উচ্চ মাধ্যমিক ভূগোল 2016 সালের mcq প্রশ্নের সমাধান


উচ্চ মাধ্যমিক ভূগোল 2016 সালের mcq প্রশ্নের সমাধান।। উচ্চ মাধ্যমিক ভূগোল mcq প্রশ্ন উত্তর 2016 ।। HS Geography previous years question paper solve. ।।।

1) যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে বলে
A) ক্ষয়ী ভবন
B) পুঞ্জ ক্ষয়
C) আবহ বিকার
D) পর্যায়ণ

উত্তর - আবহবিকার

2) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা হয় 
A) আবহিক জল
B) উৎস্যন্দ জল
C) সহজাত জল
D) মহাসাগরীয় জল

উত্তর - সহজাত জল

3) নরওয়ে ও সুইডেনের উপকূল হল
A) রিয়া উপকূল
B) ফিয়র্ড উপকূল
C) ডালমেশিয়ান উপকূল
D) যৌগিক উপকূল

উত্তর - ফিয়র্ড উপকূল

4) "ভূমিরূপ হল ভূ গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি"
এই ধারণা টি কে প্রবর্তন করেন 
A) জে. টি. হ্যাক
B) পেঙ্ক
C) ইল. সি. কিং
D) ডেভিস

উত্তর - ডেভিস

5) গম্বুজাকৃ তি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়
A) বৃক্ষরুপি 
B) কেন্দ্রবিমুখ
C) কেন্দ্রাভিমুখি
D) জাফরী রুপি

উত্তর - কেন্দ্রবিমুখ

6) চারনোজেম মৃত্তিকা দেখা যায়
A) ক্রান্তীয় অঞ্চলে
B) উপ ক্রান্তীয় অঞ্চলে
C) নাতিশীতোষ্ণ অঞ্চলে
D) মরু অঞ্চলে

উত্তর - নাতিশীতোষ্ণ অঞ্চলে

7) প্রশমিত মাটির pH এর মান হল
A) 6
B) 6.5
C) 7
D) 7.5

উত্তর - 7

8) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাত কে বলা হয়
A) টাইফুন
B) টর্নেডো
C) হ্যারি কেন
D) উইলি উইলি

উত্তর - টাইফুন

9) এল নিনোর আবির্ভাব এর বছরে উষ্ণ স্রোত দেখা যায়
A) মাদাগাস্কার উপকূলে
B) পেরু ইকুয়েডর উপকূলে
C) জাপান উপকূলে
D) অস্ট্রেলিয়ার উপকূলে

উত্তর - পেরু ইকুয়েডর উপকূলে

10) ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল
A) কার্বন ডাই অক্সাইড
B) ক্লোরোফ্লুরোকার্বন
C) সালফার ডাই অক্সাইড
D) মিথেন

উত্তর - ক্লোরোফ্লুরোকার্বন

11) জীব বৈচিত্রের উষ্ম কেন্দ্র একটি উদাহরণ হল
A) গির অরণ্য
B) শিবপুর বোটানিক্যাল গার্ডেন
C) করবেট জাতীয় উদ্যান
D) সাইলেন্ট ভ্যালি

উত্তর - সাইলেন্ট ভ্যালি

12) একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় এর উদাহরণ হল
A) সুনামি
B) খরা
C) ভূপাল গ্যাস বিপর্যয়
D) ধ্বস

উত্তর - ভূপাল গ্যাস বিপর্যয়

13) যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি চাষ করা হয় তাকে বলে
A) উদ্যান কৃষি
B) মিশ্র কৃষি
C) বাগিচা কৃষি
D) ব্যাপক কৃষি

উত্তর - উদ্যান কৃষি

14) শ্রীলঙ্কায় যে ফসল লিভিং ফার্মেসি নামে পরিচিত, তা হল
A) সয়াবিন
B) কফি বীজ
C) ডাব
D) সূর্যমুখী

উত্তর - ডাব

15) ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল
A) পশ্চিমবঙ্গ
B) বিহার
C) মধ্যপ্রদেশ
D) মিজোরাম

উত্তর - পশ্চিমবঙ্গ

16) ভারতের উদীয়মান শিল্প হল
A) তথ্যপ্রযুক্তি শিল্প
B) পেট্রোরসায়ন শিল্প
C) বস্ত্র বয়ন শিল্প
D) কাগজ শিল্প

উত্তর - পেট্রোরসায়ন শিল্প

17) সুয়েজ খাল সংযুক্ত করেছে
A) ভূমধ্যসাগর ও এডেন উপসাগর কে
B) ভূমধ্যসাগর ও আরল সাগর কে
C) ভূমধ্যসাগর  ও আটলান্টিক মহাসাগরকে
D) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

উত্তর - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

18) দুটি রাস্তার সামনে মিলিত হলে সেখানে যে আকৃতির ধরনের বসতি গড়ে ওঠে, তা হল
A) 'L' আকৃতির
B) 'Y' আকৃতির
C) 'Z' আকৃতির
D) 'N' আকৃতির

উত্তর - 'L' আকৃতির

19) কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে
A) পৌরপুঞ্জ
B) মেগাসিটি
C) মহানগর
D) মহানগর পুঞ্জ

উত্তর - মহানগর

20) 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য টি হল
A) পশ্চিমবঙ্গ
B) বিহার
C) উত্তর প্রদেশ
D) মহারাষ্ট্র

উত্তর - উত্তর প্রদেশ

21) ছত্রিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল
A) বোকারো
B) ভিলাই
C) রাউরকেল্লা
D) বিশাখাপত্তনম

উত্তর - ভিলাই


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.