ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর


এখানে SLST/NET/SET/ENTRANCE EXAM প্রস্তুতিতে সাহায্যকারী ৫০ টি ভূগোল Mcq প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল। Geography Mcq Question in Bengali। 

১.  নিম্নলিখিত কোনটি বৃক্ষচ্ছেদনের ফল নয় 
ক. মৃত্তিকা ক্ষয়   
খ. পৃষ্ট প্রবাহের পরিমান বৃদ্ধি  
গ. বন্যার প্রাদুর্ভাব বৃদ্ধি  
ঘ. মাটিতে জলের সংরক্ষন 

উত্তর - মাটিতে জলের সংরক্ষন 

২. কোণ উদ্ভিদ নাইট্রোজেন আবদ্ধ করতে সক্ষম 
ক. ধান ও গম   
খ. ভুট্টা ও আখ   
গ. পাট ও ধান   
ঘ. ছোলা ও অন্যান্য ডাল 

উত্তর - ছোলা ও অন্যান্য ডাল 

৩. ক্রান্তীয় তৃনভূমির উদাহরণ হলো 
ক. প্রেইরি     
খ. ল্যানোস    
গ. স্টেপ    
ঘ. ভেল্ড 

উত্তর -   ল্যানোস

৪. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সমুদ্র জলের লবনতা কম হওয়ার কারণ হল 
ক. প্রচুর স্বাদু জলের মিশ্রন 
খ. বাষ্পীভবনের তুলনায় অধঃক্ষেপণের পরিমান বেশি
গ. বাষ্পীভবনের তুলনায় অধঃক্ষেপণের পরিমান কম
ঘ. বাষ্পীভবন ও অধঃক্ষেপণের পরিমান সমান 

উত্তর - বাষ্পীভবনের তুলনায় অধঃক্ষেপণের পরিমান বেশি

৫. কোঙ্কণ রেলওয়ে যুক্ত করে
ক. মুম্বাই - মার্মাগাও   
খ. মুম্বাই - গোয়া   
গ. মুম্বাই - মাঙ্গালোর   
ঘ. মুম্বাই -ত্রিনেলভ্যালি

উত্তর - মুম্বাই - মাঙ্গালোর

৬. যে শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত 
ক. লৌহ - ইস্পাত শিল্প   
খ. কার্পাস শিল্প    
গ. রাসায়নিক শিল্প   
ঘ. পাট শিল্প 

উত্তর - পাট শিল্প 

৭. নিম্নলিখিত কোন রাজ্যটি ধান উৎপাদনে প্রথম 
ক. পশ্চিমবঙ্গ   
খ. পাঞ্জাব  
গ. আসাম   
ঘ. গুজরাট 

উত্তর - পশ্চিমবঙ্গ 

৮. কোন রাজ্যে সবচেয়ে বেশি কূপ দেখা যায় 
ক. হরিয়ানা   
খ. পাঞ্জাব   
গ. রাজস্থান   
ঘ. উত্তর প্রদেশ 

উত্তর - উত্তর প্রদেশ 

৯. সামুদ্রিক তেলের সঞ্চয় দেখা যায় 
ক. মহীসোপানে   
খ. মহীঢালে  
গ. সামুদ্রিক খাতে 
ঘ. এগুলির কোনটিও নয় 

উত্তর - মহীসোপানে 

১০. নিম্নলিখিত কোন দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋনাত্মক 
ক. ১৯০১ - ১৯১১  
খ. ১৯২১ - ১৯৩১  
গ. ১৯১১ - ১৯২১  
ঘ. ১৯৫১ - ১৯৬১

উত্তর - ১৯১১ - ১৯২১

১১. যে রাজ্যে খ্রিষ্টান জনসংখ্যার পরিমান সবচেয়ে বেশি 
ক. নাগাল্যান্ড   
খ. গোয়া  
গ. মিজোরাম  
ঘ. গুজরাট 

উত্তর - নাগাল্যান্ড

১২. ভারতের যে রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি 
ক. বিহার  
খ. অরুনাচল প্রদেশ   
গ. ওড়িশা  
ঘ. মধ্যপ্রদেশ 

