ষষ্ঠ শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায়


ষষ্ঠ শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় - আবহাওয়া ও জলবায়ু।। ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর ।। ষষ্ঠ শ্রেণী ভূগোল আবহাওয়া ও জলবায়ু অধ্যায় টি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী দের সুবিধার্থে প্রশ্ন উত্তর রূপে আলোচনা করা হলো।। 

আবহাওয়া কাকে বলে?
উত্তর - কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতির অবস্থা কে আবহাওয়া বলে।

জলবায়ু কাকে বলে? 
উত্তর - কোনো একটি নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার অবস্থা কে ওই স্থানের জলবায়ু বলা হয়। 

আমাদের দেশে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?
উত্তর - উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

 ইনসোলেশন কাকে বলে?
উত্তর - সূর্য থেকে বিকিরিত তাপের 200 কোটি ভাগের মাত্র একভাগ পৃথিবীতে এসে পৌঁছায় একেই আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন বলে। 

কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?
উত্তর - সূর্য থেকে পৃথিবীতে আগত তাপের পরিমাণ অংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে।

পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ এর পরিমাণ কত শতাংশ?
উত্তর - পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ মাত্র 51 শতাংশ। 

অ্যালবেডো কাকে বলে?
উত্তর - সূর্য থেকে আগত তাপের যে পরিমাণ অংশ পৃথিবী কে উত্তপ্ত না করেই বাতাসে ভাসমান ধূলিকণা, মেঘ প্রভৃতি দ্বারা প্রতিহত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। 

অ্যালবেডোর পরিমাণ কত?
উত্তর - 35 শতাংশ

পার্থিব বিকিরণ কাকে বলে?
উত্তর - পৃথিবী থেকে যে পরিমান তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে পার্থিব বিকিরণ বলে। 

দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে?
উত্তর - কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পার্থক্য কে দৈনিক উষ্ণতার পার্থক্য বলে।

বার্ষিক উষ্ণতার প্রসর কাকে বলে?
উত্তর - কোন একটি নির্দিষ্ট স্থানের শীতলতম ও উষ্ণতম মাস এর উষ্ণতা পার্থক্য কে বার্ষিক উষ্ণতার প্রসর বলে ।

বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর - সিক্স এর থার্মোমিটার

তাপমাত্রা কোন স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়?
উত্তর - তাপমাত্রা পরিমাপের জন্য দুটি একক বা স্কেল ব্যবহার করা হয়, যথা - সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল। 

কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়?
উত্তর - 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়

কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়?
উত্তর - 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায়

বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো?
উত্তর - নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকেই বায়ুর আর্দ্রতা বলে।

বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তর - হাইগ্রোমিটার

বায়ুর চাপ বলতে কী বোঝায়?
উত্তর - কোন একটি নির্দিষ্ট স্থানে বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে ওই স্থানের বায়ুর চাপ বলে। 

বায়ুর চাপ কত প্রকারের হয় ও কি কি?
উত্তর - বায়ুচাপ দুই প্রকারের, যথা উচ্চচাপ ও নিম্নচাপ। 
বায়ুর নিম্নচাপ এর সময় আবহাওয়া কি রূপ থাকে?
উত্তর - বায়ুর নিম্নচাপ থাকলে ঝড়-বৃষ্টি তথা অশান্ত আবহাওয়ার সৃষ্টি হয়।

কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়?
উত্তর - ফোর্টিন  ব্যারোমিটার

বায়ু প্রবাহ কাকে বলে?
উত্তর - বায়ুর চাপের সঙ্গে সঙ্গতি রেখে বায়ু যখন ভূপৃষ্ঠের সমান্তরালে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায় তখন তাকে বায়ু প্রবাহ বলে।

কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়?
উত্তর - অ্যানিমোমিটার

কোন যন্ত্রের সাহায্যে বায়ুর প্রবাহের দিক পরিমাপ করা হয়? 
উত্তর - বাত পতাকা

বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর - রেনগজ

পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর - আলিপুরে

পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে?
উত্তর - সাড়ে 66 ডিগ্রী কোণে

শীতকালে সূর্য পৃথিবী পৃষ্ঠের উপর কিভাবে কিরণ দেয়?
উত্তর - তীর্যকভাবে

গরমকালে সূর্য পৃথিবী পৃষ্ঠের উপর কিভাবে কিরণ দেয়?
উত্তর - লম্ব হবে

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে না কমে?
উত্তর - কমে

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রী সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়?
উত্তর - 6.5 ডিগ্রী সেলসিয়াস হারে

পৃথিবীতে কয়টি তাপমন্ডলের ভাগ করা হয় ও কি কি?
উত্তর - সূর্য রশ্মির পতন কোণের উপর ভিত্তি করে পৃথিবীতে তিনটি তাপমন্ডলের ভাগ করা হয়ে থাকে, যথা - উষ্ণমন্ডল, নাতিশীতোষ্ণ মন্ডল ও হিম মন্ডল।





কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.