্ট্য হল

ক) বিদার শ্রেনীর

খ) বিস্ফোরক প্রকৃতির

গ) সিলিকাযুক্ত লাভা

ঘ) কোণটিই নয়

 

11. সান আন্ড্রিস চ্যুতি একপ্রকারের

ক) আয়াম সঙ্খলন চ্যুতি

খ)  হোস্ট

গ) গ্রাবেন

ঘ) থ্রাস্ট চ্যুতি

 

12. মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে একাধিক পলল ব্যজনির সংযুক্তকরনের ফলে সৃষ্ট হয়

ক) বাজাদা

খ) প্লায়া

গ) পেডিপেন্ট

ঘ) অ্যারোস

 

13. এন্ডরাম্ফ শব্দটি ব্যবহার করেন

ক) ডেভিস

খ) জনসণ

গ) পেঙ্ক

ঘ) হোমস

 

14. পটহোল নদী ক্ষয়চক্রের কোন পর্যায়ে সৃষ্ট হয়

ক) যৌবন

খ) পরিনত

গ) বার্ধক্য

ঘ) অন্তিম

 

15. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ টি হল

ক) গ্রাবরেখা

খ) এরিটি

গ) টিল সমভূমি

ঘ) এস্কার

 

16. লুইস আগাসিস দ্বারা উদ্ভাবিত ধারনাটি হল

ক) সমস্থিতি

খ) হিমযুগ

গ) পরিচলন স্রোত

ঘ) সামুদ্রিক বক্ষের বিস্তৃতি

 

17. নিম্নলিখিত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অপর তিনটির থেকে পৃথক

ক) মোনাডনক

খ) হামস

গ) ইনসেলবার্জ

ঘ) মেসা

 

18. হ্যান্ডেলহাঙ শব্দটির দ্বারা যে ধরণের ঢাল কে বোঝানো হয়

ক) Free face

খ) Buried slope

গ) Debris slope

ঘ) Wash slope

 

19. নিম্নলিখিত কোন শিলা সৃষ্টির সময় বায়ু বুদবুদ আকারে উক্ত শিলায় থেকে যায়

ক) পিউমিস

খ) বেলে পাথর

গ) শেল

ঘ) নিস

 

20. টম্বোলো কোন ধরণের ভূ-গঠনকারী শক্তির ক্রিয়ার ফলে সৃষ্ট হয়

ক) হিমবাহ

খ) বায়ু

গ) সমুদ্র তরঙ্গ

ঘ) পুঞ্জিত ক্ষয়

 

21. টর ভূমিরূপ টি যার সাথে জড়িত

ক) পুঞ্জিত ক্ষয়

খ) আবহবিকার

গ) অগ্ন্যুৎপাত

ঘ) একপ্রকারের ভাঁজ

 

22. নিরক্ষরেখা বরাবর আন্দিজ পর্বতমালায় বরফের উপস্থিতি কে বলা হয়

ক) আঞ্চলিক প্রক্রিয়া

খ) অনাঞ্চলিক প্রক্রিয়া

গ) অতিআঞ্চলিক প্রক্রিয়া

ঘ) বহু আঞ্চলিক প্রক্রিয়া

 

23. নীচের কোন ভূবিজ্ঞানী মরফোজেনেটিক অঞ্চল ধারনার সাথে যুক্ত নন

) বাডেল

) পেলটার

গ) চোরলে

ঘ) কিং

 

24. ডেকান ট্রাপ যে ভূতাত্ত্বিক যুগে সৃষ্ট হয়েছিল, তা হল

ক) ক্রাম্বিয়ান যুগে

খ) টিরাসিক যুগে

গ) ক্রিটেসিয়াস যুগে

ঘ) টার্সিয়ারি যুগে

 

25. নিচে উল্লেখিত চ্যুতির কোনটিতে কেবল মাত্র অনুভূমিক পরিবর্তন ঘটে থাকে

ক) হোর্স্ট

খ) হিভ

গ) গ্রাবেন

ঘ) ছিন্ন চ্যুতি

 

26. বহির্জাত শক্তির উদাহরণ হল

ক) ভূমিকম্প

খ) মহীসঞ্চারন

গ) অগ্ন্যুৎপাত

ঘ) হিমবাহ

 

27. সমস্থিতি শব্দটি ব্যবহার করেন

ক) এইরি

খ) হোমস

গ) প্যাট

ঘ) ডটন

 

28. দ্বিলুভিয়াল তত্ত্ব ( Diluvial theory) অনুসারে পৃথিবী পৃষ্ঠের বর্তমান আকৃতির কারণ হল

ক) পাত সংস্থান

খ) হিমবাহ

গ) পৃথিবীর কক্ষপথের প্রকৃতির জন্য

ঘ) বন্যা

 

29. অন্ধ উপত্যকা একপ্রকারের

ক) হিমবাহ উপত্যকা

খ) গ্রস্ত উপত্যকা

গ) কার্স্ট উপত্যকা

ঘ) পর্বত মধ্যবর্তী উপত্যকা

 

30. সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ টি হল

ক) স্পিট

খ) সমুদ্র ভৃগু

গ) টম্বোলো

ঘ) লবনাক্ত জলাভূমি

 

31. নিম্নলিখিত কোন ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা সবথেকে বেশি হয়

ক) মধ্য সামুদ্রিক শৈলশিরা সীমান্তে

খ) অধঃপাত মণ্ডলে

গ) অগ্ন্যুৎপাতের সময় 

ঘ) চলনশীল পাতের সংযোগ স্থলে

 