উত্তর - বিহার

১৩. হিন্দি কয়টি রাজ্যের রাজ্য ভাষা হিসাবে বিবেচিত হয়
ক. ১৮ টি  
খ. ১৪ টি  
গ. ২ টি  
ঘ. ৬ টি 

উত্তর - ৬ টি 

১৪. ট্রান্সহিউম্যানস বা ঋতুভিত্তিক পরিব্রাজন দেখা যায় 
ক. ভিলদের মধ্যে  
খ. ভুটিয়াদের মধ্যে  
গ. কুকিস দের মধ্যে  
ঘ. নাগাদের মধ্যে 

উত্তর - ভুটিয়াদের মধ্যে  

১৫. টোডা উপজাতি শ্রেনীর বাসস্থান হল 
ক. আসাম  
খ. অরুনাচল প্রদেশ   
গ. আন্দামান   
ঘ. নিলগিরি  

উত্তর - নিলগিরি 

১৬. কোন রাজ্যে অরন্যের পরিমান সবথেকে বেশি 
ক. মধ্যপ্রদেশ   
খ. অরুনাচল প্রদেশ   
গ. জম্বু কাশ্মীর  
ঘ. রাজস্থান 

উত্তর - মধ্যপ্রদেশ

১৭. কোশী নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে 
ক. বরৌনীতে    
খ. পাটনায়    
গ. মনিহারী ঘাট   
ঘ. সহরসা 

উত্তর - সহরসা

১৮. নিম্নলিখিত কোনটি যমুনা নদীর উপনদী 
ক. চম্বল    
খ. কৃষ্ণা     
গ. নর্মদা    
ঘ. মহানদী 

উত্তর - চম্বল    

১৯. নীচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত 
ক. লুনি   
খ. চম্বল 
গ. সোন 
ঘ. তাপ্তি 

উত্তর - তাপ্তি 

২০. সড়ক পথের মাধ্যমে লে পৌছোতে কোন পাস ব্যবহার করা হয় 
ক. জোজিলা 
খ. নাথুলা 
গ. লিপু লেখ
ঘ. নীতি পাশ

উত্তর - জোজিলা 

২১. যে দুটি পর্বত রেঞ্জের মধ্যে কুলু উপত্যকা অবস্থিত, তা হল 
ক. ধৌলাধার ও পিরপাঞ্জাল  
খ. রঞ্জোতি ও নাগ তিব্বা 
গ. লাডাক ও পিরপাঞ্জাল 
ঘ. মধ্য হিমালয় ও শিবালিক 

উত্তর - ধৌলাধার ও পিরপাঞ্জাল  

২২. ডেকানট্রাপ গঠিত হয়েছে মূলত
ক. গ্রানাইট শিলায়
খ. রূপান্তরিত শিলায়
গ. পাললিক শিলায়
ঘ. ব্যাসল্ট শিলায়

উত্তর - ব্যাসল্ট শিলায়

২৩. মৃতের সাগরে সঞ্চিত আছে 
ক. জিপসাম  
খ. পটাস 
গ. চুনাপাথর 
ঘ. ব্রোমাইন 

উত্তর - ব্রোমাইন 

২৪. কোন দেশ লৌহ আকরিক আমদানিতে বিশ্বে প্রথম
ক. ব্রাজিল 
খ. জাপান 
গ. আমেরিকা যুক্তরাষ্ট্র 
ঘ. অস্ট্রেলিয়া

উত্তর -  জাপান 

২৫. পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত নিম্নলিখিত বিযুক্তিরেখা গুলির মধ্যে কোনটি অনুপ্রস্থ তরঙ্গের সর্বাধিক বিচ্যুতি ঘটায়
ক. কনরাড 
খ. মোহোরোভেসিক 
গ. গুটেনবার্গ 
ঘ. লেহম্যান 

উত্তর - গুটেনবার্গ

২৬. সাদা ও কালো রঙের খনিজের সমান্তরাল স্তর দেখা যায়
ক. গ্রানাইটে  
খ. নিসে   
গ. বেলেপাথরে  
ঘ. মার্বেলে

