ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যে পার্থক্য
1) সংজ্ঞা
পৃথিবীর সবচেয়ে বহির্ভাগের কঠিন, হালকা ও পাতলা শিলা দ্বারা গঠিত স্তর টিকে ভূত্বক বলে।
ভূত্বকের নীচ থেকে কেন্দ্র মন্ডলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত পৃথিবীর অভ্যন্তর ভাগের অংশ কে গুরু মন্ডল বলে।
2) গভীরতা
ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 থেকে 40 কিমি।
গুরুমণ্ডল ভূত্বকের নিম্ন সীমা থেকে প্রায় 2900 কিমি গভীর।
3) ঘনত্ব
ভূত্বকের গড় ঘনত্ব প্রায় 2.7-2.9 গ্রাম/ঘন
গুরুমণ্ডলের গড় ঘনত্ব প্রায় 4.6 গ্রাম/ঘনসেমি।
4) উপাদান
ভূত্বক মূলত গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
গুরু মন্ডল মূলত পেরিডোটাইট জাতীয় শিলা যেমন, অলিভিন, পাইরক্সিন দ্বারা গঠিত।
5) উপস্তর
ভূত্বক কে দুটি উপস্তরে ভাগ করা হয়, যথা - মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক।
গুরু মন্ডল কে দুটি স্তরে ভাগ করা হয়, যথা - ঊর্ধ্ব গুরু মন্ডল ও নিম্ন গুরু মন্ডল।
6) আয়তন ও ভর
ভূত্বক পৃথিবীর মোট আয়তন ও ভরের মাত্র 1% দখল করে আছে।
গুরু মন্ডল পৃথিবীর মোট আয়তন ও ভরের প্রায় 80% ও 68% অধিকার করে আছে।
7) খনিজ উপাদান
ভূত্বক মূলত সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজের সমন্বয়ে গঠিত।
অন্যদিকে গুরুমন্ডলের প্রধান উপাদান হলো লোহা, ম্যাগনেসিয়াম, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি।
কোন মন্তব্য নেই: