সপ্তম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় - এশিয়া মহাদেশ


সপ্তম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় "এশিয়া মহাদেশ" সম্পর্কে এখানে আলোচিত হল। সপ্তম শ্রেণীর ভূগোল।। এশিয়া মহাদেশ।।।  

1. চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলা হয়?
উত্তর - এশিয়া মহাদেশ কে

2. ইউরোপ ও এশিয়া মহাদেশ কে একত্রে কি বলা হয়?
উত্তর - ইউরেশিয়া

3. কোন পর্বত ইউরোপ এবং এশিয়া মহাদেশের সীমানা নির্দেশ করে?
উত্তর - ইউরাল পর্বত

4. এশিয়া ও আফ্রিকার মহাদেশ পৃথক হয়েছে কিসের দ্বারা?
উত্তর - লোহিত সাগর ও সুয়েজ খাল দ্বারা

5. এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি?
উত্তর - 48 টি

6. পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর - পামির মালভূমি কে

7. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তর - ক্যাস্পিয়ান সাগর

8. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি?
উত্তর - তৈ গা বনভূমি

9. কোন মহাদেশের সবথেকে বেশি মানুষ বসবাস করে?
উত্তর - এশিয়া মহাদেশে

10. তিব্বত মালভূমি অবস্থান উল্লেখ করো?
উত্তর - এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি।

11. এশিয়া মহাদেশের দুটি উত্তর বাহী নদীর নাম লেখ?
উত্তর - লুনী নদী, ওব নদী উত্তর বাহী নদীর উদাহরন

12. এশিয়া মহাদেশের উত্তর বাহী নদী গুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তর - ইনিসি নদী

13. উত্তরবাহী নদী গুলিতে প্রায় বন্যা হয় কেন?
উত্তর - উত্তর বাহী নদী গুলির উত্তরাংশ বা মোহনা হিম মন্ডলে অবস্থিত বলে এই অংশে সব সময় বরফ জমে থাকে। তাই শরৎ ও বসন্তকালে উত্তর বাহী নদী গুলির উৎস অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদী গুলির অতিরিক্ত জল মোহনা অঞ্চলে সঞ্চিত বরফে বাঁধা পেয়ে উক্ত অঞ্চল গুলিতে প্রায় বন্যা ঘটায়।

14. এশিয়া মহাদেশের কয়েক টি দক্ষিণ বাহী নদীর নাম লেখ? 
উত্তর - গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, সিন্ধু, টাইগ্রিস ইউফ্রেটিস নদী প্রভৃতি এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ বাহী নদী।

15. এশিয়ার দক্ষিণ বাহী নদী গুলির মধ্যে দীর্ঘ তম কোন টি?
উত্তর - মেকং নদী

16. গঙ্গা নদী উৎসস্থল কোথায় অবস্থিত?
উত্তর - গঙ্গোত্রী হিমবাহ থেকে

17. তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে এশিয়ার কোন দক্ষিণ বাহী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
উত্তর - ব্রহ্মপুত্র নদী

18. তিব্বতের মানস সরোবর থেকে এশিয়ার কোন কোন নদী উৎপন্ন হয়েছে?
উত্তর - সিন্ধু ও ব্রহ্মপুত্র

19. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর - সাত ইল আরব

20. এশিয়ার দীর্ঘ তম নদীর নাম কি?
উত্তর - ইয়াংসি কিয়াং 

21. এশিয়া মহাদেশের কোন নদীকে  স্বর্ণ রেনুর নদী বলে?
উত্তর - ইয়াংসি কিয়াং

22. এশিয়ার কোন নদীকে পীত নদী বলে?
উত্তর - হোয়াংহো নদীকে

23. এশিয়ার পূর্ব বাহী দুটি নদীর নাম কর, যারা সিন সাগরে পতিত হয়েছে?
উত্তর - ইয়াংসি কিয়াং ও সি কিয়াং নদী

24. প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে?
উত্তর - 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে

25. এশিয়া মহাদেশের অন্তর্গত কোন কোন জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়?
উত্তর - নিরক্ষরেখা র উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়।

26. কোন ধরনের জলবায়ু অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের অরণ্যে দেখা যায়?
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

27. এশিয়া মহাদেশের কোন কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়?
উত্তর - ভূমধ্যসাগরে র তীরবর্তী এশিয়া মহাদেশের সিরিয়া, লেবানন, তুরস্ক, ইজরায়েল, জর্ডান এ ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়।

28. পর্ণমোচী বৃক্ষের অরণ্য কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায়? 
উত্তর - মৌসুমী জলবায়ু অঞ্চলে

29. কোন ধরনের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

30. এশিয়া মহাদেশের উত্তরাংশে কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
উত্তর - তুন্দ্রা জলবায়ু

31. এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর - এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদ। 

32. ইয়াংসি কিয়াং নদীর উচ্চ অববাহিকাটি কত দূর অবধি বিস্তৃত?
উত্তর - উৎস থেকে ইচাং পর্যন্ত ইয়াংসি কিয়াং নদীর উচ্চ অববাহিকাটি বিস্তৃত। 

33. ইয়াংসি কিয়াং নদীর উচ্চ অববাহিকাটি কি নামে পরিচিত? 
উত্তর - লাল রঙের বেলে পাথর দ্বারা গঠিত বলে ইয়াংসি কিয়াং নদীর উচ্চ অববাহিকাটি রেড বেসিন নামে পরিচিত।

32. চীনের ধানের গোলা কাকে বলে?
উত্তর - হুনান প্রদেশ কে

33. কোন অঞ্চলকে চীনের শস্য ভান্ডার বলা হয়?
উত্তর - ইচাং থেকে হুনান পর্যন্ত বিস্তৃত ইয়াংসি কিয়াং নদীর মধ্য অববাহিকা কে চীনের শস্য ভান্ডার বলা হয়।

34. চীনের হল্যান্ড বলা হয় কোন অঞ্চল কে ?
উত্তর - ইয়াংসি কিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে ইউরোপের হল্যান্ডের মতো সমুদ্র থেকে ভূমি উদ্ধার করা হয় বলে এই অঞ্চল কে চীনের হল্যান্ড বলা হয়।

35.  কাকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয়?
উত্তর - চীনের সাংহাই কে

36. টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল টি কোন দ্বীপের কোন সমভূমিতে অবস্থিত? 
উত্তর - জাপানের প্রধান চারটি দ্বীপের বৃহত্তম দ্বীপ হনসুর কান্ট সমভূমিতে অবস্থিত।

37. টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের আরেক নাম কি? 
উত্তর - কিহিন শিল্পাঞ্চল

38. জাপানের রাজধানীর নাম কি?
উত্তর - টোকিও

39. জাপানের সর্ব বৃহৎ বন্দরের নাম কি?
উত্তর - ইয়োকোহামা

40. দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশ গুলির নাম উল্লেখ করো?
উত্তর - সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত ও বাহরিন ইত্যাদি। 

41. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি?
উত্তর - সৌদি আরব

42. পৃথিবীর প্রধান প্রধান তৈল উত্তোলন কারী দেশ গুলির সংস্থা কি নামে পরিচিত ?
উত্তর - ওপেক

43. পৃথিবীর বৃহত্তম তৈল উত্তোলন কেন্দ্রের নাম কি?
উত্তর - সৌদি আরবের ঘাওয়ার

44. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি?
উত্তর - সাফানিয়া



1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.