উত্তর - নিস শিলায়

২৭. নিম্নলিখিত কোণ ভূমিরূপটি পাতের চলনের সাক্ষ্য বহন করে 
ক. V আকৃতির উপত্যকা 
খ. গিরিখাত
গ. গম্বুজ  
ঘ. স্তুপ পর্বত 

উত্তর - স্তূপ পর্বত

২৮. নিচের কোনটি Geostationary স্যাটেলাইট নয় 
ক. INSAT  
খ. METEOSAT   
গ. OCEANSAT   
ঘ. EDUSAT

উত্তর - OCEANSAT

২৯. নদী তার নিম্নক্ষয় বন্ধ করে যখন 
i. ক্ষয়ের শেষসীমার পৌছে যায়  
ii. হার্ডপ্যান দ্বারা প্রতিহত হয় 
iii. ঢাল ও জলপ্রবাহের পরিমান হ্রাস পায় 
iv. নদীবাহিত বোঝার পরিমান বৃদ্ধি পায়

ক) i ও ii   খ)  i, ii  ও  iii   গ)  i, ii ও iv  ঘ) উপরের সব
 
উত্তর -  উপরের সব 

৩০. সংরক্ষিত অরণ্য ব্যবহৃত হয় 
ক. শিকার ও পর্যটনে  
খ. স্থানীয় মানুষের ব্যবহারের জন্য  
গ. ঔষধি গাছের জন্য  
ঘ) বানিজ্যের কাজে ও বন্যপ্রানীর জন্য 

উত্তর - স্থানীয় মানুষের ব্যবহারের জন্য 

৩১.  পললব্যজনীর উপরের অংশে যে ধরণের শিলাকনার প্রাধান্য দেখা যায় 
ক. কোবল ও স্থূলকনার  
খ. বোল্ডার ও বৃহৎ শিলাখন্ডের 
গ. বালু ও সূক্ষ্ম কনার  
ঘ. পলি ও কাদা কনার 

উত্তর - কোবল ও স্থূলকনার  

৩২. বাংলাদেশের যমুনা নদী ভারতে যে নামে পরিচিত
ক. ব্রহ্মপুত্র 
খ. তিস্তা  
গ. গঙ্গা
ঘ. যমুনা 

উত্তর - ব্রহ্মপুত্র

৩৩. উদ্ভিদের বেঁচে থাকার জন্য আদর্শ pH এর মান কত হওয়া উচিত 
ক. ৫ থেকে ৬  
খ. ৬ থেকে ৭  
গ. ৭ থেকে ৮  
ঘ. ৮ থেকে ৯ 

উত্তর - ৬ থেকে ৭ 

৩৪. গবেষণা ও আবিষ্কার যে ধরনের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্গত 
ক. গৌন  
খ. টার্সিয়ারি  
গ. কোয়াটারনারি   
ঘ. কুইনারি 

উত্তর - কোয়াটারনারি

৩৫. শিল্পের অবস্থান সম্পর্কীত চাহিদা শঙ্কু ধারনাটি দেন 
ক. ওয়েবার  
খ. লস 
গ. আইস্যাড 
ঘ. মিড্রাল 

উত্তর - লস 

৩৬. র‍্যাভেনস্টাইনের পরিব্রাজন তত্ত্ব অনুসারে অল্প দূরত্বে পরিব্রাজন বেশি দেখা যায়
ক. মহিলাদের মধ্যে  
খ. পুরুষ দের মধ্যে   
গ. কোণ লিঙ্গ বৈষম্য নেই  
ঘ. শ্রমিকদের মধ্যে   

উত্তর - মহিলাদের মধ্যে

৩৭. কোণ একটি অঞ্চলের Relative Relief দেখানোর জন্য ব্যবহৃত হয় 
ক. Isopleth map 
 খ. Choropleth map  
 গ. Contour map  
 ঘ. Spot heights

উত্তর - Contour map  

৩৮. নিম্নলিখিত কোণ ভূমিরূপটি গভীরভাবে আবহবিকারের ফলে সৃষ্ট হয়
ক. কোর স্টোন   
খ. মৃত্তিকা   
গ. বোনহার্ড   
ঘ. ড্রিপ স্টোন 

