চারনোজেম ও পডসল মৃত্তিকার মধ্যে পার্থক্য


চারনোজেম ও পডসল উভয় মৃত্তিকা ই দীর্ঘ সময়ের ব্যবধানে সৃষ্ট সকল স্তর বিশিষ্ট এক প্রকার পরিণত বা আঞ্চলিক মৃত্তিকা। পৃথিবীর প্রধান প্রধান মৃত্তিকার মধ্যে অন্যতম হল চারনোজেম ও পডসল মৃত্তিকা। এই চারনোজেম ও পডসল মৃত্তিকার মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। নিচে সেই পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হল - 

জলবায়ু 
নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে চারনোজেম মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে।
নাতিশীতোষ্ণ জলবায়ুর তুলনামূলক ভাবে অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পডসল মৃত্তিকা দেখা যায়। 

অবস্থান 
পৃথিবীর প্রধান প্রধান নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল গুলিতে চারনোজেম মৃত্তিকা দেখা যায়। যেমন - আমেরিকা যুক্ত রাষ্ট্রের প্রেইরী, ইউরোপের স্টেপ, দক্ষিণ আমেরিকার পম্পাস প্রভৃতি তৃণভূমি অঞ্চল।
রাশিয়ার সাইবেরিয়া, কানাডার উত্তরাংশ, ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল প্রভৃতি সরল বর্গীয় বনভূমি অঞ্চলে পডসল মৃত্তিকা দেখা যায়। 

বর্ণ 
চারনোজেম মৃত্তিকা সাধারণত কালো রঙের হয়।
পডসল মৃত্তিকা ধূসর ছাই রঙের হয়ে থাকে। 

জলধারণ ক্ষমতা
চারনোজেম মাটির জল ধারণ ক্ষমতা অনেক বেশি।
পডসল মাটির জল ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত কম।

রাসায়নিক ধর্ম
চারনোজেম মাটি ক্ষারকীয় চরিত্রের অর্থাৎ পেডোক্যাল গোত্রীয়। 
পডসল মাটি আম্লিক চরিত্রের অর্থাৎ পেডালফার গোত্রীয়। 

 সৃষ্টির প্রক্রিয়া 
পর্যায় ক্রমিক ভাবে আর্দ্রতা ও শুষ্কতা আসে বলে, ধৌত ও কৈশিক প্রক্রিয়ায় চারনোজেম মাটির সৃষ্টি হয়।
পডসল মৃত্তিকা অঞ্চলে কার্যকরী বৃষ্টিপাত বেশি হওয়ায় ধৌত প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। 

বর্গ
চারনোজেম মাটি মলিসল বর্গের অন্তর্গত।
পডসল মৃত্তিকা স্পেডোসল বর্গের অন্তর্গত।

উৎপাদিত ফসল
চারনোজেম মাটি তে গম, ভুট্টা প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।
পডসল মাটি তেমন উর্বর নয়। তবে সার প্রয়োগের মাধ্যমে আলু, ওট, রাই, তামাক, গম প্রভৃতি চাষ করা হয়। 

বিশেষ বৈশিষ্ট্য
চারনোজেম মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি।
পডসল মাটি একটি আদর্শ পরিলেখ বিশিষ্ট মৃত্তিকা। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.