ষষ্ঠ শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায়


ষষ্ঠ শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় -  "বরফে ঢাকা মহাদেশ" অধ্যায়টি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী দের সুবিধার্থে প্রশ্ন ও উত্তর আকারে আলোচনা করা হল। 

1. দক্ষিণ মেরুতে অবস্থিত আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে প্রথম কত সালে জানা যায়? 
উত্তর - 1820 সালে 

2. পৃথিবীর সকল ভূখণ্ড একত্রিত অবস্থায় অবস্থান করে যে বিশাল ভূখন্ড গঠন করেছিল তার নাম কি?
উত্তর - প্যানজিয়া

3. গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কি?
উত্তর - উত্তরের বিপরীত

4. আন্টার্কটিকা মহাদেশ আয়তনের বিচারে পৃথিবীর কততম মহাদেশ?
উত্তর - পঞ্চম বৃহত্তম মহাদেশ

5. সাদা মহাদেশ কাকে বলা হয়?
উত্তর - আন্টার্কটিকা মহাদেশ কে

6. আন্টার্কটিকায় অবস্থিত জীবন্ত আগ্নেয়গিরির নাম কি?
উত্তর - মাউন্ট এরেবাস

7. আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - ভিনসন ম্যাশিফ

8. পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি এবং এটি কোন মহাদেশ অবস্থিত?
উত্তর - আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ।

9. পৃথিবীর শীতলতম মহাদেশ এর নাম কি?
উত্তর - আন্টার্কটিকা

10. পৃথিবীর শীতলতম স্থানের নাম কি?
উত্তর - আন্টার্কটিকা মহাদেশের ভস্টক পৃথিবীর শীতলতম স্থান।

11. আন্টার্কটিকায় অবস্থিত পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রথম কারা পৌঁছায়?
উত্তর - নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও ও তার সঙ্গীরা প্রথম  14 ই ডিসেম্বর 1911 সালে পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছায়।

12. কত সালে ভারতীয় অভিযাত্রীদল আন্টার্কটিকা  গিয়ে পৌঁছায়?
উত্তর - 1982 সালের 9 জানুয়ারি

13. আন্টার্কটিকা য় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র দুটির নাম কি?
উত্তর - দক্ষিণ গঙ্গোত্রী ও মৈত্রী

14. পৃথিবীর শীতল ও শুষ্কতম মহাদেশ এর নাম কি?
উত্তর - আন্টার্কটিকা

1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.