উত্তর - বোনহার্ড

৩৯. পৃথিবীর অক্ষাংশগত তাপমাত্রার ভারসাম্য বজায় থাকার কারণ হল 
ক. নিয়ত বায়ুপ্রবাহ   
খ. সমুদ্র স্রোত 
গ. নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত
ঘ. বায়ুমণ্ডলীয় গবাক্ষ 

উত্তর - নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত

৪০. বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের ঘনীভবন নির্ভর করে 
ক. উচ্চতা   
খ. তাপমাত্রা 
গ. আর্দ্রতা   
ঘ. সম্পৃক্ততা 

উত্তর - তাপমাত্রা

৪১. কোন ধরণের মৃত্তিকার জল ধারন ক্ষমতা সবচেয়ে বেশি 
ক. ল্যাটেরাইট    
খ. পলল মৃত্তিকার  
গ. চারনোজেম মৃত্তিকার   
ঘ. কৃষ্ণ মৃত্তিকার 

উত্তর - কৃষ্ণ মৃত্তিকার

৪২. pH 5 এবং pH 7 বিশিষ্ট দুই ধরণের মৃত্তিকার মধ্যে অম্লত্বের পার্থক্য 
ক. ২ একক   
খ. ২ গুন    
গ. ১০ একক  
ঘ. ১০০ গুন 

উত্তর - ১০০ গুন

৪৩. Lebensraum শব্দটি প্রথম ব্যবহার করেন 
ক. অস্কার প্যাসকেল  
খ. ফ্রেডরিক র‍্যাটজেল  
গ. হাউস্ফার   
ঘ. কার্ল রিটার 

উত্তর -  ফ্রেডরিক র‍্যাটজেল

৪৪. ফসফরাস চক্র সম্পর্কীত নিম্নলিখিত কোণ ধারনাটি সত্য 
ক. বায়ুমণ্ডলে এটি প্রচুর পরিমানে রয়েছে
খ. গ্যাসীয় অবস্থায় এটি অনেক সময় থাকে
গ. পৃথিবীর স্থল ও জলভাগের মধ্যে ফসফরাস দ্রুত স্থানান্তরিত হয়
ঘ. ফসফরাসের বেশির ভাগ অংশ ফসফেট হিসাবে পাললিক শিলায় সঞ্চিত হয়

উত্তর - ফসফরাসের বেশির ভাগ অংশ ফসফেট হিসাবে পাললিক শিলায় সঞ্চিত হয়

৪৫. ২০১১ সালের জনগনা অনুসারে ভারতীয় জনসংখ্যার গড় বয়স 
ক. ২০ বছর   
খ. ২৪ বছর   
গ. ২৮ বছর   
ঘ. ৩২ বছর 

উত্তর - ২৪ বছর

৪৬. Explanation in Geography - এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন 
ক. কার্ল ও সয়ার    
খ. ডেভিড হার্ভে   
গ. রিচার্ড হার্টশোন   
ঘ. জে. এল. বেরি 

উত্তর - ডেভিড হার্ভে

৪৭. নিম্নলিখিত কোনটি Buried Sunshine নামে পরিচিত 
ক. কয়লা   
খ. হিরা  
গ. সোনা  
ঘ. পেট্রোলিয়াম 

উত্তর - কয়লা

৪৮. নিম্নলিখিত কোণ নদীটি তিব্বত থেকে উৎপন্ন হয়নি 
ক. সিন্ধু   
খ. শতদ্রু   
গ. ব্রহ্মপুত্র   
ঘ. ঝিলাম 

উত্তর - ঝিলাম

৪৯. পর্যায়িত নদীর ধারনাটি দেন
ক. গিলবার্ট   
খ. ডেভিস   
গ. পাওয়েল  
ঘ. প্লে ফেয়ার 

উত্তর - গিলবার্ট

৫০. জলে দ্রবীভূত অবস্থায় মৃত্তিকার উপরের স্তর থেকে নিম্ন স্তরে মৃত্তিকা খনিজ কনার স্থানান্তর কে বলে 
ক. লিচিং    
খ. লেসিভেজ    
গ. ইলুভিয়েশন  
ঘ. খনিজীকরন 
  
উত্তর - লিচিং

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.