সপ্তম শ্রেনীর ভূগোল প্রথম অধ্যায়

সপ্তম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ থেকে বিভিন্ন প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল।

1. সূর্য পৃথিবীর থেকে কত গুন বড়ো? 
উত্তরঃ ১৩ লক্ষ গুন

2. পৃথিবী কার চারিদিকে পরিক্রমন করে?
উত্তর - সূর্যের চারিদিকি 

3. সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত?
উত্তর - আকাশগঙ্গা 

4. পৃথিবীর আবর্তন গতি কাকে বলে?
উত্তর - পৃথিবীর নিজের অক্ষের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, একেই পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। 

5. নিজের অক্ষের চারদিকে পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর - ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা 

6. পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয়, তাকে কী বলে?
উত্তর - নিরক্ষরেখা 

7. নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করেছে?
উত্তর - দুটি, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। 

8. আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর - উত্তর গোলার্ধে 

9. পৃথিবীর পরিক্রমন গতি কাকে বলে?
উত্তর - পৃথিবী নিজের মেরুরেখার চারদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, পৃথিবীর এই গতিকে পরিক্রমন গতি বা বার্ষিক গতি বলে। 

10. পৃথিবীর সূর্যের চারদিকে একবার পরিক্রমন করতে কত সময় লাগে?
উত্তর - ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা গড়ে ৩৬৫ দিন।
 
11. পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ?
উত্তর - উপবৃত্তাকার 

12. মুক্তিবেগ বলতে কী বোঝ?
উত্তর - যে গতিতে কোন বস্তুকে ওপরের দিকে ছুঁড়লে তা মাধ্যাকর্ষন জনিত বাঁধাকে কাটিয়ে মহাকাশে যেতে পারে, সেই গতিকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের পরিমান প্রতি সেকেন্ডে ১১.২ কিমি। মহাকাশে রকেটের মাধ্যমে উপগ্রহ উৎক্ষেপণ এই মুক্তিবেগে করা হয়।

13. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিমি?
উত্তর - প্রায় ১৫ কোটি কিমি। 

14. পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমন গতির বেগ কত? 
উত্তর - প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিমি 

15. কক্ষপথ কাকে বলে?
উত্তর - পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারদিকে প্রদক্ষিন করে, তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 

16. অপসূর অবস্থান বলতে কি বোঝ?
উত্তর - ৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, একেই পৃথিবীর অপসূর অবস্থান বলে। অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব হয় প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি।

17. অনুসূর অবস্থান কাকে বলে? 
উত্তর - যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, তাকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। এই সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব হয় প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।

18. পৃথিবীর কোন গতির জন্য দিন ও রাত হয়ে থাকে?
উত্তর - আহ্নিক গতির জন্য 

19. চান্দ্রমাস বলতে কী বোঝ?
উত্তর - পৃথিবীর চারদিকে একবার সম্পূর্ন প্রদক্ষিন করতে চাঁদের সময় লাগে প্রায় ২৮ দিন, একেই চান্দ্রমাস বলে। 

20. সৌরবছর কাকে বলে?
উত্তর - পৃথিবী নিজের কক্ষপথে ৩৬৫ দিনে একবার সূর্যকে প্রদক্ষিন করে, এই সময়কে সৌরবছর বলা হয়।

21. সূর্যকে একবার প্রদক্ষিন করতে পৃথিবী কতবার নিজের অক্ষের ওপর আবর্তন করে?
উত্তর - প্রায় ৩৬৫ বার 

22. অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
উত্তর - যে যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৯ দিন এবং বছরটি ৩৬৬ দিনের হয়, সেই সেই বছর গুলিকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। যেমন - ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০।

23. পৃথিবীতে শক্তির একমাত্র উৎস কী?
উত্তর - সূর্য

24. সূর্য থেকে কী পরিমান তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়?
উত্তর - সূর্য থেকে বিকিরিত তাপের ২০০ কোটি ভাগে মাত্র ১ ভাগ তাপ বা আলো পৃথিবীতে এসে পৌঁছায়।

25. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোন হেলে আছে?
উত্তর - সাড়ে ৬৩ ডিগ্রি কোণে হেলে আছে।

26. পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে থাকে?
উত্তর - বার্ষিক গতির ফলে 

27. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
উত্তর - পশ্চিম থেকে পূর্ব দিকে 
 
28. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর - পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আপাত দৃষ্টিতে সূর্য কে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়, একে সূর্যের দৈনিক আপাত গতি বলে।

29. রবিমার্গ কাকে বলে?
উত্তর - পৃথিবী একটি নির্দিষ্ট কোণে হেলানো অবস্থায় তার কক্ষপথে সূর্যের চারদিকে আবর্তন করে বলে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশে লম্বভাবে সূর্যের কিরন পরে, তাই আপাতভাবে মনে হয় সূর্য বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিনে মকরক্রান্তি রেখার মধ্যে চলাচল করে । একেই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ বলে। 

30. নিরক্ষরেখা অন্য কী নামে পরিচিত?
উত্তর - বিষুবরেখা নামে।

31. কোন কোন দিন সূর্য বিষুবরেখার উপর লম্ব ভাবে কিরন দেয়?
উত্তর - ২১  শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর 

32. সূর্য কত তারিখে কর্কটক্রান্তি রেখার উপর লম্ব ভাবে কিরন দেয়?
উত্তর - ২১ শে জুন 

33. সূর্য কত তারিখে মকরক্রান্তি রেখার উপর লম্ব ভাবে কিরন দেয়?
উত্তর - ২২ শে ডিসেম্বর 

34. সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন বলতে কী বোঝ?
উত্তর - ২২ শে ডিসেম্বর থেকে ২১ শে জুন পর্যন্ত ৬ মাস ধরে সূর্যের উত্তর মুখী সরণকে সূর্যের উত্তরায়ন এবং ২১ শে জুন থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ধরে সূর্যের দক্ষিণ মুখী সরণকে সূর্যের দক্ষিনায়ন বলে। 

36. কোন দিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়ো ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয়?
উত্তর - ২১ শে জুন 

37. বিষুব কাকে বলে?
উত্তর - যে দিন গুলিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্ব ভাবে কিরন দেয়, সেই দিন গুলিতে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয় বলে, এই দিন গুলিকে বিষুব বলা হয়। 

38. উত্তর গোলার্ধে কোন দিনকে বসন্ত কালীন বিষুব ও কোন দিন কে শরৎ কালীন বিষুব বলে?
উত্তর - ২১ শে মার্চের বিষুবকে বসন্ত কালীন বিষুব এবং ২৩ শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎ কালীন বিষুব বলে। 

39. মধ্যরাত্রীর সূর্যের দেশ কাকে বলা হয়?
উত্তর - নরওয়ে কে 

40. সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কী?
উত্তর - উত্তর ও দক্ষিন মেরু অঞ্চলে একটানা ৬ মাস রাত্রির সময় আকাশে মাঝে মাঝে রামধনুর মতো বর্নময় আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা বলে। সুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস এবং কুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.