অষ্টম শ্রেণী ভূগোল অষ্টম অধ্যায়

অষ্টম শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় - ভারতের প্রতিবেশী দেশ সমূহ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল।

1. আমাদের দেশের নাম কি? 
উত্তর - ভারতবর্ষ

2. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ক'টি? 
উত্তর - 9টি 

3. ভারতের প্রতিবেশী দেশ গুলির নাম লেখ?
উত্তর - নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আগানিস্তান।

4. ভারতের দক্ষিণে কোন প্রতিবেশী দেশটি অবস্থিত?
উত্তর - শ্রীলঙ্কায়

5. কোন কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে?
উত্তর - নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, চীন, মায়ানমার দেশের সাথে।

6. কোন প্রতিবেশী দেশের তিনদিক ঘিরে রয়েছে ভারতের সীমানা?
উত্তর - বাংলাদেশের 

7. সম্পূর্ণ স্থল বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশ নাম বলো?
উত্তর - নেপাল, ভুটান

8. আরব সাগর কে স্পর্শ করে রয়েছে, এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখ?
উত্তর - পাকিস্তান

9. এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো, যাদের সমুদ্র বন্দর নাই?
উত্তর - আফগানিস্তান ও নেপাল

10. কলকাতা বন্দরের ওপর কোন দুটি প্রতিবেশী দেশ বৈদেশিক বাণিজ্যের জন্য নির্ভরশীল?
উত্তর - নেপাল ও ভুটান

11. ভারতের কোন কোন প্রতিবেশী দেশের সাথে সম্পূর্ণ জলপথ বানিজ্য হয়?
উত্তর - শ্রীলঙ্কা ও মালদ্বীপ 

12. ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত?
উত্তর - বাংলাদেশ, ভুটান ও নেপাল

13. ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর - পক্ প্রণালী

14. ভারতের এমন দুটি রাজ্যের নাম করো, যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্ত কে স্পর্শ করে?
উত্তর - পশ্চিমবঙ্গ ও সিকিম

15. ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝ?
উত্তর - ভারত ও তার পার্শ্ববর্তী সাত টি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমার কে নিয়ে একটি বিশাল অঞ্চল গঠিত হয় এবং ভারত এই দেশ গুলির কেন্দ্রস্থলে অবস্থিত বলে, এই অঞ্চলটিকে ভারতীয় উপমহাদেশ বলে।

16. ভারতের পূর্বে কোন কোন প্রতিবেশী দেশ অবস্থিত?
উত্তর - বাংলাদেশ ও মায়ানমার

17. নেপালের রাজধানীর নাম কি?
উত্তর - কাঠমান্ডু

18. নেপালের প্রধান নদীর নাম কি?
উত্তর - কালিগণ্ডক

19. পৃথিবী তথা ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - মাউন্ট এভারেস্ট

20. নেপালের প্রধান শিল্পের নাম কি?
উত্তর - পর্যটন শিল্প

21. ভুটানের রাজধানীর নাম কি?
উত্তর - থিম্পু

22. ভুটানের উচ্চতম পর্বতশৃঙ্গে র নাম কি?
উত্তর - কুলাকাংরি

23. ভুটানের প্রধান নদীর নাম কি? 
উত্তর - মানস নদী

24. বজ্রপাতের দেশ কাকে বলে? 
উত্তর - ভুটান কে

25. বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তর - ঢাকা 

26. বাংলাদেশের প্রধান নদীর নাম কি?
উত্তর - মেঘনা

27. মায়ানমারের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - কাকাবোরাজি 

28. মায়ানমারের প্রধান নদীর নাম কি?
উত্তর - ইরাবতী

29. মায়ানমারের রাজধানীর নাম কি? 
উত্তর - নেপাইদাউ 

30. মায়ানমারের প্রধান ভাষা কি?
উত্তর - বর্মি

31. মায়ানমারের কোথায় প্রচুর খনিজ তেল পাওয়া যায়?
উত্তর - ইরাবতী ও চিন্দুইন নদীর অববাহিকায়

32. মায়ানমারের কোন মূল্যবান রত্নের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে?
উত্তর - পদ্মরাগ মনির

33. শ্রীলঙ্কার রাজধানীর নাম কি?
উত্তর - শ্রী জয় বর্ধনে পুরা 

34. শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি?
উত্তর - মহাবলীগঙ্গা 

35. শ্রীলঙ্কার প্রধান ভাষা কি?
উত্তর - সিংহলী

36. শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল এর নাম কি?
উত্তর - নারকেল

37. দারু চিনির দ্বীপ কাকে বলে ?
উত্তর - শ্রীলঙ্কাকে 

38. গ্রাফাইট উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তর - শ্রীলঙ্কা 

39. ভারতের পশ্চিম দিকে কোন কোন প্রতিবেশী দেশ অবস্থিত?
উত্তর - পাকিস্তান ও আগানিস্তান

40. পাকিস্তানের রাজধানীর নাম কি?
উত্তর - ইসলামাবাদ 

41. পাকিস্তানের প্রধান নদীর নাম কি?
উত্তর - সিন্ধু

42. পাকিস্তানের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - তিরি চমির

43. পাকিস্তানের প্রধান ভাষা কি?
উত্তর - উর্দূ

44. কোন দেশে কৃষি জমিতে ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ ব্যবস্থার প্রচলন রয়েছে?
উত্তর - পাকিস্তানে

45. ভারত ও তার প্রতিবেশী দেশ কে নিয়ে যে সংগঠন গড়ে উঠেছে, তার নাম কি?
উত্তর - সার্ক (SAARC)

46. SAARC এর পুরো নাম কি? 
উত্তর - সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 

47. কোন কোন দেশ নিয়ে কত সালে সার্ক গঠিত হয়?
উত্তর - 1985 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8 টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়।

48. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর - নেপালের কাঠমান্ডুতে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.