32. ভূ-অভ্যন্তরে ভূমিকম্পের ছায়া বলয় দেখা যায় কারণ

ক) সকল প্রকার ভূকম্পীয় তরঙ্গ এই অঞ্চল শোষণ করে নেয়

খ) সকল প্রকার ভূকম্পীয় তরঙ্গ  গুরুমন্ডল শোষণ করে নেয়

গ) P তরঙ্গ বিচ্ছুরিত হয় এবং S তরঙ্গ গুরুমন্ডল দ্বারা শোষিত হয়

) S তরঙ্গ বিচ্ছুরিত হয় এবং P তরঙ্গ গুরুমন্ডল দ্বারা শোষিত হয়

 

33. কোন ধরণের শিলা গঠিত অঞ্চলে পেট্রোলিয়ামের সঞ্চয় দেখা যায়

ক) পাললিক শিলা

খ) রূপান্তরিত শিলা

গ) আগ্নেয় শিলা

ঘ) আগ্নেয়গিরি

 

34. যে বহির্জাত শক্তির ক্ষয় কার্যের ফলে কার্স্ট ভূমিরূপের সৃষ্টি হয়

ক) হিমবাহ

খ) ভৌমজল

গ) নদী

ঘ) সমুদ্র তরঙ্গ

 

35. মরু অঞ্চলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদী দ্বারা সৃষ্ট নয়

ক) পলল ব্যজনি

খ) অ্যারোস

গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

ঘ) ওয়াদিস

 

36. Wind Gap শব্দটি কোন বহির্জাত প্রক্রিয়ার সাথে যুক্ত

) বায়ুর কাজ

খ) নদীর কাজ

গ) হিমবাহের কাজ

ঘ) সমুদ্র তরঙ্গের কাজ

 

37. নিম্নলিখিত কোন ভূমিরূপটি মরু অঞ্চলে নগ্নীভবনের ফলে সৃষ্ট নয়

ক) সেফ (seif)

খ) রেগ (reg)  

গ) গ্রাইক (grike)

ঘ) আর্গ (Arg)

 

38. গ্রানাইট কে আম্লিক আগ্নেয় শিলা বলার কারণ হল

) pH এর মান কম

খ) অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বলে

গ) সিলিকা বেশি থাকায়

ঘ) আম্লিক খনিজের প্রাধান্য থাকায়

 

39. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শৈলশিরার ন্যায় ভূমিরূপকে বলে

ক) এরিটি

খ) কোল

গ) হর্ন

ঘ) রোচে মোতানে

 

40. মধ্য আমেরিকা ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত পাত টি হল

ক) ফিলিপিন্স প্লেট

খ) স্কোশিয়া প্লেট

গ) নাজকা প্লেট

ঘ) কোকোস প্লেট

 

41. Tectonic বলতে বোঝায়

ক) পৃথিবী পৃষ্ঠের গঠন ও বিন্যাস

খ) মহাদেশ সমূহের সরন

গ) মহাসাগর সমূহের সরন

ঘ) উপরের কোনটিই নয়

 

42. মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতবেষ্ঠিত অববাহিকায় সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপটি হল

ক) প্লায়া

খ) বাজাদা

গ) পেডিপ্লেন

ঘ) পেডিমেন্ট

 

43. ১৯৬৭ সালে পাত সংস্থান তত্ত্বটি প্রথম প্রকাশিত করেন

ক) হ্যারি হেস

খ) টেলর

গ) হোমস

ঘ) মরগ্যান

 

44. পৃথিবীর গড় ঘনত্ব হল

ক) ৪.৫ গ্রাম/ ঘন সেমি

খ) ৫.০ গ্রাম/ ঘন সেমি

গ) ৫.৫ গ্রাম/ ঘন সেমি

ঘ) ৬ গ্রাম/ ঘন সেমি

 

45. ভূত্বক ও গুরু মণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখা

ক) কনরাড

খ) গুটেনবার্গ

গ) মোহোরোভেসিক

ঘ) রেপিত্তি

 

46. Elastic rebound তত্ত্বটি কীসের সাথে সম্পর্কীত

ক) অগ্ন্যুৎপাত

খ) ভুমিকম্প

গ) সুনামি

ঘ) পৃথিবীর চৌম্বকত্ব

 

47. রিখটার স্কেলে ৮ তীব্রতার ভূমিকম্প ৪ তীব্রতার ভূমিকম্প থেকে কতটা শক্তিশালী

ক) ৪ গুন

খ) ১০ গুন

গ) ১০০০০ গুন

ঘ) ১০০০ গুন

 

48. বিস্ফোরক অগ্ন্যুৎপাত দেখা যায়

ক) হট স্পটে

খ) স্বাভাবিক চ্যুতি অঞ্চলে

গ) অধঃপাত মণ্ডলে

ঘ) হাওয়াই দ্বীপপুঞ্জে

 

49. যান্ত্রিক আবহবিকারের তুলনায় রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়

ক) মরু অঞ্চলে

খ) মরুপ্রায় অঞ্চলে

গ) উপকূলীয় অঞ্চলে

ঘ) উষ্ণ ও আর্দ্র অঞ্চলে

 

50. নিম্নলিখিত কোথায় প্রতিসারি পাত সীমানায় দেখা যায়

ক) এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অংশে

খ) অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে

গ) মধ্য আটলান্টিক শৈলশিরায়

ঘ) আন্দিজ পর্বতমালায়

 

 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.